Durand Cup 2024: জল্পনাই সত্যি হল, বাতিল হল ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ডুরান্ড কাপ ডার্বি
East Bengal vs Mohun Bagan: রবিবাসরীয় যুবভারতীতে হচ্ছে না ডুরান্ড কাপের ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ।
কলকাতা: শেষমেশ জল্পনায় সত্যি হল। বাতিল হয়ে গেল ডুরান্ড কাপের (Durand Cup 2024) কলকাতা ডার্বি। রবিবার যুবভারতীয় ক্রীড়াঙ্গনে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়ান্টের (East Bengal vs Mohun Bagan) মুখোমুখি হওয়ার কথা ছিল। সেই ম্যাচ আয়োজন ঘিরে প্রবল সংশয় ছিল। রবিবাসরয়ী কলকাতা ডার্বি যে হচ্ছে না, সেকথা ডুরান্ড কাপ কর্তৃপক্ষের তরফে সরকারিভাবে জানিয়েও দেওয়া হল।
গতকাল থেকেই ডার্বি আয়োজন ঘিরে না না সংশয়, প্রশ্নচিহ্ন, জল্পনা উঠে আসছিল। শোনা যাচ্ছিল শনিবার এই নিয়ে চূড়ান্ত হতে পারে। ম্যাচের আগে নিয়ম মেনে প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলন পিছিয়ে দেওয়া হয়। এরপরেই জল্পনা আরও জোরাল হয়েছিল। আদৌ ম্যাচ আয়োজন করা যাবে তো? এই নিয়ে দুই দলের কর্মকর্তা, ডুরান্ড কমিটি এবং বিধাননগর পুলিশ কমিশনারেট এই নিয়ে বৈঠকও বসে শনিবার। তারপই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পিছনে আইন শৃঙ্খলা ভঙ্গ হওয়ার আশঙ্কার কথা উঠে আসছে।
🚨 𝐈𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐭 𝐔𝐩𝐝𝐚𝐭𝐞 🚨#IndianOilDurandCup #PoweredByCoalIndia #DurandCup2024 #133rdEditionofDurandCup #ManyChampionsOneLegacy #IndianFootball pic.twitter.com/kWPwPwkD4d
— Durand Cup (@thedurandcup) August 17, 2024
আরজি কর কাণ্ডে গোটা রাজ্য উত্তাল। সুবিচারের দাবিতে দিকে দিকে চলছে বিক্ষোভ, মিছিল। সেই প্রভাব রবিবাসরীয় ডার্বিতেও পড়ার সম্ভাবনা। ইস্টবেঙ্গল ও মোহনবাগান, দুই ক্লাবের বিভিন্ন সমর্থকগোষ্ঠী ম্যাচ চলাকালীন 'জাস্টিস ফর আর জি কর' দাবিতে গ্যালারিতে সম্মিলিত ধ্বনি তুলবে বলে সিদ্ধান্ত নিয়েছিল। প্রতিবাদ জানাতে একাধিক ব্যানার, টিফো নিয়ে যাওয়ার কথা শোনা যাচ্ছিল। এমনকী ম্যাচের আগে যুবভারতীর গেটের সামনে পর্যন্ত মিছিল করেও সমর্থকরা যেতে পারেন বলে খবর ছিল।
এমন পরিস্থিতিতে ম্যাচ চলাকালীন বা তার আগে পরে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে আশঙ্কা করা হচ্ছিল। সেই আশঙ্কা থেকেই আজকে বৈঠকের ডাক দেওয়া এবং সেই বৈঠকের পরেই ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ম্যাচ বাতিল হওয়ায় সম্ভবত দুই দলকেই এক পয়েন্ট করে ভাগ করে দেওয়া হবে বলে খবর। যদিও এই বিষয়ে নিশ্চিত করে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করা হয়নি। ডার্বি বাতিলের পর কলকাতায় বাকি ডুরান্ড কাপ ম্যাচ আয়োজন ঘিরেও অনিশ্চয়তা রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: অভিষেকে জ়ার্কজ়ের গোল, ফুলহ্যামকে হারিয়ে প্রিমিয়ার লিগ মরশুম শুরু করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড