ISL: শিল্ডের লড়াই নয়, গোয়া ম্য়াচই আপাতত পাখির চোখ বাগান কোচ মোলিনার
Mohuna Bagan Coach: প্রথম এগারো ও রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়রা কেউই কম যান না। বেঞ্চ থেকে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া বা জয় এনে দেওয়ার মতো একাধিক ফুটবলার রয়েছে তাঁর দলে।
কলকাতা: ফুটবলের আদর্শ পরিবেশ যে সৈকতনগরী গোয়াতেই পাওয়া যায়, তা এর আগে অনেকেই বলেছন। এ বার সেই তালিকায় ঢুকে পড়লেন মোহনবাগানের স্প্যানিশ কোচ হোসে মোলিনাও। এমনিতেই তাঁর দল এখন ফর্মের তুঙ্গে। তার ওপর উৎসবের আবহে সৈকতনগরীতে গিয়ে রীতিমতো ফুরফুরে মেজাজে রয়েছেন মোলিনা ও তাঁর দল।
সামনে যে এফসি গোয়ার বিরুদ্ধে কঠিন লড়াই তাদের, সে জন্য বাড়তি চাপে ভুগছেন না সবুজ-মেরুন শিবিরের খোলোয়াড়রা? বাড়তি চাপে ভোগার প্রশ্নই যে নেই, তার ব্যাখ্যা দিয়ে মোলিনা বলেন, ''আমাদের ক্লাব, ম্যানেজমেন্ট, সমর্থকেরা আমাদের কাছে একটাই জিনিস চায়, প্রতি ম্যাচে জয়। আমরা এটাই জানি যে, আমরা মোহনবাগানে যোগ দিয়েছি দলকে জেতানোর জন্য। আমাদের সবাই এটা জানে ও বোঝে। সেজন্যই তো আমরা এত পরিশ্রম করি।''
এই ব্যাপারে যে তাদের ইতিবাচক মানসিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা জানিয়ে সবুজ-মেরুন কোচ বলেন, ''আমাদের মানসিকতা খুব স্পষ্ট। প্রতি ম্যাচে জিততে গেলে লড়াই করতে হবে। রক্ষণ, আক্রমণ- সব জায়গাতেই আমাদের ভাল খেলতে হবে। দলের মধ্যে ভাল বোঝাপড়া গড়ে তুলতে হবে। গোল করার জন্য ভাল শট নিতে হবে। যথাসাধ্য চেষ্টা করে গোল আটকানোটাও খুবই গুরুত্বপূর্ণ।''
এগারো ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে মোহনবাগান। বেঙ্গালুরু এফসি ছাড়া আর কোনও দল আপাতত তাদের ধারেকাছে নেই। এ মরশুমেও তাদের লিগশিল্ড জয় নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে দেশের ফুটবল মহলে। কিন্তু বাস্তবাদী স্প্যানিশ কোচ জানেন, দিল্লি এখনও অনেক দূর। লিগ সবে অর্ধেক হয়েছে। বাকি অর্ধেকে কী হবে, তা কেউই জানে না।
তাই আপাতত শিল্ড নিয়ে না ভেবে শুক্রবারের ম্যাচে মন দিতে চান। দলের ফুটবলারদেরও সে দিকেই ফোকাস করতে বলেছেন। গোয়ার সাংবাদিকরা শিল্ড জয়ের প্রসঙ্গ তুললে তিনি বলেন, ''শিল্ড জেতার চেষ্টা তো অবশ্যই করব, সে জন্য আমরা যথেষ্ট পরিশ্রমও করছি। কিন্তু আপাতত আমাদের লক্ষ্য পরের ম্যাচ জেতা। মরশুম অনেক দীর্ঘ। সবে অর্ধেক হয়েছে। এখন পর্যন্ত আমাদের পারফরম্যান্স ভাল। সে জন্য আমি খুশি। তবে ধারাবাহিকতা বজায় রাখতে হবে আমাদের। আশা করি, কালও একটা ভাল ম্যাচ খেলব ও জিতব আমরা।''
গত ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে জিতলেও ম্যাচের পর দলের পারফরম্যান্স নিয়ে সন্তোষ প্রকাশ করেননি মোলিনা। এ দিনও বললেন, ''ভাল খেলা, যথাসম্ভব বেশি গোল করা এবং কম গোল খাওয়া— এই তিনটে জিনিস একসঙ্গে চাই আমি। আমাদের দলের ২৫ জন ফুটবলারই ভাল। তাদের অনেককেই সুযোগ পাওয়ার জন্য অপেক্ষায় থাকতে হয়। কারণ, আমাদের দল যথেষ্ট শক্তিশালী। আমরা নিজেদের সেরা খেলা না খেলেও জিতেছি, এটা ঠিকই। কারণ, আমাদের দলে ঘুরে দাঁড়ানোর মতো টিম স্পিরিট ও চারিত্রিক দৃঢ়তা দুটোই আছে। তবে আমার এটা পছন্দ নয়। আমি চাই দল ভাল খেলে জিতুক।''
তাঁর দলের প্রথম এগারো ও রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়রা কেউই কম যান না। বেঞ্চ থেকে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া বা জয় এনে দেওয়ার মতো একাধিক ফুটবলার রয়েছে তাঁর দলে। দলে এত ভাল ভাল খেলোয়াড়দের সামলানো তাঁর পক্ষে খুব একটা কঠিন নয় বলেই জানান বাগান-কোচ। তথ্য সংগ্রহ: আইএসএল মিডিয়া