East Bengal: সেমিফাইনালে উঠতে পারবে ইস্টবেঙ্গল, আজ কখন-কোথায় দেখবেন প্রিয় দলের খেলা?
AFC Challenge League: ইতিবাচক পারফরম্যান্স দেখাচ্ছেন রাফায়েল মেসি বৌলি। আইএসএলে পাঁচটি ম্যাচে ৩৫৩ মিনিট মাঠে থেকে দু’টি গোল করেছেন ও একটি অ্যাসিস্ট করেছেন তিনি।

কলকাতা: এএফসি চ্যালেঞ্জ লিগের (AFC Challenge League) কোয়ার্টার ফাইনালে প্রথম পর্বের সাক্ষাতে ঘরের মাঠে আর্কাদাগের কাছে ০-১ গোলে হেরেছে ইস্টবেঙ্গল। সরাসরি সেমিফাইনালে ওঠার জন্য বুধবার তুর্কমেনিস্তানে অন্তত ২-০ গোলে জিততেই হবে ইস্টবেঙ্গলকে। এএফসি টুর্নামেন্টে যেহেতু বিদেশির সংখ্যার ওপর কোনও বিধিনিষেধ নেই, তাই বুধবার দলের সব বিদেশিকেই একসঙ্গে মাঠে নামাতে পারবে ইস্টবেঙ্গল।
ইস্টবেঙ্গলের দুই বিদেশি অ্যাটাকার ভেনেজুয়েলার রিচার্ড সেলিস ও ক্যামেরুনের রাফায়েল মেসি বৌলি দলের আক্রমণে গতি ও তীব্রতা দুইই আনতে পারেন, যা তাঁরা আইএসএলে করেছেন। বিশেষ করে মেসি বৌলি দলের আক্রমণ বিভাগকে যথেষ্ট সচল করে তুলেছেন। কিন্তু অস্কার ব্রুজোনের চিন্তার বিষয় তাঁর দলের সর্বোচ্চ গোলদাতা গ্রিক স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়ামান্তাকসের ধারাবাহিকতার অভাব।
গত আইএসএল মরশুমের সর্বোচ্চ স্কোরার দিয়ামান্তাকস এ মরশুমে ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর এ বারের আইএসএলে সেরা ছন্দে নেই। শেষ এগারোটি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে গোল পেয়েছেন তিনি। তাও এই দুই গোলের মধ্যে আটটি গোলহীন ম্যাচ খেলেন তিনি। এই আট ম্যাচে গোলের খরা কাটিয়ে গত ২২ ফেব্রুয়ারি পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে গোলে ফিরলেও পরের তিনটি ম্যাচে ফের গোলহীন অবস্থায় মাঠ ছাড়েন তিনি।
বরং এখন অনেক বেশি ইতিবাচক পারফরম্যান্স দেখাচ্ছেন রাফায়েল মেসি বৌলি। আইএসএলে পাঁচটি ম্যাচে ৩৫৩ মিনিট মাঠে থেকে দু’টি গোল করেছেন ও একটি অ্যাসিস্ট করেছেন তিনি। দশটি গোলের সুযোগ তৈরি করেছেন এবং যে দু’টি শট গোলে রেখেছেন, সেই দু’টি থেকেই গোল পেয়েছেন। তবে গত বুধবার এএফসি-র ম্যাচে তিনিও খুব একটা তৎপর ছিলেন না। মাঝমাঠে সউল ক্রেসপোও সে দিন ছন্দে ছিলেন না।
সে দিনের ম্যাচে হয়তো টানা ম্যাচ খেলার ক্লান্তির প্রভাব পড়েছিল তাঁদের খেলায়। কিন্তু এই ম্যাচে তা হওয়ার কথা নয়। কারণ, এই ম্যাচে যাতে দলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়দের তরতাজা অবস্থায় পেতে পারেন, সে জন্য আইএসএলের শেষ ম্যাচে তাঁদের কাউকেই খেলতে না দিয়ে দল নিয়ে তুর্কমেনিস্তানে রওনা দেন অস্কার ব্রুজোন। দ্বিতীয় সারির দল নিয়ে লিগের শেষ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের কাছে চার গোল খেয়ে হেরেও যায় তারা। বুধবার জিততে পারলে বা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে পারলে সেই ম্যাচে দ্বিতীয় সারির দল খেলানোর যৌক্তিকতা হয়তো প্রমাণ করতে পারবেন লাল-হলুদ কোচ।
এফকে আর্কাদাগের শক্তিশালী ও বড় চেহারার ফুটবলারদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হলে এই বিদেশিরা ছাড়াও সুচতুর কৌশলও প্রয়োজন ইস্টবেঙ্গলের, যা তৈরি করেছেন কোচ ব্রুজোন। তিনি বলেন, 'কালকের ম্যাচে হয়তো অনেকটা অংশে শারীরিক লড়াই হবে, সেকেন্ড বল দখলের লড়াই হবে। সেট পিস, ট্রানজিশন ও কারা কত বেশি ভার্টিকাল ফুটবল খেলতে পারে, তার প্রতিযোগিতা হবে। আইএসএলে আমরা য়ে রকম মাঠে খেলি, তার চেয়ে এই মাঠটা একটু অন্যরকম। তবে আমাদের ছেলেরা আশা করি পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে।'
আর্কাদাগ দলে কোনও বিদেশি ফুটবলার নেই। দেশীয় ফুটবলারদের নিয়েই এতদিন সফল হয়ে এসেছে তারা। বুধবারও ঘরের মাঠে সমর্থকদের সামনে এশীয় মঞ্চে উল্লেখযোগ্য সাফল্য পাওয়ার জন্যই মরিয়া হয়ে উঠবেন দুরদিয়েভ, গুরবানভ, আকমামেদভ, তির্কিশভরা। তাঁদের রুখলেই শুধু হবে না, দু’গোলের ব্যবধানে বা টাই ব্রেকারে জেতার কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কলকাতার মশাল-ব্রিগেডকে।
কাদের ম্যাচ
এফকে আর্কাদাগ বনাম ইস্টবেঙ্গল এফসি
কোন টুর্নামেন্ট
এএফসি চ্যালেঞ্জ লিগ, কোয়ার্টার ফাইনাল
কোথায় খেলা
আর্কাদাগ স্টেডিয়াম, আর্কাদাগ
কখন শুরু
১২ মার্চ, ২০২৫, বিকেল ৪.০০
কোথায় দেখবেন
ফ্যানকোড অ্যাপে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার (সৌ: আইএসএল মিডিয়া)
আরও পড়ুন: কবে অবসরের পরিকল্পনা রয়েছে রোহিত শর্মার? জানিয়ে দিলেন ছোটবেলার কোচ






















