এক্সপ্লোর

East Bengal vs Mohun Bagan: শক্তিশালী দল গড়ে আইএসএলের প্রস্তুতি শুরু ইস্টবেঙ্গলের, পিছিয়ে পড়ছে মোহনবাগান?

ISL: জামশেদপুর এফসি থেকে শুরু করে নর্থইস্ট ইউনাইটেড এফসি, বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িন এফসি, কেরল ব্লাস্টার্স এফসি প্রত্যেক দলই তাদের প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে।

কলকাতা: একদিকে জোরকদমে চলছে দলবদল। অন্যদিকে আসন্ন মরশুমের প্রস্তুতিও শুরু করে দিয়েছে ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ক্লাবগুলি। জামশেদপুর এফসি থেকে শুরু করে নর্থইস্ট ইউনাইটেড এফসি, বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িন এফসি, কেরল ব্লাস্টার্স এফসি প্রত্যেক দলই তাদের প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে।

কলকাতার ইস্টবেঙ্গল এফসি-ও (East Bengal) এই দলে রয়েছে। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে লাল-হলুদ শিবিরে। তবে গত লিগের শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান এফসি-র নবনিযুক্ত স্প্যানিশ কোচ হোসে মলিনা এখনও দল নিয়ে প্রস্তুতি শুরু করেননি। সবুজ-মেরুন বাহিনীর প্রস্তুতি সম্ভবত কিছুটা দেরিতেই শুরু হতে চলেছে। 

প্রাক মরশুম দলবদলে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টের চেয়ে একটু বেশিই সক্রিয় ইস্টবেঙ্গল এফসি। তারা এবার এক ঝাঁক নতুন ফুটবলারকে সই করিয়েছে। ভারতীয় ফুটবলারদের মধ্যে চেন্নাইয়িন এফসি থেকে গোলকিপার দেবজিৎ মজুমদার, জামশেদপুর এফসি থেকে ডিফেন্ডার প্রভাত লাকরা, কেরল ব্লাস্টার্স থেকে ডিফেন্ডার নিশু কুমার, হায়দরাবাদ এফসি থেকে তরুণ মিডফিল্ডার ও ডিফেন্ডার মার্ক জোথানপুইয়া, মহমেডান এসসি থেকে তরুণ ফরওয়ার্ড ডেভিড লালনসাঙ্গা লাল-হলুদ বাহিনীতে যোগ দিয়েছেন। 

বিদেশিদের মধ্যে পাঞ্জাব এফসি থেকে ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার মাদি তালাল ও গত আইএসএলে গোল্ডেন বুটজয়ী গ্রিক ফরওয়ার্ড দিমিত্রি দিয়ামান্তাকসকে কেরল ব্লাস্টার্স এফসি থেকে নিয়ে এসেছে ইস্টবেঙ্গল এফসি। জর্ডনিয়ান ডিফেন্ডার হিজাজি মাহের, ব্রাজিলীয় ফরওয়ার্ড ক্লেটন সিলভা ও স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপোর চুক্তির মেয়াদ বাড়িয়েছে তারা। এছাড়া ভারতীয় ডিফেন্ডার মহম্মদ রকিপকেও দলে রেখে দিয়েছে লাল-হলুদ বাহিনী।

গত মরশুমের দল থেকে মোবাশির রহমান, মন্দার রাও দেশাই, ফেলিসিও ব্রাউন, ভিক্টর ভাজকেজ, আলেকজান্দার প্যানটিচ ও অজয় ছেত্রীকে ছেড়ে দিয়েছে ক্লাব। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই দল নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)। তবে ফুটবলারদের সবাইকেই একসঙ্গে শুরু থেকে পাননি তিনি। দুই বিদেশি ক্লেটন ও ক্রেসপো শুরু থেকে থাকলেও হিজাজি মাহের পরে যোগ দেন। মাদি তালালও সদ্য শিবিরে যোগ দিয়েছেন। তবে দিয়ামান্তাকস এখনও আসেননি। 

