Kylian Mbappe booed: পিএসজির জার্সিতে ঘরের মাঠে নিজের শেষ ম্যাচে দর্শকদের ক্ষোভের শিকার এমবাপে
Paris Saint-Germain: ঘরের মাঠে এমবাপের শেষ ম্যাচে পিএসজি টুলুসের বিরুদ্ধে ৩-১ পরাজিত হয়।
প্যারিস: তিনি যে দল ছাড়ছেন, তা দিনকয়েক আগেই জানিয়েছিলেন। রবিবারই যে প্যারিস সঁ-জরমেঁর (Paris Saint-Germain) জার্সিতে পার্ক দে প্রাঁতে নিজের শেষ ম্যাচ খেলতে নামবেন সেটাই ঘোষণা করেছিলেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। তবে তাঁর শেষটা খুব একটা সুখকর হল না।
টুলুসের বিরুদ্ধে পিএসজি গত রাতের ম্যাচে পরাজিত তো হলই, উপরন্তু দর্শকদের কটাক্ষের মুখেও পড়তে হল এমবাপেকে। বহু বছর ধরেই এমবাপের পিএসজি ছাড়ার জল্পনা চলছিলই। এ মরশুম শেষে যে তিনি দল ছাড়ছেন তা কার্যত নিশ্চিতই ছিল। কিন্তু তাতে সিলমোহর পড়তেই পিএসজির দর্শকদের রোষের শিকার হলেন এমবাপে। যদিও এদিন এমবাপের জন্য সুন্দর টিফোসহ বেশ কিছু আয়োজন ছিল। কিন্তু একাংশের দর্শকরা তারকা ফরোয়ার্ডের দল ছাড়ার সিদ্ধান্তটি নিজেদের হতাশার বহিঃপ্রকাশ ঘটাতে পিছপা হলেন না। মাঠে এমবাপের নাম ঘোষণা হতেই সমর্থকদের একাংশ নিজেদের ক্ষোভ উগরে দেন।
Pitada a Mbappé cuando ha sonado su nombre en la megafonía del Parque de los Príncipes, a 45 minutos del PSG-Toulouse. @diarioas @carrusel pic.twitter.com/kIyFtWQvxx
— Andrés Onrubia Ramos (@AndiOnrubia) May 12, 2024
এদিন পিএসজি টুলেসের কাছে ৩-১ পরাজিত হলেও পিএসজিক হয়ে ম্যাচের একমাত্র গোলটি কিন্তু এমবাপের পা থেকেই আসে। তিনি দলকে লিড এনে দিয়েছিলেন। সেই লিড অবশ্য স্থায়ী হয়নি। তা সত্ত্বেও দিনশেষে এমবাপেসহ পিএসজির তারকারা লিগ ওয়ান খেতাব তুলে উচ্ছ্বাসে মাতলেন। রেকর্ড চ্যাম্পিয়নরা এই ম্যাচের আগেই খেতাব নিশ্চিত করে ফেলেছিলেন। এমবাপে খেতাব জিতেই দলকে বিদায় জানাচ্ছেন। তিনি পিএসজির সর্বকালের সর্বাধিক গোলদাতাও বটে।
এমবাপের পরবর্তী ক্লাবের নাম ঘোষণা না হলেও, তিনি যে রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন সেই পূর্বাভাস কিন্তু তিনি নিজের ক্লাব ছাড়ার ভিডিও বার্তাতেই দিয়ে রেখেছিলেন। তিনি জানান 'এই সিদ্ধান্তটা নেওয়া কঠিন হবে জানতাম। তবে আমার দেশ ফ্রান্স, লিগ ওয়ান, যে লিগটার বিষয়ে আমি ছোট থেকে অবগত, সেটাকে বিদায় জানানো এতটা কঠিন হবে ভাবিনি। তবে সাত বছর পর আমার একটা নতুন চ্যালেঞ্জের দরকার ছিল।' জানান এমবাপে। কবে সরকারিভাবে এমবাপে রিয়ালে যোগ দেন, এখন সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ম্যান ইউনাইটেডের বিরুদ্ধে আর্সেনালের লিগ ডবল, শেষদিন নির্ধারিত হবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন