এক্সপ্লোর

Mohun Bagan Supergiant: নতুন দল, নতুন কোচ, আসন্ন আইএসএলে দ্বিগুণ চ্যালেঞ্জের সামনে সবুজ-মেরুন বাহিনী

ISL 2024-25: এ লিগের সর্বকালের সর্বাধিক গোলদাতা এবং পাঁচবারের গোল্ডেন বুট বিজয়ী এই জেমি ম্যাকলারেন। ৪ বছরের চুক্তিতে যোগ দিয়েছেন মোহনবাগানে।

কলকাতা: গত মরশুমের লিগ শিল্ড চ্যাম্পিয়নদের সামনে এ বার সেই খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ। এটা যেমন তাদের বড় পরীক্ষা, তেমনই আরও একটা বড় পরীক্ষা হল এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ পর্বে খেলা। আইএসএল চলাকালীনই এশীয় স্তরের এই টুর্নামেন্টও চলবে। ফলে একসঙ্গে জোড়া চ্যালেঞ্জ নিতে হবে সবুজ-মেরুন বাহিনীকে, যা মোটেই সহজ হবে না।

দলে নতুন এসেছেন যাঁরা

ধীরজ সিং, জেমি ম্যাকলারেন, গ্রেগ স্টুয়ার্ট, আলবার্তো রড্রিগেজ, টম অ্যালড্রেড, আপুইয়া।

বিদায় নিলেন যাঁরা

আরমান্দো সাদিকু, হুগো বুমৌস, জনি কাউকো, ব্রেন্ডান হ্যামিল, হেক্টর ইউস্তে, লালরিনলিয়ানা হ্নামতে, কিয়ান নাসিরি।

চুক্তি বাড়ল যাঁদের

বিশাল কয়েথ, দিমিত্রিয়স পেট্রাটস, দীপ্পেন্দু বিশ্বাস, অভিষেক সূর্যবংশী।

নজরে যাঁরা

জেমি ম্যাকলারেন

এ লিগের সর্বকালের সর্বাধিক গোলদাতা এবং পাঁচবারের গোল্ডেন বুট বিজয়ী এই জেমি ম্যাকলারেন। ৪ বছরের চুক্তিতে যোগ দিয়েছেন মোহনবাগানে। এ লিগে ২১৯ ম্যাচে ১৪৯টি গোল আছে ম্যাকলারেনের। গত মরশুমে মেলবোর্ন সিটি-র হয়ে ১১টি গোল করেন ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড। এ লিগে এই ক্লাবের হয়ে টানা পাঁচ বছর খেলে ১৬২টি ম্যাচে ১১৩টি গোল করেছেন তিনি। এ ছাড়াও অস্ট্রেলিয়া কাপ ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মেলবোর্নের ক্লাবের হয়ে আরও ন’টি গোল করেন তিনি। অস্ট্রেলিয়ার পারথ গ্লোরি, ব্রিসবেন রোর, স্কটল্যান্ডের হিবারনিয়ান এফসি, জার্মানির এসভি ডার্মস্টাড ৯৮-এর হয়েও খেলেছেন ম্যাকলারেন। এ বার ভারতে এসে ফুটবল জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। মোহনবাগানে দুই অস্ট্রেলীয় সতীর্থ পেট্রাটস ও কামিংস থাকায় তাঁর নতুন পরিবেশে মানিয়ে নিতে সুবিধা হবে। তবে মরশুমের শুরুতেই চোট পেয়েছেন তিনি। সেই চোট সারিয়ে শুরু থেকে সবুজ-মেরুন জার্সি গায়ে মাঠে নামতে পারবেন কি না, সেটাই দেখার।

আপুইয়া

২৩ বছর বয়সী ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলারকে পাঁচ মরশুমের জন্য চুক্তিবদ্ধ করেছে সবুজ-মেরুন শিবির। গত আইএসএলের ফাইনালে মোহনবাগান এসজি-কে হারিয়ে মুম্বই সিটি এফসি-র কাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল আপুইয়ার। ফাইনালে সেরা খেলোয়াড়ের খেতাবও অর্জন করেন তিনি। সেই আপুইয়াকেই এ বার নিজেদের শিবিরে নিয়ে এসেছে সবুজ-মেরুন বাহিনী। মুম্বই সিটি এফসি-র মাঝমাঠকে যে ভাবে শক্তিশালী ও গতিময় করে তুলেছিলেন এই মিজো তারকা, মোহনবাগানের মাঝমাঠেও সে ভাবেই যে গতি ও মসৃণতা আনবেন তিনি, এমনই আশা করা যেতে পারে। কিন্তু কী ভাবে তাঁকে এই কাজে লাগাবেন নতুন কোচ, এটাই দেখার বিষয়।

