Arsenal vs Man United: ম্যান ইউনাইটেডের বিরুদ্ধে আর্সেনালের লিগ ডবল, শেষদিন নির্ধারিত হবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন
Premier League: জয়ের সুবাদে আর্সেনালের পয়েন্ট দাঁড়াল ৮৬। ম্যান সিটির ৮৫। তবে সিটি এক ম্যাচ কম খেলেছে।
ম্যাঞ্চেস্টার: একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। মরশুমের শেষ দিনে নির্ধারিত হবে প্রিমিয়ার লিগ (Premier League) চ্যাম্পিয়ন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে (Manchester United) তাদেরই ঘরের মাঠে হারিয়ে সেটা সুনিশ্চিত করল আর্সেনাল (Arsenal)। পুনরায় লিগ শীর্ষে পৌঁছে গেল গানার্সরা। যদিও তাদের থেকে এক ম্যাচ কমই খেলেছে ম্যাঞ্চেস্টার সিটি।
এদিন ম্যাচের ২১ মিনিটে দলের হয়ে একমাত্র গোলটি করেন লিয়ান্দ্রো ট্রসার্ড। ম্যান ইউনাইটেড গোলরক্ষক আন্দ্রে ওনানার ক্রস মাঝমাঠেই রুখে দেয় আর্সেনাল। বল চল আসে কাই হ্যাভার্টজ়ের পায়ে। ক্যাসেমিরোর সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স প্রবল সমালোচনার সম্মুখীন হয়েছে। এদিনের এই গোলের পরেও তাঁর দিকেই আঙুল উঠবে। তিনি খানিকটা অলসভাবে পিচের ওপরের দিকে ওঠার প্রচেষ্টায় ছিলেন। তাঁর জেরেই হ্যাভার্টজ় অনসাইডে থাকেন। ডান উইং থেকে জার্মান তারকার বাড়ানো বল পয়েন্ট ব্ল্যাঙ্কে জালে জড়িয়ে দেন ট্রসার্ড।
এর আগেও একাধিকবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ড দুইবার লিড নিয়ে প্রথমার্ধ শেষ করেও তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে ব্যর্থ হয়েছিল আর্সেনাল। গোল করার পর খানিক ব্যাকফুটে গিয়ে রেড ডেভিলসদের আক্রমণ করার সুযোগও করে দেয় আর্সেনাল। তবে ক্যাসেমিরো এবং অ্যান্টোনির দুর্বল শট সহজেই গানার্স গোলরক্ষক ডেভিড রায়া সেভ করেন। তবে গোল পায়নি ম্যান ইউনাইটেড। উপরন্তু, ওনানা না থাকলে তারা বরং আরও গোল খেত। ম্যাচের শেষের দিক ওনানা গ্যাব্রিয়েল মার্টিনেলি এবং ডেকলাইন রাইসের শট দারুণভাবে বাঁচিয়ে স্কোর ০-১ রাখেন।
এ মরশুমে দুই দলের প্রথম সাক্ষাৎকারে ইউনাইটেডকে ৩-১ হারিয়েছিল আর্সেনাল। ২০০৬-০৭ মরশুমের পর ঘর এবং বাইরে, উভয় জায়গাতেই এই প্রথম গানার্সরা ইউনাইটেডের বিরুদ্ধে জয় পেল। এটি চলতি মরশুমে উত্তর লন্ডনের ক্লাবটির ২৭তম জয়, যা রেকর্ড। আর্সেনালের 'ইনভিনসিবেলস' রাও ২৬ ম্যাচ জিতেছিল। জয়ের সুবাদে আর্সেনালের পয়েন্ট দাঁড়াল ৮৬। ম্যান সিটির ৮৫। তবে সিটি এক ম্যাচ কম খেলেছে। তাই ফের একবার মরশুমের শেষদিন নির্ধারিত হবে খেতাব। ঘটনাক্রমে এটি ম্যান ইউনাইটেডের চলতি মরশুমের ১৯তম হার। ১৯৭৭-৭৮ সালের পর এই প্রথম এতগুলি ম্যাচ হারল ইউনাইটেড।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: খুদেদের টি-২০ ক্রিকেটে চ্যাম্পিয়ন মোহনবাগান, দায়িত্বে শুভময়, ময়দানে সারাদিন কোথায় কী হল?