এক্সপ্লোর
ISL Derby: ১০৩ বছর আগে প্রথমবার মুখোমুখি, এশিয় ফুটবলের সবচেয়ে পুরনো দ্বৈরথের ইতিহাস জানেন?
East Bengal vs Mohun Bagan: গত ১০ মার্চ শেষবার ডার্বিতে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল-মোহনবাগান। সেই ম্যাচে ৩-১ গোলে লাল হলুদ বাহিনীকে হারিয়ে দিয়েছিল সবুজ মেরুন ব্রিগেড।

আইএসএল ডার্বিতে আজ ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান দ্বৈরথ
1/11

আজ আইএসএলের ডার্বি। শুধু বাংলার নয়, শুধু ভারতের নয়। এশিয়া মহাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দ্বৈরথ বলা যায় ইস্টবেঙ্গল-মোহনবাগান দ্বৈরথকে।
2/11

আজ তৈরি হবে ভারতীয় ফুটবলের নয়া মাইলফলক। আজ এই ডার্বি ৪০০ তম ম্য়াচ। এখনও পর্যন্ত ৩৯৯ বার কলকাতার ২ প্রধান মুখোমুখি হয়েছে।
3/11

ইতিহাস বলছেন ১৯২১ সালে কোচবিহার কাপের সেমিফাইনালে প্রথমবার মুখোমুখি হয়েছিল ইস্ট-মোহন। ইস্টবেঙ্গল জিতেছে ১৪২ বার এবং মোহনবাগান জিতেছে ১৩০ বার।
4/11

প্রথম যেদিন দু দল মুখোমুখি হয়েছিল, সেই ম্য়াচটি ড্র হয়েছিল। এরপর থেকে ১২৭ বার দু দলের দ্বৈরথ ড্র হয়েছে।
5/11

ইতিহাস বলছেন, ১৯২০ সালে জোড়াবাগানের সঙ্গে দ্বৈরথ ছিল মোহনবাগানের। কিন্তু ম্য়াচ ঘিরে ঝামেলা শুরু হয়। এরপর জোড়াবাগানের সহ সভাপতি সুরেশ চন্দ্র চৌধুরী নতুন ক্লাব হিসেবে ইস্টবেঙ্গল গড়ে তোলেন।
6/11

রাজা মন্মথ নাথ, রমেশ চন্দ্র মজুমদার এবং অরবিন্দ ঘোষের মত ব্যক্তিত্বরা ইস্টবেঙ্গল ক্লাব গড়ার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছিলেন। গঙ্গাপাড়ে নতুন ক্লাবের পথ চলা শুরু হয়।
7/11

কলকাতা ডার্বির ইতিহাসে সর্বাধিক বড় ব্যবধানে জয় হল ১৯৭৫ সালে আইএফএ শিল্ড ফাইনালে। যে ম্যাচে মোহনবাগানকে ৫-০ গোলে হারিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল।
8/11

গত ১০ মার্চ শেষবার ডার্বিতে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল-মোহনবাগান। সেই ম্যাচে ৩-১ গোলে লাল হলুদ বাহিনীকে হারিয়ে দিয়েছিল সবুজ মেরুন ব্রিগেড।
9/11

শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মরশুমের প্রথম ইস্ট-মোহন ডার্বিতে যে কোনও অঘটন ঘটবে না, তার কোনও নিশ্চয়তা নেই। সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে তাকালে মোহনবাগান এসজি-কে অনেকে এগিয়ে রাখছে ঠিকই। কিন্তু এমন তো আগেও হয়েছে। ডার্বির আগে যে দলকে পিছিয়ে রাখা হয়েছে, শেষ পর্যন্ত তারাই জয়ের হাসি মুখে মাঠ ছেড়েছে।
10/11

ইন্ডিয়ান সুপার লিগে কলকাতার দুই দল মুখোমুখি হয়েছে মোট আটবার। সাত বারই জিতেছে সবুজ-মেরুন বাহিনী। একবার ড্র হয়েছে। ইস্টবেঙ্গল এফসি আজ পর্যন্ত হারাতে পারেনি চিরপ্রতিদ্বন্দ্বীদের।
11/11

দুই পক্ষেই একাধিক নির্ভরযোগ্য তারকা ফুটবলার রয়েছেন, যাঁদের দিকে তাকিয়ে থাকবেন সমর্থকেরা। প্রতিবারই কলকাতা ডার্বি জন্ম দেয় এক একজন সেরা তারকার। এবারও কি সেরকমই হবে?
Published at : 19 Oct 2024 08:24 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
বিনোদনের
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