হেড কোচ

বাংলার ফুটবলপ্রেমীদের কাছে হোসে মলিনা মোটেই নতুন নাম নয়। কারণ, ২০১৬-য় আইএসএল চ্যাম্পিয়ন এটিকে-র কোচ ছিলেন এই ভদ্রলোকই। স্পেনের ভ্যালেন্সিয়ার বাসিন্দা মলিনার ঝুলিতে রয়েছে ফুটবল কোচিংয়ের বহু মূল্যবান অভিজ্ঞতা। ভারতীয় ফুটবল সম্পর্কেও তাঁর ধারণা মোটেই খারাপ নয়। কারণ, ভারতে তিনি কাজ করেছেন দীর্ঘ সময়। ২০১৬-য় এটিকে-কে চ্যাম্পিয়ন করানোর সময় থেকেই তাঁর সঙ্গে কলকাতা তথা ভারতের যোগাযোগ। ফুটবল জীবনে তিনি ছিলেন গোলকিপার। স্পেনের হয়ে ন’টি আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছেন। খেলোয়াড় জীবন শেষ হওয়ার পর চলতি শতকের শুরুর দিকে কোচিংয়ে আসেন তিনি। 

ক্রীড়াসূচী

ডিসেম্বর পর্যন্ত আইএসএল ২০২৪-২৫-এর যে সূচী প্রকাশ করা হয়েছে, সেই সূচী অনুযায়ী গতবারের লিগশিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান এসজি সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে তিনটি করে ও ডিসেম্বরে চারটি ম্যাচ খেলবে। এই মরশুমে ফুটবলপ্রেমীরা ছ’টি উত্তেজনাপূর্ণ কলকাতা ডার্বি উপভোগ করতে পারবেন। মরশুমের প্রথম দু’টি কলকাতা ডার্বি অক্টোবরে নির্ধারিত হয়েছে – শনিবার, ৫ অক্টোবর মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মহামেডান এফসি এবং তার পরে শনিবার, ১৯ অক্টোবর ইস্ট বেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট।

মোহনবাগান এসজি-র আইএসএল সূচী (২০২৪)

১৩ সেপ্টেম্বর- বনাম মুম্বই সিটি এফসি (হোম), ২৩ সেপ্টেম্বর- বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি (হোম), ২৮ সেপ্টেম্বর- বনাম বেঙ্গালুরু এফসি, ৫ অক্টোবর- বনাম মহমেডান এসসি (হোম), ১৯ অক্টোবর- বনাম ইস্টবেঙ্গল এফসি, ৩০ অক্টোবর- বনাম হায়দরাবাদ এফসি, ১০ নভেম্বর- বনাম ওডিশা এফসি, ২৩ নভেম্বর- বনাম জামশেদপুর এফসি (হোম), ৩০ নভেম্বর- বনাম চেন্নাইন এফসি (হোম), ৮ ডিসেম্বর- বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি, ১৪ ডিসেম্বর- বনাম কেরালা ব্লাস্টার্স (হোম), ২০ ডিসেম্বর- বনাম এফসি গোয়া, ২৬ ডিসেম্বর- বনাম পাঞ্জাব এফসি।

আইএসএল ২০২৪-২৫-এর ম্যাচগুলি ১৩ সেপ্টেম্বর থেকে স্পোর্টস ১৮ এবং জিও সিনেমায় সরাসরি দেখা যাবে। আইএসএলের খেলাগুলি লাইভ স্ট্রিমিং করা হবে জিও সিনেমায় এবং টিভিতে এটি স্পোর্টস ১৮ নেটওয়ার্কে লাইভ সম্প্রচারিত হবে। এটি চারটি ভাষায় উপলব্ধ হবে, ইংরেজি, হিন্দি, বাংলা এবং মালয়ালম।                                                                                                                           --- তথ্য সংগ্রহ: আইএসএল

