ISL 2022-23: ওড়িশার বিরুদ্ধে ইতিহাস মনে রাখতে নারাজ কনস্ট্যান্টাইন, আগ্রাসী ফুটবলই মন্ত্র ইস্টবেঙ্গলের
Stephen Constantine: শুক্রবার ঘরের মাঠে ওড়িশা এফসি-র মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল।
কলকাতা: ওড়িশা এফসি-র বিরুদ্ধে দলের অতীত ইতিহাস মনে রাখতে চান না ইস্টবেঙ্গল এফসি-র হেড কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন (Stephen Constantine)। তাঁর মতে, গত ম্যাচেই প্রথম দল টানা ৯০ মিনিট ভাল পারফরম্যান্স দেখিয়েছে এবং দলের খেলোয়াড়রা যদি এই পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, তা হলে এর পরেও সাফল্য আসতে থাকবে।
শুক্রবার ঘরের মাঠে ওড়িশা এফসি-র মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল। কনস্ট্যান্টাইন বলেছেন, 'সবচেয়ে বড় ইতিবাচক দিক হল গোল না খেয়ে জেতা। আমরা গত ম্যাচে ৯০ মিনিট ভাল পারফরম্যান্স দেখিয়েছি, যেটা আমাদের দরকার ছিল। ক্লিন শিট তার ওপর বোনাস। ওড়িশা এফসি-র বিরুদ্ধে গত মরশুমে কী হয়েছে, তা নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই। ওরা খুব ভাল দল। ওদের একজন ভাল কোচ আছে। জোসেফ জানে কোন ম্যাচে কী ভাবে দলকে খেলাতে হয়। ওদের খেলা দেখেছি। সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। ম্যাচে কত গোল হবে, আগাম বলতে পারব না। আশা করি এই ম্যাচেও গোল না খেয়ে জিতব।'
জর্ডন ও’ডোহার্টি ও অ্যালেক্স লিমার চোট গুরুতর নয় বলে জানিয়েছেন লাল-হলুদ শিবিরের হেডস্যার। তবে চোট রয়েছে জেরির। কনস্ট্যান্টাইন বলেছেন, 'জেরি গত ম্যাচে চোট পেয়েছে। ওর কাল খেলার ব্যাপারে আমি নিশ্চিত নই। দেখা যাক কী হয়।'
ইভান গঞ্জালেজকে নিয়ে উচ্ছ্বসিত কনস্ট্যান্টাইন। বলছেন, 'ওর মধ্যে ধারাবাহিকতা আছে, যেটা আমি খেলোয়াড়দের কাছে বরাবর চাই। জানি না গত ম্যাচে ও সেরা পারফরম্যান্স দেখিয়েছে কি না। আমার তো মনে হয় সব ম্যাচেও ওর পারফরম্যান্স ভাল ছিল। বরং কয়েকটা ম্যাচে অন্যদের থেকে ভাল খেলেছে। ও ভাল খেলায় আমি খুশি। আশা করি, ও এ রকমই খেলে যাবে।' যোগ করেছেন, 'আমরা সবসময়ই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করি। আমরা ঠিক করেই নিয়েছি যে, মাঠে নেমে আমাদের আগ্রাসী ও গতিময় থাকতে হবে। গত ম্যাচগুলোতে নিশ্চয়ই আমাদের খেলা দেখে সেটা বুঝতে পেরেছেন। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে প্রথমার্ধে আমরাই খেলেছিলাম। কেরালায় ৭০ মিনিট যথেষ্ট ভাল খেলেছিলাম আমরা। নর্থ ইস্টের বিরুদ্ধেও ভাল খেলেছি। গত ম্যাচে আমরা টানা ৯০ মিনিট ধরে পরিপূর্ণ পারফরম্যান্স দিতে পেরেছি। ইভান যে শেপের কথা বলছিল, সেটা আমরা সারা ম্যাচেই ধরে রেখেছি এবং ফুটবলাররা যথেষ্ট শৃঙ্খলার পরিচয়ও দিয়েছে। ওড়িশার বিরুদ্ধেও আমাদের সতর্ক থাকতে হবে। ওরা ভাল দল। ওদের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। সেজন্য আমাদের তৈরি থাকতে হবে। আগেও বলেছি আইএসএলে কোনও ম্যাচই সহজ নয়।'
আরও পড়ুন: সরফরাজ এত রান করেও ব্রাত্য, সুযোগ না পেলে ভেঙে পড়ি না, বলছেন জয়ের নায়ক অনুষ্টুপ