চলতি কলকাতা ফুটবল লিগে খেলা ছাড়াও ইতিমধ্যেই একটি প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছে ইস্টবেঙ্গলের প্রথম দল। স্থানীয় ক্লাব কালীঘাট এমএসের বিরুদ্ধে এই ম্যাচে তারা ৪-৩-এ জেতে। নন্দকুমার শেকর দু’টি, শৌভিক চক্রবর্তী একটি এবং অ্যাকাডেমির ফুটবলার অনন্তু একটি গোল করেন। কলকাতা লিগের ডার্বিতে ইস্টবেঙ্গল জেতে ২-১-এ। মরশুমের প্রথম টুর্নামেন্ট ডুরান্ড কাপে তাদের প্রথম ম্যাচ ২৯ জুলাই, ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে। অগাস্টের ১৪ তারিখে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২-এর বাছাই পর্বে তারা ঘরের মাঠে নামবে তুর্কমেনিস্তানের এফসি আল্টিন আসিরের বিরুদ্ধে। 

অন্যদিকে, মোহনবাগান সুপার জায়ান্টের (MBSG) নবনিযুক্ত কোচ হোসে মলিনার তত্ত্বাবধানে তাদের প্রাক মরশুম প্রস্তুতি শুরু হবে ২৯ জুলাই। ক্লাবের পক্ষ থেকে সম্প্রতি এমনই জানানো হয়েছে। এ মরশুমে তাদের দুই নতুন বিদেশি আসছেন। স্প্যানিশ সেন্টার ব্যাক আলবার্তো রড্রিগেজকে সই করিয়েছে তারা। ইন্দোনেশিয়ার ক্লাব পার্সিব বানডুঙ্গ থেকে আসছেন তিনি। এ ছাড়া অস্ট্রেলিয়ার ব্রিসবেন রোর থেকে অভিজ্ঞ স্কটিশ ডিফেন্ডার টম অ্যালড্রেডও যোগ দেবেন মোহনবাগান শিবিরে। অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড জুটি দিমিত্রিয়স পেট্রাটস ও জেসন কামিংসের সঙ্গে যোগ দেবেন তাঁরা। 

গত মরশুমের দল থেকে এ বার চার বিদেশি জনি কাউকো, হুগো বুমৌস, ব্রেন্ডান হ্যামিল ও হেক্টর ইউস্তেকে ছেড়ে দিয়েছে তারা। লালরিনলিয়ানা হ্নামতে ও কিয়ান নাসিরিও এ বার মোহনবাগান ছেড়েছেন। দুই তরুণ ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস ও অভিষেক সূর্যবংশীর চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। মনবীর সিংহ, লিস্টন কোলাসো, অনিরুদ্ধ থাপা, বিশাল কায়েথ, শুভাশিস বসু, আশিস রাই, সহাল আব্দুল সামাদরা মোহনবাগানেই রয়েছেন। চোট সারিয়ে এ মরশুমে ফিরছেন আশিক কুরুনিয়ানও। ফলে তাদের দলটা মোটেই খারাপ হচ্ছে না। 

ডুরান্ড কাপে তারা অভিযান শুরু করছে ২৭ জুলাই, কাশ্মীরের ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে। ডুরান্ডে কলকাতার দুই প্রধান একই গ্রুপে রয়েছে। ফলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী একে অপরের মুখোমুখি হবে। আগামী ১৮ অগাস্ট সেই ম্যাচ, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। (তথ্যসূত্র - আইএসএল মিডিয়া)

আরও পড়ুন: মায়ের গয়না বন্ধক রেখে আন্তর্জাতিক মঞ্চে ৩ পদক! অর্থাভাবে সোনার মেয়ের শ্রীলঙ্কা সফর অনিশ্চিত

