এক্সপ্লোর

East Bengal vs Mohun Bagan: শক্তিশালী দল গড়ে আইএসএলের প্রস্তুতি শুরু ইস্টবেঙ্গলের, পিছিয়ে পড়ছে মোহনবাগান?

ISL: জামশেদপুর এফসি থেকে শুরু করে নর্থইস্ট ইউনাইটেড এফসি, বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িন এফসি, কেরল ব্লাস্টার্স এফসি প্রত্যেক দলই তাদের প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে।

কলকাতা: একদিকে জোরকদমে চলছে দলবদল। অন্যদিকে আসন্ন মরশুমের প্রস্তুতিও শুরু করে দিয়েছে ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ক্লাবগুলি। জামশেদপুর এফসি থেকে শুরু করে নর্থইস্ট ইউনাইটেড এফসি, বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িন এফসি, কেরল ব্লাস্টার্স এফসি প্রত্যেক দলই তাদের প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে।

কলকাতার ইস্টবেঙ্গল এফসি-ও (East Bengal) এই দলে রয়েছে। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে লাল-হলুদ শিবিরে। তবে গত লিগের শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান এফসি-র নবনিযুক্ত স্প্যানিশ কোচ হোসে মলিনা এখনও দল নিয়ে প্রস্তুতি শুরু করেননি। সবুজ-মেরুন বাহিনীর প্রস্তুতি সম্ভবত কিছুটা দেরিতেই শুরু হতে চলেছে। 

প্রাক মরশুম দলবদলে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টের চেয়ে একটু বেশিই সক্রিয় ইস্টবেঙ্গল এফসি। তারা এবার এক ঝাঁক নতুন ফুটবলারকে সই করিয়েছে। ভারতীয় ফুটবলারদের মধ্যে চেন্নাইয়িন এফসি থেকে গোলকিপার দেবজিৎ মজুমদার, জামশেদপুর এফসি থেকে ডিফেন্ডার প্রভাত লাকরা, কেরল ব্লাস্টার্স থেকে ডিফেন্ডার নিশু কুমার, হায়দরাবাদ এফসি থেকে তরুণ মিডফিল্ডার ও ডিফেন্ডার মার্ক জোথানপুইয়া, মহমেডান এসসি থেকে তরুণ ফরওয়ার্ড ডেভিড লালনসাঙ্গা লাল-হলুদ বাহিনীতে যোগ দিয়েছেন। 

বিদেশিদের মধ্যে পাঞ্জাব এফসি থেকে ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার মাদি তালাল ও গত আইএসএলে গোল্ডেন বুটজয়ী গ্রিক ফরওয়ার্ড দিমিত্রি দিয়ামান্তাকসকে কেরল ব্লাস্টার্স এফসি থেকে নিয়ে এসেছে ইস্টবেঙ্গল এফসি। জর্ডনিয়ান ডিফেন্ডার হিজাজি মাহের, ব্রাজিলীয় ফরওয়ার্ড ক্লেটন সিলভা ও স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপোর চুক্তির মেয়াদ বাড়িয়েছে তারা। এছাড়া ভারতীয় ডিফেন্ডার মহম্মদ রকিপকেও দলে রেখে দিয়েছে লাল-হলুদ বাহিনী।

গত মরশুমের দল থেকে মোবাশির রহমান, মন্দার রাও দেশাই, ফেলিসিও ব্রাউন, ভিক্টর ভাজকেজ, আলেকজান্দার প্যানটিচ ও অজয় ছেত্রীকে ছেড়ে দিয়েছে ক্লাব। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই দল নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)। তবে ফুটবলারদের সবাইকেই একসঙ্গে শুরু থেকে পাননি তিনি। দুই বিদেশি ক্লেটন ও ক্রেসপো শুরু থেকে থাকলেও হিজাজি মাহের পরে যোগ দেন। মাদি তালালও সদ্য শিবিরে যোগ দিয়েছেন। তবে দিয়ামান্তাকস এখনও আসেননি। 

