Real Madrid: প্রথম ম্যাচেই গোল পেলেন এমবাপে, আটালান্টাকে হারিয়ে উয়েফা সুপার কাপ জয় রিয়াল মাদ্রিদের
Kylian Mbappe: আটালান্টার বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে, ম্যাচের ৬৮ মিনিটে নিজের নতুন ক্লাবের জার্সি গায়ে প্রথম গোলটি করেন কিলিয়ান এমবাপে।
ওয়ারস: মরশুমে নিজেদের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ এবং সেই ম্যাচেই দুরন্ত জয়। শুরুটা ট্রফি জয়ই করল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। উয়েফা সুপার কাপে (UEFA Super Cup) লস ব্লাঙ্কোস ২-০ গোলে পরাজিত করল আটালান্টাকে। এই নিয়ে ছ'বার উয়েফা সুপার কাপ জিতল স্পেনের রাজধানীর ক্লাবটি। এই রেকর্ড আর কোনও ক্লাবের নেই। পাশাপাশি প্রথম কোচ হিসাবে নিজের পঞ্চম সুপার কাপটি জিতে নজির গড়লেন কার্লো আন্সেলত্তি।
রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে নিজের প্রথম ম্য়াচেই গোল পান কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। রেকর্ড চ্যাম্পিয়ন্স লিগ বিজেতাদের হয়ে অপর গোলটি আসে ফেদে ভালভার্দের পা থেকে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় লস ব্লাঙ্কোসকে। বল দখলের লড়াইয়ে প্রথম দিকে অনেকটাই এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। তবে যত সময় গড়ায় আটালান্টাও লড়াইয়ে ফেরে। অবশ্য শুরুর দিকে গোলের একাধিক সুযোগ পায় রিয়ালই। হিয়েন দুরন্তভাবেই এমবাপের গোলগামী বল রুখে দেন। ভালভার্দের পাস থেকে অল্পের জন্য বল দখলে আনতে ব্যর্থ হন ভিনিসিয়াস। প্রথমার্ধ শেষের আগে রদ্রিগো রিয়ালের হয়ে বারেও বল মারেন।
আটালান্টাও যে গোলের সুযোগ পায়নি, তেমনটা নয়। মার্টিন ডি রনের ক্রস শট রিয়ালের ক্লিয়ার করতে গিয়ে বারে মারেন এডার মিলিতাও। লুকম্যানের দুরন্ত রান প্রতিহত করেন রুডিগার। গ্যাস্পারিনির আটালান্টা দলের হয়ে ডাভিডে জ়াপাকোস্টার বুদ্ধিদীপ্ত রান বেশ চাপেই ফেলছিল রিয়ালকে। কিন্তু প্রথমার্ধে কোনও গোল আসেনি। দ্বিতীয়ার্ধের শুরুটা একেবারে এন্ড টু এন্ড হয়। এমবাপে অল্পের জন্য গোলের বাইরে দিয়ে বল মারেন। থিবো কুর্তোয়া রিয়ালের হয়ে ঝাঁপিয়ে পড়ে মারিও প্যাসালিচের জোরাল হেডার বাঁচান। ম্যাচের ৫৯ মিনিটে অবশেষে প্রথম গোলটি আসে। জুড বেলিংহ্যামের থ্রু পাস থেকে বল পেয়ে দুরন্ত পাস বাড়ান ভিনিসিয়াস। একদম সহজ ট্যাপ ইনে লস ব্লাঙ্কোসকে এগিয়ে দেন ভালভার্দে।
বেশ কয়েকটি সুযোগ নষ্টের পর ৬৮ মিনিটে এমবাপে দলের ব্যবধান দ্বিগুণ করেন। বেলিংহ্যামের পাস থেকে নতুন ক্লাবের হয়ে প্রথম গোলটি করেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড। আটালান্টা চেষ্টা করেও আর রিয়ালের রক্ষণ ভাঙতে পারেনি এবং ম্যাচের স্কোরলাইন রিয়ালের পক্ষেই ২-০ শেষ হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: সব জল্পনার অবসান, পাঁচ বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করলেন আনোয়ার আলি