এক্সপ্লোর
লর্ডসে লজ্জার হারে ক্ষুব্ধ প্রাক্তনরা, ঘুরে দাঁড়াতে পারে টিম ইন্ডিয়া, আশাবাদী ওয়াকার ইউনিস
1/6

প্রাক্তন পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াকার ইউনিস ট্যুইট করে বলেছেন, ইংল্যান্ড লর্ডসে দারুণ খেলেছে। ভারতীয় দলকে বিধ্বস্ত করেছে তারা। কিন্তু ভারত চূড়ান্তভাবে হেরে গিয়েছে বলে মেনে নিতে পারছি না। প্রত্যাবর্তনের ক্ষমতা ও যোগ্যতা দুটিই রয়েছে ভারতীয় দলের। এখনও সিরিজে অনেক কিছু বাকি।
2/6

মহম্মদ কাইফ লিখেছেন, ভারতীয় দল দুটি ইনিংসে মাত্র ৮২ ওভারই টিকতে পেরেছে। ভুল থেকে শিক্ষা না নেওয়াটা দুঃখজনক। এই ম্যাচে প্রতিটি বিভাগেই হেরেছে ভারত। কোনও লড়াই না করে হার স্বীকার করাটা হতাশার।
Published at : 13 Aug 2018 03:56 PM (IST)
View More






















