(Source: ECI/ABP News/ABP Majha)
East Bengal Day: ইস্টবেঙ্গলের ৫ লক্ষ টাকা ফেরালেন সৌরভ, আইপিএলের মেগা নিলামের পক্ষে মহারাজ
Sourav Ganguly: বৃহস্পতিবার বিকেলে তখন অবিরাম বৃষ্টি ঝরে চলেছে শহর কলকাতায়। তবু ইস্টবেঙ্গল ক্লাবের উৎসবে উন্মাদনার ঘাটতি ছিল না। ভারত গৌরব সম্মানে ভূষিত করা হল সৌরভকে।
কলকাতা: ঠিক তিনদিন আগে তিনি মোহনবাগান (Mohun Bagan) রত্ন স্বীকৃতি পাওয়ার পর ২ লক্ষ টাকা পুরস্কার অর্থের পুরোটাই তুলে দিয়েছিলেন সবুজ-মেরুন শিবিরের যুব দলের উন্নতির জন্য। এবার ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের তরফে ভারত গৌরব শিরোপা পেয়েও পুরস্কার অর্থ ফিরিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। পুরস্কার অর্তের ৫ লক্ষ টাকা তিনি লাল-হলুদ ক্লাবকেই ফিরিয়ে দিয়েছেন। যাতে সেই টাকা উঠতি খেলোয়াড়দের জন্য খরচ করা হয়, সেই প্রত্যাশায়।
বৃহস্পতিবার বিকেলে তখন অবিরাম বৃষ্টি ঝরে চলেছে শহর কলকাতায়। তবু ইস্টবেঙ্গল ক্লাবের উৎসবে উন্মাদনার ঘাটতি ছিল না। ইস্টবেঙ্গল দিবসে ভারত গৌরব সম্মানে ভূষিত করা হল জাতীয় দলের কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার সৌরভকে। সেই সঙ্গে তাঁর হাতে তুলে দেওয়া হয় ৫ লক্ষ টাকা। সেই অর্থ ক্লাবকেই ফেরালেন সৌরভ। বললেন, 'লাল-হলুদ রং আমার ভীষণ প্রিয়। ইস্টবেঙ্গল খুব প্রিয় ক্লাব। ময়দানর প্রাণ ধরা আছে এই ক্লাবগুলিতে। এই অর্থ ছোটদের জন্য খরচ করলে খুশি হব।'
ইস্টবেঙ্গলের স্বীকৃতি পেয়ে কী অনুভূতি? সৌরভ বলেন, 'খুব আনন্দিত, গর্বিত এই পুরস্কার পেয়ে। ইস্টবেঙ্গলকে অনেক অনেক ধন্যবাদ। মোহনবাগান ও ইস্টবেঙ্গল প্রত্যেক বছর কাউকে না কাউকে পুরস্কার দেয়। এটা খুব ভাল উদ্যোগ। এতদিন যারা তাদের ক্লাবের জন্য, বাংলার জন্য, দেশের জন্য অবদান রেখেছে, তাদের স্বীকৃতি দেয়।'
এদিনের অনুষ্ঠানে বিশেষ সম্মান দেওয়া হয়েছে জাতীয় দলের পেসার মহম্মদ শামিকেও। যিনি বাংবার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। বাংলার ময়দান থেকেই যাঁর ক্রিকেট আকাশে ধূমকেতুর মতো উত্থান। এদিনের অনুষ্ঠানে শামিও ছিলেন। শামির সঙ্গে কথা হল? সৌরভ বলছেন, 'সামান্য কথা হয়েছে। এই ধরনের অনুষ্ঠানে তো বেশি কথা হয় না। তবে ওকে দেখে ভাল লাগল। দ্রুত সুস্থ হয়ে উঠুক।' আইপিএলের নিলাম, প্লেয়ার রিটেনশন নিয়ে নানা মুনির নানা মত। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ বলছেন, 'মেগা নিলাম হতেই হবে। ওটা আইপিএলের অঙ্গ।'
মোহনবাগান ও ইস্টবেঙ্গলের পর এবার মহমেডানের আইএসএলে খেলার সম্ভাবনা উজ্জ্বল। শোনা যাচ্ছে, সৌরভের মধ্যস্থতায় একটি সংস্থা মোটা বিনিয়োগ করতে আগ্রহী সাদা কালো শিবিরে। সৌরভ অবশ্য ধীরে চলো নীতি নিচ্ছেন। বলছেন, 'জানি না কী চূড়ান্ত হয়েছে। ২-৩ দিনের মধ্যে জানা যাবে।'
ভারতীয় দলের কোচ হিসাবে প্রথম সিরিজেই জিতেছেন গৌতম গম্ভীর। শ্রীলঙ্কাকে তাদের দেশের মাটিতে টি-২০ সিরিজে ৩-০ হারিয়ে সিরিজ জিতেছে ভারত। কেমন দেখছেন গুরু গম্ভীরকে? সৌরভ বলছেন, 'গম্ভীর সবে শুরু করেছে। ওকে শুভেচ্ছা জানাই।'
ব্যস্ততার মাঝেও খবর রাখছেন অলিম্পিক্সের। শ্যুটিং থেকে তিনটি পদক পেয়েছে ভারত। সৌরভ বলছেন, 'অলিম্পিক্স নিয়ে প্রত্যাশা তো বাড়বেই। পদক সকলের কাছেই প্রেরণা। আশা করি ভবিষ্যতে সব খেলা থেকে পদক আসবে।'
ওয়ানাডে প্রাকৃতিক বিপর্যয় নিয়ে সৌরভের মন্তব্য, 'আশা করি প্রশাসন ও যারা দায়িত্বে আছেন তারা সেটা দেখবেন। বর্ষায় এরকম হয়। উত্তর ভারতে দেখেছি, দক্ষিণে হল এবার। আশা করছি সকলকে উদ্ধার করা সম্ভব হবে।'
আরও পড়ুন: অলিম্পিক্সে নামার আগে গাড়ি দুর্ঘটনার কবলে ভারতীয় গল্ফার, মা ভর্তি প্যারিসের হাসপাতালে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।