Cristiano Ronaldo: বিশেষভাবে সক্ষম ম্যাসকটের কপালে চুমু, জোড়া গোল, ইউরো শুরুর আগেই দেশের জার্সিতে নায়ক রোনাল্ডো
Portugal football team: ইউরো শুরুর আগে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ম্যাচ জিতল পর্তুগাল।
নয়াদিল্লি: উয়েফা ইউরো (UEFA Euro 2024) শুরু হতে আর মাত্র দিন কয়েকের অপেক্ষা। তারপরেই ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে নেমে পড়বে দেশগুলি। তার আগে শেষ প্রস্তুতি ম্যাচে নজর কাড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। জোড়া গোল করলেন, বিশেষভাবে সক্ষম ম্য়াসকটের কপালে চুমু খেয়ে দিলেন মানবিকতার পরিচয়। সব মিলিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে যে 'সিআর৭', তা বলাই বাহুল্য।
আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ম্যাচ জিতল পর্তুগাল। ম্যাচে রোনাল্ডোর জোড়া গোলের মধ্যে একটি ছিল বাঁ পায়ে। ডি বক্সের ডান দিক থেকে বাঁ পায়ের অনবদ্য শটে পর্তুগাল তারকা জালে বল জড়িয়ে দেন। তাঁর এই দুরন্ত গোলের সঙ্গে অনেকে আবার মেসির ট্রেডমার্ক গোলগুলির মিল খুঁজে পাচ্ছেন। দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাথায় এই গোলটি করার পরে রোনাল্ডো কিন্তু থেমে যাননি। ঠিক ১০ মিনিট পর। ম্যাচের ঘণ্টাখানেকের মাথায় ফের এক গোল এল রোনাল্ডোর পা থেকে।
هدف الاسطورة كريستيانو من الملعب 😨😨😨🐐🐐🇵🇹🇵🇹🇵🇹 pic.twitter.com/7fPz9QEmD8
— موسى (@MousaQi) June 11, 2024
তবে পর্তুগালের হয়ে প্রথমে গোলের দরজা খোলেন জাও ফেলিক্স। ম্যাচের ১৮ মিনিটে শর্ট কর্নার থেকে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে প্রথম সাফল্য পায় রোনাল্ডোর। এরপরেই দলের অধিনায়কের পা থেকে জোড়া গোল আসে। আইরিশ প্রজাতন্ত্র পর্তুগিজদের তিন গোলের জবাবে একবারও কিন্তু বল জালে জড়াতে পারেনি। এই ম্যাচে জোড়া গোলের সুবাদে আন্তর্জাতিক মঞ্চে ২০৭ ম্যাচে রোনাল্ডোর ১৩০টি গোল করা হয়ে গেল। এই ম্যাচই প্রমাণ করে দিল বয়স ৪০ ছুঁই ছুঁই হলেও, রোনাল্ডো কিন্তু এখনও ফুরিয়ে যাননি।
Grande vitória, equipa! 🇵🇹 Rumo ao Europeu! pic.twitter.com/d82QPm1LGj
— Cristiano Ronaldo (@Cristiano) June 11, 2024
২০০৪ সালে ইউরোর সফর শুরু করা রোনাল্ডো, যে রেকর্ড ষষ্ঠ ইউরোর আগেও দলের প্রধান অস্ত্র। তা বলাই বাহুল্য। লাইপজিঙয়ের চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে গ্রুপ 'এফ'-র ম্যাচ দিয়ে নিজেদের ইউরো অভিযান শুরু করবে পর্তুগাল দল। এরপর তুরস্ক ও জর্জিয়ার বিরুদ্ধেও ম্যাচ খেলবেন রোনাল্ডোরা। শোনা যাচ্ছে এই ইউরোর পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন রোনাল্ডো। তেমনটাই যদি হয়, তাহলে কিন্তু নিজের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট স্মরণীয় করার লক্ষ্যে মরিয়া হয়ে মাঠে নামবেন রোনাল্ডো।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বিতর্কিত গোলে স্বপ্নভঙ্গ, কাতারের কাছে হেরে নালিশ নয়, সুযোগ নষ্ট করা নিয়েই আক্ষেপ স্তিমাচের