ISL Final: মোহনবাগানকে হারিয়ে খেতাব জিতেছে মুম্বই, শুভেচ্ছা জানাতে মাঝরাতেই হাজির ইস্টবেঙ্গল কর্তারা!
ISL 2023-24: যুবভারতীতে জয়ের পরেই মুম্বই সিটির ডিফেন্ডার রাহুল ভেকের মিষ্টি হাতে লাল হলুদ উত্তরীয় পরে এক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
কলকাতা: শনিবাসরীয় যুবভারতীতে উপস্থিত হাজার হাজার মোহনবাগান সমর্থকের হৃদয়ভঙ্গ করে আইএসএল (ISL 2023-24) খেতাব জিতেছে মুম্বই সিটি এফসি (MBSG vs MCFC)। চিরপ্রতিদন্দ্বীকে হারিয়ে খেতাব জিতেছে আইল্যান্ডাররা। শুভেচ্ছা জানাতে তাই মাঝরাতেই মুম্বই সিটির টিম হোটেলে হাজির হলেন ইস্টবেঙ্গল (East Bengal) কর্তারা!
মোহনবাগানের বিরুদ্ধে প্রথমার্ধে পিছিয়ে থেকেও ৯০ মিনিটের লড়াই শেষে জিতেছে মায়ানগরীর দল। এরপরেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ঘোরাঘুরি করছে যেখানে মুম্বই সিটির তারকা ডিফেন্ডার রাহুল ভেকেকে লাল হলুদ উত্তরীয় গলায় মিষ্টি হাতে দেখা যাচ্ছে। ভেকে ঘটনাক্রমে ইস্টবেঙ্গল প্রাক্তনী। মোহনবাগানকে হারানোর পরেই মুম্বইকে শুভেচ্ছা জানাতে মাঝরাতেই টিম হোটেলে হাজির হন মুম্বই কর্তারা। ইস্টবেঙ্গল সভাপতি প্রণব দাশগুপ্তের তরফেও মুম্বই সিটিকে জয়ের জন্য শুভেচ্ছা জানানো হয়েছে। দলের তরফেই ভেকেকে উত্তরীয় পরানোর পাশাপাশি মিষ্টি তুলে দেওয়া হয় তাঁর হাতে।
চিরপ্রতিদ্বন্দ্বীর হারের পর লাল হলুদের এহেন কর্মকাণ্ড অনেককেই অবাক করেছে। সৌজন্য সাক্ষাৎ সেরে জয়ী দলের হাতে মিষ্টির হাঁড়ি তুলে দেওয়া হয়েছে বলেই ইস্টবেঙ্গলের তরফে জানানো হয়। অবশ্য মুম্বই সিটি এফসি আইএসএল চ্যাম্পিয়ন হওয়ায় যেমন তাদের লাল হলুদের তরফে শুভেচ্ছা জানানো হয়, তেমনই কিন্তু মোহনবাগান লিগ শিল্ড জেতার পরে চিরপ্রতিদন্দ্বীদেরও ইস্টবেঙ্গলের তরফে শুভেচ্ছা জানানো হয়েছিল। সেক্ষেত্রে অবশ্য সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি ভাইরাল হয়নি।
কিক অফের পর থেকে দাপট ছিল মুম্বই সিটি এফসির। তিন সপ্তাহ আগে মাত্র এক পয়েন্টের জন্য তাদের থেকে লিগশিল্ড খেতাব ছিনিয়ে নিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। সেই প্রতিশোধ নেওয়ার সংকল্পই যেন কাজ করছিল মুম্বই সিটি এফসির ফুটবলারদের মধ্যে। যে মাঠে হেরে লিগশিল্ড হাতছাড়া হয়েছিল, সেই মাঠে, সেই প্রতিপক্ষকে হারিয়েই এল খেতাব। তবে বিরতির আগে গোল করে মোহনবাগান সুপার জায়ান্টকেই এগিয়ে দিয়েছিলেন জেসন কামিংস। খেলার গতির বিরুদ্ধে।
দ্বিতীয়ার্ধে যদিও ঘুরে দাঁড়ায় মুম্বই সিটি এফসি। প্রথমে তারা সমতা ফেরায়, তারপর আরও দুই গোল জড়িয়ে দেয় মোহনবাগানের জালে। সব মিলিয়ে ৩-১ গোলে সবুজ-মেরুন জনতার স্বপ্নকে গুঁড়িয়ে আইএসএল চ্যাম্পিয়ন হল মুম্বই সিটি এফসি। ট্রেবল জয়ের স্বপ্নভঙ্গ হল আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেদের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আইএসএল ফাইনাল হেরে মানসিক ক্লান্তিকেই দুষলেই মোহনবাগান কোচ হাবাস