Premier League: অভিষেকে জ়ার্কজ়ের গোল, ফুলহ্যামকে হারিয়ে প্রিমিয়ার লিগ মরশুম শুরু করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
Joshua Zirkze: ম্যান ইউনাইটেডের হয়ে নিজের অভিষেক ম্যাচে ৬১ মিনিটে পরিবর্ত হিসাবে মাঠে নেমে ৮৭ মিনিটে জয়সূচক গোলটি করেন জ়ার্কজ়ে।
ম্যাঞ্চেস্টার: প্রিমিয়ার লিগের (Premier League) প্রথম ম্যাচ। ফুটবলপ্রেমীরা লিগ মরশুম শুরু হওয়ার অপেক্ষায় ছিল বেশ কয়েকদিন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) বনাম ফুলহ্যামের ম্যাচ কিন্তু হতাশ করল না। একেবারে ৯০ মিনিট পর্যন্ত চলল হাড্ডাহাড্ডি লড়াই। শেষমেশ মাত্র এক গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিল রেকর্ড লিগ চ্যাম্পিয়ন ম্যান ইউনাইটেড। রেড ডেভিলসদের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন জশুয়া জ়ার্কজ়ে (Joshua Zirkze)।
ম্যাচের একেবারে শুরুতেই ফুলহ্যাম অ্যাডামা ট্রায়োরের আগুনে গতিতে বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। তবে তা থেকে গোল আসেনি। ম্যাচ যত গড়ায় ম্যান ইউনাইটেডের তারকারা ম্যাচের দখল নিতে থাকে। হয়ল্যান্ডের চোটের কারণে এদিন ফলস নাইন হিসাবে খেলা ব্রুনো ফার্নান্ডেজ গোলের বেশ কয়েকটি সুযোগ পান। ক্যাসেমিরোর ঠিকানা লেখা পাস থেকে গোলকিপারকে একবার তো ওয়ান অন ওয়ানেও পেয়ে যান তিনি। তবে কটেগার্জসদের হয়ে বার্নড লেনো দুরন্ত সেভ করে ম্যাচ গোলশূন্যই রাখেন। ক্যাসেমিরো কর্নার থেকে হেডার এবং পেনাল্টি বক্সের আশেপাশ থেকে একাধিকবার গোলমুখী শট নেন। কিন্তু তেকাঠির মধ্যে বল রাখতে বারংবার ব্যর্থ হচ্ছিলেন তিনি। প্রথমার্ধ গোলশূন্য শেষ হয়।
The noise at Old Trafford for Joshua Zirkzee's debut goal 🔊
— Premier League (@premierleague) August 16, 2024
That goal helped @ManUtd start the season with a win against Fulham!pic.twitter.com/Y17aN7uZdk
দ্বিতীয়ার্ধেও দুই দলই আক্রমণ শানায়। তবে বারংবার ফাইনাল থার্ডে সঠিক পাস এবং ভাল ফিনিশিংয়ের অভাবে দুই দলই গোলের খাতা খুলতে পারছিল না। সেই লক্ষ্যে ৬১ মিনিটে জ়ার্কজ়েকে মাঠে নামান ম্যান ইউনাইটেড কোচ এরিক টেন হ্যাগ। গত মরশুমে সেরি আ-র সেরা তরুণ ফুটবলার জ়ার্কজ়ে দলের হয়ে কোনও প্রাক মরশুম ম্যাচ খেলেননি। নেদারল্যান্ডসের ইউরোর দলে থাকায় তাঁকে বাড়তি ছুটি দেওয়া হয়েছিল। তাই তিনি কেম্ন খেলেন সেইদিকে নজর ছিল রেড ডেভিলস সমর্থকদের।
ডাচ ফরোয়ার্ড শুধু বক্স স্ট্রাইকার নন, নীচে নেমে খেলা তৈরিতে তাঁর আগ্রহ বরাবর। এই ম্যাচেও তেমনই দেখা যায়। আর সুযোগ পেলে একেবারে পোড় খাওয়া স্ট্রাইকারের মতো বাঁ পায়ে গোল করে ৮৭ মিনিটে দলকে এগিয়েও দেন তিনি। আর কোনও গোল না হওয়ায় ম্য়াচ জিতে নেয় টেন হ্যাগের দল। এদিন জ়ার্কজ়ের পাশাপাশি ম্যান ইউনাইটেডের আরও দুই নতুন তারকা মাজ়ারুই ও ম্যাথেয়াস ডি লিটও নিজেদের অভিষেক ঘটান। সব মিলিয়ে মরশুমটা ম্যান ইউনাইটেডের জন্য যে বেশ ভালভাবেই শুরু হল, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: প্রথম ম্যাচেই গোল পেলেন এমবাপে, আটালান্টাকে হারিয়ে উয়েফা সুপার কাপ জয় রিয়াল মাদ্রিদের