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

India vs Bangladesh Live: অনবদ্য পার্টনারশিপে টপ অর্ডারের ব্যর্থতা ঢাকলেন অশ্বিন-জাডেজা, প্রথম দিনশেষে ভারত ৩৩৯/৬
অনবদ্য পার্টনারশিপে টপ অর্ডারের ব্যর্থতা ঢাকলেন অশ্বিন-জাডেজা, প্রথম দিনশেষে ভারত ৩৩৯/৬
Kalatan Dasgupta: জামিন পেলেন সিপিএমের যুব নেতা কলতান দাশগুপ্ত
Kalatan Dasgupta: জামিন পেলেন সিপিএমের যুব নেতা কলতান দাশগুপ্ত
Lebanon Walkie-Talkie Explosions: ১০ বছর ধরে বন্ধ উৎপাদন, দাবি জাপানি সংস্থার, লেবাননে ওয়াকি-টকি বিস্ফোরণ ঘিরে রহস্য
১০ বছর ধরে বন্ধ উৎপাদন, দাবি জাপানি সংস্থার, লেবাননে ওয়াকি-টকি বিস্ফোরণ ঘিরে রহস্য
Suvendu Adikari: স্বাস্থ্য দফতরের দুর্নীতি নিয়ে সরব শুভেন্দু, কী কী অভিযোগ বিরোধী দলনেতার
স্বাস্থ্য দফতরের দুর্নীতি নিয়ে সরব শুভেন্দু, কী কী অভিযোগ বিরোধী দলনেতার
Advertisement
ABP Premium

ভিডিও

RG Kar Protest: আগামীকাল স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের। ABP Ananda LiveRG Kar Case: আন্দোলনের ৪২ দিন পর উঠছে কর্মবিরতি, শুধুমাত্র জরুরি বিভাগে যোগদান। ABP Ananda LiveRG Kar Case: আরজি কর কাণ্ডে CBI স্ক্যানারে TMCP নেতা আশিস পাণ্ডেকে ডেকে জিজ্ঞাসাবাদ। ABP Ananda LiveRG Kar Protest: কাল থেকে স্বাস্থ্য ভবন চত্বর থেকে অবস্থান তুলে নেবেন জুনিয়র ডাক্তাররা, খবর সূত্রের।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs Bangladesh Live: অনবদ্য পার্টনারশিপে টপ অর্ডারের ব্যর্থতা ঢাকলেন অশ্বিন-জাডেজা, প্রথম দিনশেষে ভারত ৩৩৯/৬
অনবদ্য পার্টনারশিপে টপ অর্ডারের ব্যর্থতা ঢাকলেন অশ্বিন-জাডেজা, প্রথম দিনশেষে ভারত ৩৩৯/৬
Kalatan Dasgupta: জামিন পেলেন সিপিএমের যুব নেতা কলতান দাশগুপ্ত
Kalatan Dasgupta: জামিন পেলেন সিপিএমের যুব নেতা কলতান দাশগুপ্ত
Lebanon Walkie-Talkie Explosions: ১০ বছর ধরে বন্ধ উৎপাদন, দাবি জাপানি সংস্থার, লেবাননে ওয়াকি-টকি বিস্ফোরণ ঘিরে রহস্য
১০ বছর ধরে বন্ধ উৎপাদন, দাবি জাপানি সংস্থার, লেবাননে ওয়াকি-টকি বিস্ফোরণ ঘিরে রহস্য
Suvendu Adikari: স্বাস্থ্য দফতরের দুর্নীতি নিয়ে সরব শুভেন্দু, কী কী অভিযোগ বিরোধী দলনেতার
স্বাস্থ্য দফতরের দুর্নীতি নিয়ে সরব শুভেন্দু, কী কী অভিযোগ বিরোধী দলনেতার
India vs Bangladesh Day 1 Highlights: অশ্বিনের শতরান, দুরন্ত ইনিংস জাডেজারও, হাসান মামুদ ঝড় সামলে রেকর্ড পার্টনারশিপে ৩৩৯ তুলল ভারত
অশ্বিনের শতরান, দুরন্ত ইনিংস জাডেজারও, হাসান মামুদ ঝড় সামলে রেকর্ড পার্টনারশিপে ৩৩৯ তুলল ভারত
Mousuni Island: মৌসুনি দ্বীপে ট্যুরিস্ট কটেজে ভয়ঙ্কর আগুন, ভস্মীভূত রিসর্টের একাংশ!
মৌসুনি দ্বীপে ট্যুরিস্ট কটেজে ভয়ঙ্কর আগুন, ভস্মীভূত রিসর্টের একাংশ!
Gold Price: একদিনেই ফের বদলে গেল সোনার দাম, এখন সোনা কিনলে খরচ কমবে না বাড়বে ?
একদিনেই ফের বদলে গেল সোনার দাম, এখন সোনা কিনলে খরচ কমবে না বাড়বে ?
Birbhum News: ওল্টাল স্পিডবোট, নদীর জলে ২ সাংসদ, বিধায়ক, জেলাশাসক-সহ ১৩ ; তারপর যা ঘটল লাভপুরে...
ওল্টাল স্পিডবোট, নদীর জলে ২ সাংসদ, বিধায়ক, জেলাশাসক-সহ ১৩ ; তারপর যা ঘটল লাভপুরে...
Embed widget