Super Cup: সুপার কাপের দিনক্ষণ ঘোষণা করে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন, কোথায় হবে এই টুর্নামেন্ট?
Super Cup 2025: ১৬ দলের এই টুর্নামেন্ট নকআউট ফর্ম্যাটে অনুষ্ঠিত হবে। এ বছর সুপার কাপের পঞ্চম সংস্করণে ১৩টি আইএসএল ক্লাব ও ৩টি আই-লিগ ক্লাব অংশ নেবে।

নয়াদিল্লি: আগামী ২১ এপ্রিল ওড়িশার ভুবনেশ্বরে শুরু হবে সুপার কাপ ২০২৫ (Super Cup 2025), সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) সরকারি ভাবে এই ঘোষণা করেছে। ১৬ দলের এই টুর্নামেন্ট নকআউট ফর্ম্যাটে অনুষ্ঠিত হবে। এ বছর সুপার কাপের পঞ্চম সংস্করণে ১৩টি আইএসএল ক্লাব ও ৩টি আই-লিগ ক্লাব অংশ নেবে। তবে ফাইনালের দিনক্ষণ এখনও জানানো হয়নি।
সুপার কাপ ২০২৫-এর বিজয়ী দল ২০২৫-২৬ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর প্লে-অফে খেলার সুযোগ পাবে। ভারতীয় ক্লাবগুলোর পক্ষে মহাদেশীয় পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠা করার একটি সুবর্ণ সুযোগ এনে দেয় এই টুর্নামেন্ট।
এটি সুপার কাপের পঞ্চম সংস্করণ। এ পর্যন্ত এই টুর্নামেন্টের প্রতিটি আসরেই আইএসএলে খেলা দলগুলিই চ্যাম্পিয়ন হয়েছে। ২০১৮-য় বেঙ্গালুরু এফসি প্রথম সেরার শিরোপা জেতে। এর পর ২০১৯ সালে এফসি গোয়া চেন্নাইয়িন এফসিকে হারিয়ে কাপ জিতে নেয়। কোভিডের কারণে ২০২০ থেকে ২০২২-এর মধ্যে এই প্রতিযোগিতা হয়নি। তবে ২০২৩-এ এটি ফের শুরু হয়।
২০২৩-এর ফাইনালে বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে তাদের প্রথম সুপার কাপ জেতে ওড়িশা এফসি। গত বছর ইস্টবেঙ্গল এফসি চ্যাম্পিয়ন হয় ওড়িশা এফসি-কে হারিয়ে। এবার সেই খেতাব ধরে রাখার লড়াইয়ে মাঠে নামবে অস্কার ব্রুজোনের দল। তবে এএফসি চ্যালে লিগের সেমিফাইনালে পৌঁছনোর তাঁদের স্বপ্ন বিরাট ধাক্কা খেল। আর্কাদাগের বিরুদ্ধে পরাজিত হতে হল লাল-হলুদকে।
প্রথমার্ধে দশ মিনিটের মাথায় অ্যাটাকিং মিডফিল্ডার ইয়াজগিলিক গুরবানভের গোলে তাদের অ্যাওয়ে ম্যাচে জয় ছিনিয়ে নেয় তাঁর দল। ইস্টবেঙ্গল একাধিকবার সমতা আনার চেষ্টা করেও পারেনি। প্রতিপক্ষের দুর্ভেদ্য রক্ষণে বারবার আটকে যায় তারা। সারা ম্যাচে সব মিলিয়ে একটি শট গোলে ছিল তাদের।
কলকাতার দলের আক্রমণে যতটা গতি ও তীব্রতা আশা করা হয়েছিল, তা এ দিন দেখা যায়নি তাদের খেলায়। বক্সের বাইরে থেকে ছ’টি ও ভিতর থেকে সাতটি শট নিলেও কোনওটিকেই গোলে পরিণত করতে পারেনি তারা। আক্রমণে দিয়ামান্তাকস, মেসি বৌলি ও সেলিস- তিন বিদেশী থাকা সত্ত্বেও শারীরিক সক্ষমতায় এগিয়ে থাকা ডিফেন্ডারদের সঙ্গে পেরে ওঠেনি তারা। এই হারের ফলে ইস্টবেঙ্গলের সেমিফাইনালে ওঠার রাস্তা বেশ কঠিন হয়ে গেল। কারণ, আগামী বুধবার আর্কাদাগের ঘরের মাঠে নেমে জিততে হবে তাদের, যা বেশ কঠিন তাদের পক্ষে। কারণ, ঘরের মাঠে আর্কাদাগকে আজ পর্যন্ত কোনও দলই হারাতে পারেনি।
(তথ্য: আইএসএল মিডিয়া)
আরও পড়ুন: 'এখনও ৯০ মিনিট বাকি' আর্কাদাগের বিরুদ্ধে চ্যালেঞ্জ লিগের প্রথম লেগ হেরেও আশাহত হতে নারাজ অস্কার






