চলতি কলকাতা ফুটবল লিগে খেলা ছাড়াও ইতিমধ্যেই একটি প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছে ইস্টবেঙ্গলের প্রথম দল। স্থানীয় ক্লাব কালীঘাট এমএসের বিরুদ্ধে এই ম্যাচে তারা ৪-৩-এ জেতে। নন্দকুমার শেকর দু’টি, শৌভিক চক্রবর্তী একটি এবং অ্যাকাডেমির ফুটবলার অনন্তু একটি গোল করেন। কলকাতা লিগের ডার্বিতে ইস্টবেঙ্গল জেতে ২-১-এ। মরশুমের প্রথম টুর্নামেন্ট ডুরান্ড কাপে তাদের প্রথম ম্যাচ ২৯ জুলাই, ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে। অগাস্টের ১৪ তারিখে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২-এর বাছাই পর্বে তারা ঘরের মাঠে নামবে তুর্কমেনিস্তানের এফসি আল্টিন আসিরের বিরুদ্ধে। 

অন্যদিকে, মোহনবাগান সুপার জায়ান্টের (MBSG) নবনিযুক্ত কোচ হোসে মলিনার তত্ত্বাবধানে তাদের প্রাক মরশুম প্রস্তুতি শুরু হবে ২৯ জুলাই। ক্লাবের পক্ষ থেকে সম্প্রতি এমনই জানানো হয়েছে। এ মরশুমে তাদের দুই নতুন বিদেশি আসছেন। স্প্যানিশ সেন্টার ব্যাক আলবার্তো রড্রিগেজকে সই করিয়েছে তারা। ইন্দোনেশিয়ার ক্লাব পার্সিব বানডুঙ্গ থেকে আসছেন তিনি। এ ছাড়া অস্ট্রেলিয়ার ব্রিসবেন রোর থেকে অভিজ্ঞ স্কটিশ ডিফেন্ডার টম অ্যালড্রেডও যোগ দেবেন মোহনবাগান শিবিরে। অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড জুটি দিমিত্রিয়স পেট্রাটস ও জেসন কামিংসের সঙ্গে যোগ দেবেন তাঁরা। 

গত মরশুমের দল থেকে এ বার চার বিদেশি জনি কাউকো, হুগো বুমৌস, ব্রেন্ডান হ্যামিল ও হেক্টর ইউস্তেকে ছেড়ে দিয়েছে তারা। লালরিনলিয়ানা হ্নামতে ও কিয়ান নাসিরিও এ বার মোহনবাগান ছেড়েছেন। দুই তরুণ ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস ও অভিষেক সূর্যবংশীর চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। মনবীর সিংহ, লিস্টন কোলাসো, অনিরুদ্ধ থাপা, বিশাল কায়েথ, শুভাশিস বসু, আশিস রাই, সহাল আব্দুল সামাদরা মোহনবাগানেই রয়েছেন। চোট সারিয়ে এ মরশুমে ফিরছেন আশিক কুরুনিয়ানও। ফলে তাদের দলটা মোটেই খারাপ হচ্ছে না। 

ডুরান্ড কাপে তারা অভিযান শুরু করছে ২৭ জুলাই, কাশ্মীরের ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে। ডুরান্ডে কলকাতার দুই প্রধান একই গ্রুপে রয়েছে। ফলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী একে অপরের মুখোমুখি হবে। আগামী ১৮ অগাস্ট সেই ম্যাচ, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। (তথ্যসূত্র - আইএসএল মিডিয়া)

আরও পড়ুন: মায়ের গয়না বন্ধক রেখে আন্তর্জাতিক মঞ্চে ৩ পদক! অর্থাভাবে সোনার মেয়ের শ্রীলঙ্কা সফর অনিশ্চিত

