La Liga 2025: এসপানিওলকে ২-০ গোলে হারিয়ে ২৮ তম বার লা লিগা চ্যাম্পিয়ন বার্সার
Barcelona: চলতি মরশুমে এল ক্লাসিকোতে জয় ছিনিয়ে নিয়েছে বার্সা বারবার। এছাড়াও দুর্দান্ত ফর্মে রয়েছে কাতালান ক্লাবটি। কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ জিতেছিল বার্সা আগেই।

ক্যাম্প ন্যু: লা লিগা (La Liga 2025) চ্যাম্পিয়ন বার্সেলোনা। এই নিয়ে ২৮ তম লা লিগা খেতাব ঘরে তুলে নিল বার্সেলোনা (Barcelona)। এখনও ২ ম্য়াচ বাকি। তার আগেই রিয়ালের স্বপ্ন ভেঙ্গে দিয়ে ট্রফি জিতে নিলে কাতালান ক্লাবটি। এসপানিওলকে ২-০ গোলে হারানোর সঙ্গে সঙ্গেই বার্সা চ্যাম্পিয়ন হয়ে গেল। মাত্র ৩ পয়েন্ট জোগার করতে হত তিনটি ম্য়াচ থেকে। কিন্তু এসপানিওলের বিরুদ্ধে জয়ের সঙ্গে সঙ্গেই সেই পয়েন্ট ঝুলিতে পুরে নেয় বার্সা। প্রথমার্ধ কোনও গোল না হলেও দ্বিতীয়ার্ধে জোড়া গোল আসে বার্সার পক্ষ থেকে। একটি গোল করেন লামিনে ইয়ামাল ও একটি গােল করেন ফারমিন লোপেজ। এই জয়ের ফলে রিয়ালের থেকে ৭ পয়েন্টে এগিয়ে গিয়েছে বার্সা। নিজেদের শেষ দুটো ম্য়াচে রিয়াল জয় ছিনিয়ে নিলেও তাঁদের পক্ষে রিয়ালকে ছোঁয়া সম্ভব হবে না। ফলে এসপানিওয়েলর বিরুদ্ধে জয়ের সঙ্গে সঙ্গেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে বার্সেলোনা।
চলতি মরশুমে এল ক্লাসিকোতে জয় ছিনিয়ে নিয়েছে বার্সা বারবার। এছাড়াও দুর্দান্ত ফর্মে রয়েছে কাতালান ক্লাবটি। কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ জিতেছিল বার্সা আগেই। এবার লা লিগাও তারা জিতে নিল। শেষবার ২০২২-২৩ মরশুমে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল বার্সেলোনা। এই টুর্নামেন্টের সবচেয়ে সফল ক্লাব অবশ্য রিয়াল। তারা ৩৬ বার জিতেছে এই টুর্নামেন্টে। চলতি মরশুমে ৩৬ ম্য়াচে ৮৫ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে বার্সা শিবির। এরপর কাতালান ক্লাবটির দুটো নিয়মরক্ষার ম্য়াচ রয়েছে। একটি ভিয়ারিয়াল ও একটি অ্য়াথলেটিক ক্লাবের বিরুদ্ধে। খেলার ৫৩ মিনিটের মাথায় লামিনে প্রথমে গোল করে এগিয়ে দিয়েছিলেন দলকে। এরপর ৯৫ মিনিটের মাথায় গোল করেন ফারমিন লোপেজ। আর ম্য়াচে ফিরতে পারেনি এসপানিওল।
View this post on Instagram
খেতাব জয়ের পর বার্সা কোচ হ্যান্স ফ্লিক বলেন, ''এখন আনন্দ করার সময়। আমরা প্রতি ম্যাচ থেকে শিখতে চাই। এটা আমাদের জিনে আছে। খেলোয়াড়দের থেকে এটাই চাই আমি। প্রতি ম্যাচে ওরা উন্নতি করুক। খিদেটা থাকা জরুরি।''
আরও পড়ুন: বিরাট, রোহিতই শুধু নন, সবাইকে অবাক করে ক্রিকেট থেকে সরে গিয়েছিলেন তাঁরাও






