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতির বেঞ্চে প্রথম RG কর-শুনানি
সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতির বেঞ্চে প্রথম RG কর-শুনানি
Bima Sakhi Yojana: বিমা সখী যোজনায় মহিলারা পাবেন ২১ হাজার টাকা, কীভাবে আবেদন করবেন, কখন টাকা পাবেন ? 
বিমা সখী যোজনায় মহিলারা পাবেন ২১ হাজার টাকা, কীভাবে আবেদন করবেন, কখন টাকা পাবেন ? 
Weather Forecast: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, কবে থেকে? বড় আপডেট আবহাওয়ার
বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, কবে থেকে? বড় আপডেট আবহাওয়ার
Bangladesh News Update: জ্বলছে বাংলাদেশ, মৌলবাদীদের টার্গেট ইসকন, ১৩ দিন ধরে বাংলাদেশের জেলে চিন্ময়কৃষ্ণ দাস
জ্বলছে বাংলাদেশ, মৌলবাদীদের টার্গেট ইসকন, ১৩ দিন ধরে বাংলাদেশের জেলে চিন্ময়কৃষ্ণ দাস
Advertisement
ABP Premium

ভিডিও

Bangladesh :'সম্পূর্ণ পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে', অলীক স্বপ্ন বাংলাদেশের মৌলবাদীদেরBangladesh : ইতিহাস ভুলে ভারত শত্রু, বাংলাদেশে মৌলবাদীদের দাপট, পাশে দাঁড়িয়ে পাক-হুঁশিয়ারিRG Kar Update : বিচারের দাবিতে ৪ মাস পার, নতুন প্রধান বিচারপতির বেঞ্চে আর জি কর মামলার প্রথম শুনানিBangladesh: সম্পর্ক নষ্ট হোক চাই না,কিন্তু বন্ধ হোক সংখ্যালঘু নিপীড়ন।ঢাকায় বৈঠকে কড়া বার্তা ভারতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতির বেঞ্চে প্রথম RG কর-শুনানি
সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতির বেঞ্চে প্রথম RG কর-শুনানি
Bima Sakhi Yojana: বিমা সখী যোজনায় মহিলারা পাবেন ২১ হাজার টাকা, কীভাবে আবেদন করবেন, কখন টাকা পাবেন ? 
বিমা সখী যোজনায় মহিলারা পাবেন ২১ হাজার টাকা, কীভাবে আবেদন করবেন, কখন টাকা পাবেন ? 
Weather Forecast: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, কবে থেকে? বড় আপডেট আবহাওয়ার
বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, কবে থেকে? বড় আপডেট আবহাওয়ার
Bangladesh News Update: জ্বলছে বাংলাদেশ, মৌলবাদীদের টার্গেট ইসকন, ১৩ দিন ধরে বাংলাদেশের জেলে চিন্ময়কৃষ্ণ দাস
জ্বলছে বাংলাদেশ, মৌলবাদীদের টার্গেট ইসকন, ১৩ দিন ধরে বাংলাদেশের জেলে চিন্ময়কৃষ্ণ দাস
RBI New Governor: রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নরের নাম ঘোষণা, শক্তিকান্ত দাসের জায়গায় আসছেন ইনি, কী যোগ্যতা জানেন ?
রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নরের নাম ঘোষণা, শক্তিকান্ত দাসের জায়গায় আসছেন ইনি, কী যোগ্যতা জানেন ?
West Bengal News Live:  বিদেশি নাগরিকদের বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি বাংলাদেশ সরকারের
বিদেশি নাগরিকদের বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি বাংলাদেশ সরকারের
Stock Crash : সাবধান ! দু'দিনে ৩৭ শতাংশ ধস নামল এই স্টকে, গুজরাতের এই পেনি স্টকের বিরুদ্ধে পদক্ষেপ SEBI-র
সাবধান ! দু'দিনে ৩৭ শতাংশ ধস নামল এই স্টকে, গুজরাতের এই পেনি স্টকের বিরুদ্ধে পদক্ষেপ SEBI-র
LIC Bima Sakhi Yojana:  ২১ হাজার টাকা পাবেন মহিলারা, মোদি করবেন বিমা সখী যোজনার উদ্বোধন, কারা পাবেন সুবিধা ? 
 ২১ হাজার টাকা পাবেন মহিলারা, মোদি করবেন বিমা সখী যোজনার উদ্বোধন, কারা পাবেন সুবিধা ? 
Embed widget