(Source: ECI/ABP News/ABP Majha)
FIFA WC 2022: তোরেসের বিশেষ সেলিব্রেশনে 'ক্ষুব্ধ' স্পেনের কোচ, চিরতরে বাতিল করার হুমকি দিলেন এনরিকে!
Ferran Torres: স্পেনের জাতীয় দলের কোচ লুইস এনরিকের মেয়েকে ডেট করছেন দলের তারকা ফুটবলার ফেরান তোরেস।
দোহা: কোস্তা রিকাকে ৭-০ ব্যবধানে পরাজিত করে দুরন্তভাবে নিজেদের বিশ্বকাপ (FIFA WC 2022) অভিযান শুরু করেছে স্পেন (Spain Football Team)। লা রোহার হয়ে ম্যাচে জোড়া গোল করেন তারকা ফরোয়ার্ড ফেরান তোরেস (Ferran Torres)। একটি গোলের পর তিনি মুখে আঙুল দিয়ে এক বিশেষ ভঙ্গিমায় গোল সেলিব্রেট করেন। সাধারণত নিজের ছেলে মেয়েদের গোল উৎসর্গ করে অনেক ফুটবলারদেরই এমনভাবে গোল করার পর উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা যায়। তোরেসের সেলিব্রেশনের পরেও অনেকেই মনে করেন তাঁর প্রেমিকা সম্ভবত সন্তানসম্ভবা এবং আগত শিশুকেই তোরেস এই গোলটি উৎসর্গ করেছেন।
এনরিকের 'হুমকি'
তবে তোরেসের এই সেলিব্রেশনে একেবারেই খুশি নন লুইস এনরিকে (Luis Enrique)। রীতিমতো তোরেসকে হুমকি পর্যন্ত দিয়ে রেখেছেন তিনি। ফেরান তোরেসের প্রেমিকার নাম সিরা মার্টিনেজ। তাঁর আরও একটা পরিচয় রয়েছে, তিনি স্পেনের জাতীয় দলের কোচ লুইস এনরিকের মেয়ে। তোরেসকে সতর্ক করে খানিকটা মজার ছলেই এনরিকে বলেন, 'যদি ফেরান তোরেস গোল করে কনিষ্ঠা আঙুল মুখে দিয়ে গোল উদযাপন করে, তাহলে আমি সঙ্গে সঙ্গে ওকে বেঞ্চে বসিয়ে দেব। আর ও কোনওদিন ফুটবল মাঠে নামবে না।'
উচ্ছ্বসিত কোচ
কোস্তা রিকার বিরুদ্ধে ৭-০ গোলে জয়টাই বিশ্বকাপ ইতিহাসে স্পেনের সবচেয়ে বড় জয়। ২০১০ সালে উত্তর কোরিয়াকে ৭-০ গোলে হারিয়েছিল পর্তুগাল। তার ১২ বছর পর বিশ্বকাপে এত বড় ব্যবধানে জিতল কোনও দেশ। স্পেন এত বড় ব্যবধানে জেতায় আতঙ্ক বাড়ল জার্মানির। যারা বুধবার ১-২ গোলে হেরে গিয়েছে জাপানের কাছে। গ্রুপের পরের ম্য়াচে জাপান যদি কোস্তা রিকাকে হারিয়ে দেয়, আর জার্মানি হেরে যায় স্পেনের কাছে, তাহলে ছিটকে যাবেন থোমাস মুলাররা। নক আউটের আশা বাঁচিয়ে রাখতে হলে স্পেনের বিরুদ্ধে অন্তত এক পয়েন্ট পেতেই হবে জার্মানিকে। এবং শেষ ম্যাচে কোস্তা রিকাকে হারাতে হবে বিরাট ব্যবধানে।
জয়ের পর উচ্ছ্বসিত স্পেনের কোচ লুই এনরিকে। তিনি বলেছেন, 'এরকম চললে ফুটবলকে দারুণ খেলা বলে মনে হয়। আমাদের বল দখল আর নিয়ন্ত্রণ অসাধারণ ছিল। এই দর্শন নিয়েই ওরা কয়েক বছর ধরে খেলে আসছে। যে ১৭ জন ম্যাচে অংশ নিয়েছিল, তারা প্রত্যেকে ভাল।'
আরও পড়ুন: ইরানের জয়ে আশার আলো দেখছেন ভারতীয় ফুটবলাররা