ISL: ঘরের মাঠে শুক্রবার মহমেডানের প্রতিপক্ষ ওড়িশা, জয়ের সরণিতে ফিরতে মরিয়া সাদা কালো ব্রিগেড
Mohammedan vs Odisha: এখনও পর্যন্ত ১২ ম্যাচে ২২টি গোল খেয়েছে মহমেডান। ক্লিন শিট রাখতে পেরেছে মাত্র দু’টি ম্যাচে। সবচেয়ে বেশি গোল খাওয়া ক্লাবের তালিকায় তারা তিন নম্বরে।
কলকাতা: ক্রমশ কঠিন থেকে আরও কঠিনতর হচ্ছে মহমেডান এসসি-র লড়াই। কেরালা ব্লাস্টার্সের কাছে তিন গোল খাওয়ার পর এ বার তাদের সামনে ওডিশা এফসি, লিগ তালিকায় যারা ব্লাস্টার্সের চেয়ে পাঁচ ধাপ এগিয়ে রয়েছে। ঘরের মাঠে ম্যাচ হলেও তাই শুক্রবার মহমেডান এসসি-র চ্যালেঞ্জ বেশ কঠিন। শেষ পাঁচ ম্যাচে অপরাজিত ওডিশা এফসি-কে ঠেকিয়ে রাখাই তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
গত তিন মাসে একটিও ম্যাচ জিততে পারেনি মহমেডান। চলতি লিগের একমাত্র জয়টি তারা পেয়েছিল ২৬ সেপ্টম্বর, চেন্নাইয়ে। তার পর থেকে শুধুই হার আর হার। এর মধ্যে শুধু ন’জনে খেলা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল তারা। বাকি সাতটিতেই হেরে যায়। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো যে বেশ কঠিন, তা এখন বেশ ভালমতোই বুঝতে পারছে কলকাতার সাদা-কালো ব্রিগেড। কিন্তু জিততে না পারলেও অন্তত যাতে প্রতিপক্ষকে আটকে রাখা যায়, সে দিকে মন দিলে হয়তো খালি হাতে ফিরতে হবে না তাদের।
চলতি লিগে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় নর্থইস্ট ইউনাইটেডের (২৬) পরেই ওডিশা। ১২ ম্যাচে ২৫ গোল পেয়েছে তারা। এ পর্যন্ত সাত গোল করেছেন ব্রিজিলীয় ফরোয়ার্ড দিয়েগো মরিসিও। ডিফেন্ডার হলেও চারটি গোল করেছেন মুর্তাদা ফল। হুগো বুমৌস তিনটি গোল করেছেন। জেরি মাওয়িমিংথাঙ্গাও দু’টি গোল করেছেন। ১০৯টি গোলের সুযোগ তৈরি করেছে তারা। অর্থাৎ. প্রায় ২৩ শতাংশ সুযোগ কাজে লাগিয়েছেন মরিসিওরা, যা যথেষ্ট ইতিবাচক এবং কলিঙ্গবাহিনীর আক্রমণ কতটা ধারালো, তারই প্রমাণ দেয় এই তথ্য। এই ধারালো আক্রমণ আটকানোই মহমেডানের পক্ষে কঠিন হয়ে উঠতে পারে।
এখনও পর্যন্ত ১২ ম্যাচে ২২টি গোল খেয়েছে মহমেডান। ক্লিন শিট রাখতে পেরেছে মাত্র দু’টি ম্যাচে। সবচেয়ে বেশি গোল খাওয়া ক্লাবের তালিকায় তারা তিন নম্বরে। গত পাঁচ ম্যাচে ১৩ গোল দেওয়া ওডিশাকে রোখা গত পাঁচ ম্যাচে ১১ গোল খাওয়া মহমেডানের পক্ষে খুব একটা সোজা হবে না বোধহয়।
এ বারেই প্রথম আইএসএলে অংশগ্রহনকারী মহমেডান এসসি-র বিরুদ্ধে এই প্রথম মাঠে নামতে চলেছে ওডিশা এফসি। এর আগে যাদের বিরুদ্ধে প্রথম খেলেছে ওডিশা, তেমন ১২টি ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জিতেছে তারা। এর আগে দু’টি অ্যাওয়ে ম্যাচেই জয় পেয়েছে কলিঙ্গ-বাহিনী। শুক্রবারের ম্যাচেও জিতলে এই প্রথম টানা তিনটি অ্যাওয়ে ম্যাচে জিতবে তারা। তথ্য সংগ্রহ: আইএসএল মিডিয়া