ISL: আইএসএলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্য়াচ কে খেলেছেন? তালিকায় প্রথম পাঁচে কারা?
ISL Record: অনেকেই বিদেশের বিভিন্ন বড় বড় লিগ, বড় বড় ক্লাবের জার্সিতে খেলে এসেছেন। আইএসএলের ইতিহাসে যাঁরা সবচেয়ে বেশি ম্য়াচ খেলেছেন। তাঁদের দেখে নেওয়া যাক - - -

কলকাতা: আইএসএল শুরু হওয়ার পর থেকে বিদেশি খেলোয়াড়রাই হয়ে উঠেছেন লিগের আকর্ষণ। টুর্নামেন্টের এত বছরের ইতিহাসে প্রচুর বিদেশি প্লেয়ার তাঁদের পায়ের জাদু দেখিয়েছেন। গত এক দশকে একাধিক বিদেশি ফুটবলার শুধু যে এই লিগে ধারাবাহিক ভাবে খেলেছেন তা নয়, বরং উজ্জ্বলও হয়ে উঠেছেন এবং সফলও হয়েছেন। এঁদের মধ্যে অনেকেই অভিজ্ঞ। অনেকেই বিদেশের বিভিন্ন বড় বড় লিগ, বড় বড় ক্লাবের জার্সিতে খেলে এসেছেন। আইএসএলের ইতিহাসে যাঁরা সবচেয়ে বেশি ম্য়াচ খেলেছেন। তেমন প্লেয়ারদের এক নজরে দেখে নেওয়া যাক - - -
তিরি (১৫৪ ম্য়াচ)
স্প্য়ানিশ ডিফেন্ডার হোসে লুই এসপিনোসা আরোয়ো। যিনি মূলত তিরি নামেই পরিচিত। আইএসএলের প্রথম দিনগুলো থেকেই খেলে আসছেন। কঠিন পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রেখে খেলে আসছেন। এটিকে ছাড়াও অন্যান্য অনেক ক্লাবের হয়ে খেলেছেন। বল পজিশন দুর্দান্ত থাকে তাঁর। মোহনবাগান সুপারজায়ান্টস, জামশেদপুর এফসি, মুম্বই সিটির হয়ে খেলেছেন আইএসএলে।
আহমেদ জাহু (১৫০ ম্য়াচ)
প্রথমবার আইএসএলে নজর কেড়েছিলেন এফসি গোয়ার হয়ে। আহমেদ জাহু পরবর্তীতে মুম্বই সিটি এফসি ও ওড়িশা এফসির হয়েও দুর্দান্ত পারফর্ম করেছেন। মরক্কোর এই প্লেয়ার নিখুঁত পাস, বুদ্ধিদীপ্ত ইন্টারসেপশন এবং বল দখলে অতুলনীয় দক্ষতার অধিকারী ছিলেন। আইএসএলের মোট আট মরশুম ধরে দুর্দান্ত পারফর্ম করেছেন ধারাবাহিকভাবে।
মুর্তাদা ফল (১৪০ ম্য়াচ)
আইএসএলে মুর্তাদা ফলের মত ডিফেন্ডার খুব কমই দেখা গিয়েছে। সেটপিস থেকে গোল করার দারুণ ক্ষমতা রয়েছে। আইএসএলে মোট ২৫টি গোল করেছেন, যা যে কোনও ডিফেন্ডারদের মধ্যে সর্বোচ্চ। এফসি গোয়া, মুম্বই সিটি এফসি এবং ওডিশা এফসির হয়ে খেলার সময় তিনি দ্রুতই লিগের সবচেয়ে ভয়ঙ্কর ডিফেন্ডারদের একজন হয়ে ওঠেন। শক্তিশালী ট্যাকল ও নেতৃত্বগুণের জন্য আইএসএলে এতগুলো বছর ধরে নিজের জাত চিনিয়ে এসেছেন।
হাভিয়ে হান্ডাডেজ (১২৫ ম্য়াচ)
অসাধারণ গোল, নিখুঁত অ্যাসিস্টের জন্য আইএসএলে বিখ্যাত স্প্যানিশ মিডিও হাভিয়ে হার্নান্ডেজ। দারুণ সব গোল করার মুহূর্ত উপহার দিয়েছেন হাভিয়ের আইএসএলের দর্শকদের। অনেক ম্য়াচের মোড় ঘুরিয়ে দিয়েছেন তিনি। এটিকে এফসির হয়ে আইএসএলে অভিষেকের পর, মোহনবাগান সুপার জায়ান্ট, ওডিশা এফসি,বেঙ্গালুরু এফসি এবং জামশেদপুর এফসির হয়ে খেলেছেন।
হুগো বুমৌস (১২৪ ম্য়াচ)
হুগো বুমৌস নিজের দিনে সেরা প্লেয়ার। মোহনবাগান সুপারজায়ান্টসের জার্সিতে প্রচুর ম্য়াচ খেলেছেন টুর্নামেন্টে। মুম্বই সিটি এফসি, ওড়িশা এফসির জার্সিতে খেলেছেন। ঝকঝকে ড্রিবলিং, অসাধারণ ভিশন এবং শূন্য থেকে সুযোগ তৈরির ক্ষমতার জন্য পরিচিত এই ফরাসি-মরোক্কান আক্রমণাত্মক মিডফিল্ডার ছিলেন ফাইনাল থার্ডে এক্স-ফ্যাক্টর। কেরিয়ারে বুমৌস ৩৫ গোল করেছেন ও ৩৯ টি অ্য়াসিস্ট করেছেন।






















