Antonio Lopez Habas: মোহনবাগানকে গত মরশুমে ট্রফি জেতানো কোচের সঙ্গে চুক্তি করে বড় চমক ইন্টার কাশীর
Inter Kashi: ভারতেরই নতুন ক্লাবের সঙ্গে যুক্ত হলেন হাবাস। তাঁকে এবার দেখা যাবে আই লিগের দল ইন্টার কাশীর ডাগ আউটে।
কলকাতা: ঘরোয়া ফুটবল মরশুমে বড়সড় চমক দিল ইন্টার কাশী (Inter Kashi)। মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan Super Giant) আইএসএল (ISL) ও লিগ-শিল্ড জেতানো কোচকে দায়িত্ব দিল আই লিগের দল।
স্পেনের আন্তোনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) সঙ্গে চুক্তি সারল ইন্টার কাশী। শারীরিক অসুস্থতার জন্য গত মরশুমে মোহনবাগান সুপার জায়ান্টের শেষ দিকের কয়েকটি ম্যাচে ডাগ আউটে দেখা যায়নি হাবাসকে। তবে লিগ শিল্ড জয়ের দিন তিনি ছিলেন। ফুটবলারদের উৎসাহ দেন। বয়স ও অসুস্থতার কথা মাথায় রেখে এরপর আর তাঁঁকে না রাখার সিদ্ধান্ত নেয় মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। হাবাসের পরিবর্তে দায়িত্ব দেওয়া হয় আর এক স্প্যানিশ হোসে মোলিনাকে। যিনি অতীতে আইএসএল চ্যাম্পিয়ন দলের কোচ ছিলেন।
এবার ভারতেরই নতুন ক্লাবের সঙ্গে যুক্ত হলেন হাবাস। তাঁকে এবার দেখা যাবে আই লিগের দল ইন্টার কাশীর ডাগ আউটে। অক্টোবর মাসে আই লিগ শুরু হওয়ার কথা। তার অনেক আগেই দলের কোচের নাম ঘোষণা করে দিল ইন্টার কাশী। আইএসএলে দলকে চ্যাম্পিয়ন করা কোচ আই লিগের দলকে কোচিং করাতে আসছেন, এমন ছবি বিরল। যদিও হাবাস নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেছেন।
গত মরশুমে আইএসএলের দ্বিতীয় পর্বে মোহনবাগানের কোচ ছিলেন হাবাস। মাঝ মরশুমে দায়িত্ব নিয়ে সবুজ-মেরুন শিবিরকে আইএসএল লিগ-শিল্ড জিতিয়েছিলেন। তাঁর ঝুলিতে আছে দুটো আইএসএল খেতাব। তবে মরশুম শেষ হওয়ার পরই তাঁর সঙ্গে মোহনবাগানের সম্পর্কে ছেদ পড়ে। এবার হাবাসের নতুন অভিযান শুরু হবে ইন্টার কাশীতে। উত্তরপ্রদেশের প্রথম পেশাদার ক্লাব হিসেবে যারা আই লিগ খেলছে। গত মরশুমে তারা বেশ নজর কেড়ে নিয়েছিল। আই লিগে চতুর্থ স্থানে শেষ করেছিল।
ইগর স্তিমাচের পর হাবাস ভারতের জাতীয় দলের দায়িত্ব নিতে পারেন, এমনও শোনা গিয়েছিল। যদিও শেষ পর্যন্ত আইএসএলের মঞ্চ ছেড়ে আই লিগের ক্লাবের সঙ্গে দুবছরের চুক্তিতে যোগ দিলেন হাবাস। ইন্টার কাশীর সঙ্গে চুক্তি রয়েছে স্পেনের ক্লাব আতলেতিকো মাদ্রিদের। সেই সঙ্গে অ্যান্ডোরার ক্লাব ইন্টার এসকালদেস এবং এফসি অ্যান্ডোরার সঙ্গেও যোগ রয়েছে ইন্টার কাশীর। ক্লাবের তরফে জানানো হয়েছে যে, ভারতের প্রতিভাবান ফুটবলারদের ইউরোপের মঞ্চে বিকশিত করার লক্ষ্য নিয়েই হাবাসকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: মরক্কোর বিরুদ্ধে ২ ঘণ্টা পরে গোল বাতিল! ফিফায় নালিশ করল আর্জেন্তিনা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।