Lionel Messi Retirement: ইন্টারেই ইতি! মায়ামিতেই অবসর নিতে পারেন, পূর্বাভাস লিওনেল মেসির
Inter Miami club - Lionel Messi Retirement: ২০২৩ মরশুমে ইন্টার মায়ামিতে যোগদান করেন লিওনেল মেসি।
মায়ামি: এখনও সেরা ফুটবলারের পুরস্কার জিতে চলেছেন। দলকে জেতাচ্ছেন, গোল করছেন। তবে কালের নিয়মেই লিওনেল মেসির (Lionel Messi) অবসর নিয়েও জল্পনা শুরু হয়ে গিয়েছে। তাঁর বয়স যে ৩৬ পার করেছে।
ক্লাব ফুটবলে তাঁর সিভি এমনই ঝাঁ-চকচকে। বছর কয়েক আগেও তাঁর আন্তর্জাতিক ফুটবল কেরিয়ার নিয়ে প্রশ্নচিহ্ন উঠত। বলা হত ক্লাবের জার্সিতে তিনি সফল হলেও, দেশের হয়ে তেমন কিছুই জেতেননি। তবে সেই প্রশ্ন করারও আর জো নেই। কোপা আমেরিকা, বিশ্বকাপ সবই জেতা হয়ে গিয়েছে 'এলএম১০'-র। ফের এক কোপা জয়ের উদ্দেশ্যেই মাঠে নামছে আর্জেন্তিনা (Argentina)। অনেকেই মনে করছেন এটাই মেসির শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট হতে চলেছে। তাঁর অবসরও খুবই কাছে। সত্যিই কি তাই?
এইসব জল্পনা-কল্পনার মাঝেই নিজের অবসর নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং মেসি। স্পষ্ট জানিয়ে দিলেন এখনই তাঁর ফুটবলকে বিদায় জানানোর কোনও পরিকল্পনা নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি বলেন, 'আমি ফুটবলকে বিদায় জানানোর জন্য এখনও তৈরি নই। গোটা জীবনই তো এই একই জিনিস করে গিয়েছি। অনুশীলন করাটা আমি উপভোগ করি।' এরপরেই মেসির দাবি সম্ভবত ইন্টার মায়ামিই (Inter Miami) তাঁর শেষ ক্লাব হতে চলেছে। 'একদিন এই সবকিছু শেষ হয়ে যাবে, সব ছেড়ে দিতে হবে। এই চিন্তা, ভয়টা তো মাথায় ঘোরাফেরা করেই। তবে আমার মনে হয় ইন্টার মায়ামিই আমার শেষ ক্লাব হতে চলেছে।' জানান মেসি।
এর আগে মেসির সতীর্থ জুলিয়ান আলভারেজ়কেও জাতীয় দলে মেসির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তরুণ আর্জেন্তাইন বলেন, 'আশা করি ওঁ আরও অনেকদিন খেলবেন। কবে পর্যন্ত, সেটি ওঁই সিদ্ধান্ত নেবে। তবে আমরা চাই ওঁ আরও দীর্ঘদিন আমাদের দলে খেলুক।' মেসি জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ১৮০টি ম্যাচ খেলে ফেলেছেন। তিনি ইতিমধ্যেই ১০৬টি গোল করেছেন। এবার দেখার তিনি এবার আর্জেন্তিনাকে নাগাড়ে তৃতীয় টুর্নামেন্টে খেতাব এনে দিতে পারেন কি না। মেগা টুর্নামেন্টের আগে আর্জেন্তিনা কিন্তু প্রস্তুতি ম্যাচে ইকুয়েডরকে ১-০ হারিয়েছে। মেসি গোটা ম্যাচ না খেললেও, তাতে দলের জয়ের কোনও অসুবিধা হয়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বিশেষভাবে সক্ষম ম্যাসকটের কপালে চুমু, জোড়া গোল, ইউরো শুরুর আগেই দেশের জার্সিতে নায়ক রোনাল্ডো