(তথ্য: আইএসএল মিডিয়া)
Mohun Bagan Super Giant: সবুজ-মেরুনেই থাকছেন গত আইএসএলের 'সেরা খেলোয়াড়', পেত্রাতসের চুক্তির পুনর্নবীকরণ করল মোহনবাগান
Dimitri Petratos: গত মরশুমে ২৩টি ম্যাচে খেলেছেন পেত্রাতস। মোট দশ গোলের পাশাপাশি এই অস্ট্রেলীয় তারকা সাতটি গোলের অ্যাসিস্টও প্রদান করেছিলেন।
কলকাতা: অস্ট্রেলিয়ার নির্ভরযোগ্য ফরোয়ার্ড দিমিত্রিয়স পেত্রাতসের (Dimitri Petratos) সঙ্গে আরও দু’বছরের চুক্তি করে ফেলল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। বৃহস্পতিবার এই খবর জানানো হয় ক্লাবের পক্ষ থেকে। অর্থাৎ, আরও দুই মরশুম মোহনবাগান সমর্থকদের মন মাতাবেন এই দুরন্ত স্ট্রাইকার।
২০২২-এ কলকাতায় আসার পর ঐতিহ্যবাহী মোহনবাগান ফুটবল দলের কিংবদন্তি তারকাদের দলে জায়গা করে নিয়েছেন পেত্রাতস। ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসেও অন্যতম সেরা তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এ বার সেই তারকাকে আরও দু’বছর ভারতে রাখার বন্দোবস্ত করে রাখল সবুজ-মেরুন বাহিনী।
গত আইএসএলে গোল্ডেন বল পুরস্কার জেতেন পেত্রাতস। অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড যে মোহনবাগান দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা মরশুমের মাঝপথেই বোঝা গিয়েছিল। সেই সময় পেশির চোটে বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন পেত্রাতস। তার সরাসরি প্রভাব পড়ে মোহনবাগানের খেলায়। গত আইএসএলে সব মিলিয়ে যে ছ’টি ম্যাচে হেরেছে মোহনবাগান, তার বেশিরভাগ ম্যাচেই পেত্রাতস নিজের সেরাটা দিতে ব্যর্থ হন। উল্টোদিক থেকে দেখতে গেলে, দলের ছ’টি জয়ে গোল করে সরাসরি অবদান রেখেছিলেন তিনি। অজ়ি তারকা গোল করেছেন, অথচ দল হেরেছে, এমন ঘটনা ঘটেছে মাত্র তিনবার।
গত মরশুমে মোট দশ গোল করেন এই অস্ট্রেলীয় তারকা ও সাতটি গোলের অ্যাসিস্ট প্রদান করেন তিনি। কলকাতা ডার্বির দুই লেগেই গোল পান পেত্রাতস। সব মিলিয়ে দলের ১৭টি গোলে অবদান ছিল তাঁর। ২৩টি ম্যাচে খেলেছেন। তার মধ্যে শুরু করেন ২১টিতে। প্রতিটিতেই দলের খেলায় তাঁর প্রভাব ছিল যথেষ্ট। সব মিলিয়ে গত মরসুমে আইএসএলের দশটি গোল-সহ মোট ১৫টি গোল করেছেন অস্ট্রেলীয় তারকা ফরোয়ার্ড।
গত মরশুমে আইএসএলে সাতটি অ্যাসিস্ট দিলেও অন্যান্য টুর্নামেন্ট-সহ সারা মরশুমে তাঁর অ্যাসিস্টের সংখ্যা দাঁড়ায় ১১। অর্থাৎ, গত মরশুমে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে তিনি ২৬টি গোলে অবদান রাখেন। পেত্রাতসের পায়ে বল পড়া মানেই যে প্রতিপক্ষের রক্ষণে ত্রাহি ত্রাহি রব পড়ে যাওয়া, বারবার এমনই দেখা গিয়েছে মোহনবাগান ম্যাচে। এর পরে আর তাঁর চুক্তির মেয়াদ বাড়ানো ছাড়া কোনও উপায় ছিল না ক্লাবের।
ক্লাবের এই সিদ্ধান্তে খুশি অস্ট্রেলিয়ার এই বিশ্বকাপারও। এখনও ক্লাবের অনুশীলনে যোগ দেননি তিনি। অস্ট্রেলিয়া থেকে আগামী সপ্তাহেই তাঁর এসে পড়ার কথা বলে জানিয়েছে ক্লাব সূত্র। অস্ট্রেলিয়া থেকে ক্লাব মিডিয়াকে পাঠানো এক বার্তায় তিনি বলেন, 'মোহনবাগান সুপার জায়ান্ট আমার ওপর আস্থা রাখায় আমি কৃতজ্ঞ। দলকে এ বার আরও বেশি সাফল্য এনে দিতে চেষ্টা করব। আমার দীর্ঘদিনের বন্ধু জেমি ম্যাকলারেন আমাদের দলে যোগ দিয়েছে। আমরা একসঙ্গে বহু ম্যাচ খেলেছি। সফলও হয়েছি। ভারতেও সেই ধারাবাহিকতা রাখতে চাই। গতবারের তুলনায় এ বার দলের শক্তি অনেক বেড়েছে। ফলে আমাদের ট্রফি জয়ের তাগিদও বেড়েছে। আমার বিশ্বাস, গতবারের মতো একটা দল হিসেবেই আমরা সফল হব। সমর্থকদের আবেগ আমাদের অনুপ্রেরণা। এ বারও তাদের পাশে চাই'।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলের ৫ লক্ষ টাকা ফেরালেন সৌরভ, আইপিএলের মেগা নিলামের পক্ষে মহারাজ