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Rahul Gandhi: ছাড়পত্র মেলেনি, ঝাড়খণ্ডে ২ ঘণ্টা আটকে রইল রাহুলের বিমান ; প্রধানমন্ত্রীর সভার জন্য দেরি ?
ছাড়পত্র মেলেনি, ঝাড়খণ্ডে ২ ঘণ্টা আটকে রইল রাহুলের বিমান ; প্রধানমন্ত্রীর সভার জন্য দেরি ?
PM Modi : যান্ত্রিক সমস্যা, ঝাড়খণ্ডের দেওঘরে আটকে প্রধানমন্ত্রীর বিমান !
যান্ত্রিক সমস্যা, ঝাড়খণ্ডের দেওঘরে আটকে প্রধানমন্ত্রীর বিমান !
Mamata Banerjee On Tab Scam : ট্যাবের টাকা যারা পাননি, ভবিষ্যতে পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
ট্যাবের টাকা যারা পাননি, ভবিষ্যতে পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Madan On Opposition : ২৬ এর ভোটের আগে শক্তপোক্ত বিরোধী দলের অভাব বোধ করছেন মদন-হুমায়ুন, একই সুর তথাগতর
'বিরোধীদের চাপ নেই, নইলে চাপে পড়ে...' শক্তপোক্ত বিরোধী দলের অভাব বোধ করছেন মদন-হুমায়ুন, একই সুর তথাগতর
Advertisement
ABP Premium

ভিডিও

Lottery Fraud Case: কালো টাকা সাদা করতে লটারিকে ব্যবহার করার আশঙ্কায় অভিযান।Lottery Scam: কলকাতায় মিলল দুর্নীতির টাকার স্তূপ!এবার সামনে এল লটারি-কেলেঙ্কারি !Lottery Fraud Case: দক্ষিণ কলকাতায় টাকার পাহাড় ! লটারির মাধ্যমে কালো টাকা সাদা ?Lottery Fraud Case: লটারি-কাণ্ডে ED-র ম্যারাথন অভিযান। উদ্ধার প্রায় ৯ কোটি। ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rahul Gandhi: ছাড়পত্র মেলেনি, ঝাড়খণ্ডে ২ ঘণ্টা আটকে রইল রাহুলের বিমান ; প্রধানমন্ত্রীর সভার জন্য দেরি ?
ছাড়পত্র মেলেনি, ঝাড়খণ্ডে ২ ঘণ্টা আটকে রইল রাহুলের বিমান ; প্রধানমন্ত্রীর সভার জন্য দেরি ?
PM Modi : যান্ত্রিক সমস্যা, ঝাড়খণ্ডের দেওঘরে আটকে প্রধানমন্ত্রীর বিমান !
যান্ত্রিক সমস্যা, ঝাড়খণ্ডের দেওঘরে আটকে প্রধানমন্ত্রীর বিমান !
Mamata Banerjee On Tab Scam : ট্যাবের টাকা যারা পাননি, ভবিষ্যতে পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
ট্যাবের টাকা যারা পাননি, ভবিষ্যতে পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Madan On Opposition : ২৬ এর ভোটের আগে শক্তপোক্ত বিরোধী দলের অভাব বোধ করছেন মদন-হুমায়ুন, একই সুর তথাগতর
'বিরোধীদের চাপ নেই, নইলে চাপে পড়ে...' শক্তপোক্ত বিরোধী দলের অভাব বোধ করছেন মদন-হুমায়ুন, একই সুর তথাগতর
South 24 Parganas: গঙ্গা-স্নান করতে গিয়ে বিপত্তি, তলিয়ে গেল চার কিশোর
গঙ্গা-স্নান করতে গিয়ে বিপত্তি, তলিয়ে গেল চার কিশোর
Malda School: গরহাজির ১০ জন শিক্ষক, অনিয়ম মিড ডে মিলেও, এবার ধমক খেলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
গরহাজির ১০ জন শিক্ষক, অনিয়ম মিড ডে মিলেও, এবার ধমক খেলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
Namo Bharat Short Film Making Competition : আপনি কি রিল বানাতে ওস্তাদ? এই স্টেশনগুলিতে রিল শুট করলেই পুরস্কার পেতে পারেন দেড় লাখ !
আপনি কি রিল বানাতে ওস্তাদ? এই স্টেশনগুলিতে রিল শুট করলেই পুরস্কার পেতে পারেন দেড় লাখ !
LPG Cylinder Leak: সিলিন্ডার লিক থেকে হতে পারে মারাত্মক দুর্ঘটনা ! কীভাবে চেক করবেন ?  
সিলিন্ডার লিক থেকে হতে পারে মারাত্মক দুর্ঘটনা ! কীভাবে চেক করবেন ?  
Embed widget