I League: খুলে পড়ে গেল আই লিগ ট্রফির মুকুট, তা নিয়েই চলল মহমেডানের সেলিব্রেশন, লজ্জা ভারতীয় ফুটবলের!
I League 2024: ট্রফি ঘরে আসছে, এটা প্রায় নিশ্চিত ছিলই। তবুও নিয়মরক্ষার ম্য়াচে গতকাল দিল্লির বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নেমেছিল মহমেডান।
কলকাতা: ভারতসেরা তাঁরা। স্বভাবতই আন্দে মাতোয়ারা হয়ে উঠেছিল গোটা দল। ক্লাবের ফুটবলারর থেকে শুরু করে কর্মকর্তারা সবাই মিলে উচ্ছ্বাসে মেতে উঠেছিল। ট্রফি হাতে সেলিব্রেশন শুরু হয়েছে। ঠিক তখনই ঘটল বিপত্তি। ট্রফির মাথা খুলে পড়ে গেল। বলা ভাল ভেঙে গেল। মাটিতে খুলে পড়ে গেল ট্রফির মুকুট। এমনই ঘটনার সাক্ষী থাকল যুবভারতী ক্রীড়াঙ্গন। যেখানে আই লিগ ট্রফি জয়ের পর বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছিল মহমেডান ক্লাব। কিন্তু ভাঙা ট্রফি নিয়ে সেলিব্রেশনের ভিডিও ক্লিপ সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে যেতেই ট্রোল শুরু হতে থাকে।
ট্রফি ঘরে আসছে, এটা প্রায় নিশ্চিত ছিলই। তবুও নিয়মরক্ষার ম্য়াচে গতকাল দিল্লির বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নেমেছিল মহমেডান। যদিও ম্য়াচ হেরেই সন্তুষ্ট থাতে হল সাদা কালো ব্রিগেডকে। দিল্লি এফসি-র কাছে ঘরের মাঠে ১-৩ গোলে হেরে গেলেন আন্দ্রে চের্নিশভের ছেলেরা। কিন্তু খেতাব ঘরে তোলা আগেই নিশ্চিত করে ফেলেছিল মহামেডান। ম্য়াচের ৭ মিনিটের মাথায় দিল্লির হয়ে প্রথম গোল করেন আলিশের খোলমুরোদভ। গোয়ামসার গোয়ারি এরপর দিল্লির হয়ে দ্বিতীয় গোলটি করেন কিছুক্ষণ পরেই। খেলার অতিরিক্ত সময়ে আরও একটি গোল হজম করে মহমেডান শিবির। কিন্তু শেষ মুহূর্তে ব্যবধান কমান সাদা কালো ব্রিগেডের মিরজালল কাসিমভ।
View this post on Instagram
গতকাল ম্য়াচের পর গার্ড অফ অনার করে টিমবাসকে ক্লাবে পৌঁছে দেয় ২০টি বাইক। ক্লাব লনে আগামী সাতদিন রাখা থাকবে এই ট্রফি। তবে এতকিছুর মধ্যেও কিন্তু এভাবে ভাঙা ট্রফি ইস্যু কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছে। যেখানে আইএসএলের মত টুর্নামেন্টের মাধ্যমে ভারতীয় ফুবলের প্রসারের ভাবনা চিন্তা করা হচ্ছে, সেখানে ভারতীয় ফুটবলের অন্য়তম প্রাচীন এই টুর্নামেন্টের ট্রফির এই বেহাল দশা দেখে অনেকেই প্রশ্ন তুলছেন।
ট্রফি ভাঙা ট্রফি নিয়ে সেলিব্রেশন এই প্রথম নয়। ফর্মুলা ওয়ান চ্য়াম্পিয়ন ম্য়াক্স ভারস্টাপেন গত বছর বেলজিয়ান গ্রান্ড প্রিক্স ও হাঙ্গেরিয়ান গ্রান্ড প্রিক্স খেতাব জিতে ট্রফি নেওয়ার সময় তা ভেঙে গিয়েছিল। ফুটবলে বায়ার্ন মিউনিখকে পেনাল্টিতে ৪-৩ ব্য়বধানে হারিয়ে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল চেলসি, সেই সময় সেলিব্রেশনের সময় ট্রফি ভেঙে গিয়েছিল।