Football Rule: গোলকিপারদের কপাল পুড়ল! সময় নষ্ট করা রুখতে আগামী মরশুম থেকে চালু হচ্ছে নতুন নিয়ম?
Goalkeeping Rule Change: গোলকিপারদের বল ধরে রাখার সময় কমাতে আনা নিয়ম এই বছরের ১ জুলাই থেকে এই লাগু হচ্ছে।

ম্যাঞ্চেস্টার: ফুটবলে পরের ক্লাব মরশুম থেকেই বিরাট বদল ঘটতে চলেছে। এর ফলেই কিন্তু গোলকিপারদের বেশ চাপে পড়তে হবে। বেশিক্ষণ ধরে নিজের দস্তানার মধ্যে বল ধরে রাখলেই প্রতিপক্ষ কর্নার পাবে। আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) এই নিয়ম বদলের জন্য সবুজ সঙ্কেত দিয়ে দিয়েছে।
এতদিন পর্যন্ত ফুটবলের যে নিয়ম কার্যকর ছিল, সেই অনুযায়ী গোলকিপাররা ছয় সেকেন্ড পর্যন্ত বল দস্তানায় ধরে রাখতে পারতেন। তার বেশি সময় বল ধরে রাখলে পেনাল্টি বক্সের মধ্যে ইনডাইরেক্ট ফ্রিকিত পেত প্রতিপক্ষ। তবে সেই নিয়ম প্রায় কার্যকরই হত না। এক্ষেত্রে পেনাল্টি বক্সে বল কিপারের দস্তানায় থাকাকালীন প্রতিপক্ষের খেলোয়াড়রা তাঁকে ঘিরে থাকায় কিপার বল বিতরণ করতে পারে না বলে অনেকেই দাবি করেন। তবে এবার থেকে আর সেই অজুহাত দেওয়া চলবে না। অবশ্য এক্ষেত্রে বল দস্তানায় রাখার সময়সীমাও বাড়ানো হচ্ছে। ছয় না, আট সেকেন্ড কিপাররা বল ধরে রাখতে পারবেন।
কিপাররা নির্ধারিত সময়ের বেশিক্ষণ বল ধরে রাখলে কী হবে? সেক্ষেত্রেও বদলাচ্ছে নিয়ম। ইনডাইরেক্ট ফ্রি কিক একটু বেশিই কড়া শাস্তি বলে অনেকে মনে করতেন। এবার থেকে ফ্রি কিক নয়, বরং গোলকিপার বেশি সময় বল ধরে রাখলে প্রতিপক্ষ কর্নার পাবে। এই নিয়ম কড়াকড়িভাবে পালনও করা হবে। ম্যাচের শেষের দিকে তাই গোলকিপারদের বাড়তি সময় বল ধরে রেখে সময় নষ্টের পরিকল্পনা এর পর থেকে কিন্তু আর লাভদায়ক হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
এই বছরের ১ জুলাই থেকে এই নতুন নিয়ম লাগু হবে। এক্ষেত্রে রেফারিরা কড়াভাবে কিপাররা কতক্ষণ বল ধরে রাখছেন, তা গুনবেন। সময় বেশি নিলেই দেওয়া হবে ফ্রি কিক। সর্বোচ্চ স্তরে এই নিয়ম লাগু করার আগে এই নিয়ম পরীক্ষাও করা হয়েছে। পরীক্ষামূলকভাবে প্রিমিয়ার লিগ ২ এবং মালটায় এই নিয়ম প্রতিটা ম্যাচেই কার্যকর করা হয়েছে। এখনও পর্যন্ত এই নিয়মে খেলা আধিকারিক এবং দলগুলির সিংহভাগই ইতিবাচক রিভিউ দিয়েছে। সেই রিভিউয়ের ভিত্তিতেই সর্বোচ্চ স্তরেও চালু হচ্ছে নতুন নিয়ম। এই নিয়ম বদল ম্যাচের সময় নষ্টের পরিমাণ কমাবে এবং খেলা নির্ধারিত সময় পর্যন্ত হবে বলেই আইএফএবি আশা করে।
আরও পড়ুন: জুনেই শেষ হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চুক্তি, নতুন কোনও ক্লাবে যোগ দেবেন 'সিআর৭'?






















