Euro Cup 2024: রেকর্ড অর্থের পুরস্কার, ইউরো খেতাব জিতে কত পেল স্পেন? কে কী অ্যাওয়ার্ড পেলেন?
Euro Cup 2024 Prize Money Awards: ২০১২ সালে শেষবার ইউরো কাপ জিতেছিল স্পেন। এরপর ফের ২০২৪। প্রায় ১২ বছর পর আবার ইউরোপ সেরা এই দলটি। তারা হারাল ইংল্যান্ডকে।
![Euro Cup 2024: রেকর্ড অর্থের পুরস্কার, ইউরো খেতাব জিতে কত পেল স্পেন? কে কী অ্যাওয়ার্ড পেলেন? euro 2024 prize money award winners and stats complete list Euro Cup 2024: রেকর্ড অর্থের পুরস্কার, ইউরো খেতাব জিতে কত পেল স্পেন? কে কী অ্যাওয়ার্ড পেলেন?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/15/e2fa0e818446c33d946fee878361a2281721045494495206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বার্লিন: চতুর্থবারের জন্য় ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে দিয়ে খেতাব ঘরে তুলেছে তারা। রেকর্ড সংখ্যক আর্থিক পুরস্কার পেয়েছে চ্যাম্পিয়ন শিবির। শুধু স্পেনই নয়। ইংল্যান্ড রানার্স আপ দল হিসেবেও মোটা অঙ্কের আর্থিক পুরস্কার পেয়েছে। স্পেন ইউরো কাপ জিতে মোট ২৫৬.৮৪ কোটি টাকা আর্থিক পুরস্কার পেয়েছে। অন্য়দিকে ইংল্য়ান্ড পেয়েছে ২২০.৪৮ কোটি টাকা আর্থিক পুরস্কার। এছাড়াও আর গোটা টুর্নামেন্টে ভাল পারফর্ম করার জন্য কোন ফুটবলার কী পুরস্কার পেলেন, তা দেখে নেওয়া যাক -
ফাইনালের প্লেয়ার অফ দ্য ম্য়াচ: নিকো উইলিয়ামস (স্পেন)
টুর্নামেন্টের সেরা তরুণ প্লেয়ার: লামিনে ইয়ামাল (স্পেন)
প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট: রড্রি (স্পেন)
গোল্ডেন বুট বিজয়ী: কোডি গাকপো (নেদারল্যান্ডস), হ্যারি কেন (ইংল্যান্ড), ড্যানি ওলমো (স্পেন), জামাল মুসিয়ালা (জার্মানি), ইভান স্চারাঞ্জ (স্লোভাকিয়া), জর্জিস মিকাউতাদেজ (জর্জিয়া) *প্রত্যেকেই তিনটি করে গোল করেছেন ব্যক্তিগতভাবে*
সর্বাধিক অ্যাসিস্ট: লামিনে ইয়ামাল (স্পেন) - ৪
সর্বাধিক ক্লিনশিট: মাইক মাইগনান (ফ্রান্স)- ৪
উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে খেতাবি লড়াইয়ে অনেকেই মনে করছিলেন স্পেনই ফেভারিট হিসাবে মাঠে নামবে। ম্যাচের আগে সেই তকমা সরাসরি খারিজ করে দিয়েছিলেন স্পেন কোচ। ফাইনাল জেতার পরেও তাঁর স্টান্স বদলাল না। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন, 'আমরা ফেভারিট হিসাবে মাঠে নেমেছিলাম বলে আমার মনে হয় না। আমরা শুধু সেয়ানে সেয়ানে টক্করটা দিতে চেয়েছিলাম এবং আমরা সেটা পেরেছি। আমি চাই আমার দলের ফুটবলাররা যেন আরও উন্নতি করতে থাকে। ওরা দল হিসাবে দারুণ এবং নিজেদের ওপর ওদের গর্ব করা উচিত। আমার কাজটা ওরাই অনেক সহজ করে দিয়েছে।'
ম্য়াচের আগে তবে পরিসংখ্যান বলছিল, ইউরো কাপ ফাইনালের আগে পর্যন্ত ইংল্যান্ড শেষ যে ৬টি ম্যাচে প্রথম গোল হজম করেছে, প্রত্যেকটিতেই দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়েছে। তার মধ্যে ৫টি ম্যাচে জিতেছে। ১টি ড্র করেছে। গতকাল মাঠে ফেভারিট হিসেবেই নেমেছিল স্পেন। তবুও ইংল্যান্ড টুর্নামেন্ট যত এগিয়েছে তত নিজেদের ধার বাড়িয়েছে। তাই সমীহ করতেই হত সাকা, কেনদের। প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। কিন্তু দ্বিতীয়ার্ধে শুরুতেই গোল করে এগিয়ে যায় স্পেন। সেই গোল শোধও করে দেয় ইংল্য়ান্ড। তবে ৮৬ মিনিটে জয়সূচক গোল করে স্পেনের ইউরো জয় নিশ্চিত করে দেন ওয়ারজ়াবাল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)