Sarah Taylor: হ্যাঁ আমি সমকামী, অন্তঃসত্ত্বা বান্ধবীর ছবি নিয়ে বিতর্কের ঝড় দেখে ক্ষুব্ধ সারা
Cricket News: সম্প্রতি তাঁর সঙ্গিনীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনে সকলকে চমকে দিয়েছেন সারা।
লন্ডন: তাঁর সঙ্গিনী অন্তঃসত্ত্বা। আর সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন ইংল্যান্ডের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটার সারা টেলর (Sarah Taylor)। আর সেই ছবি নিয়ে উঠেছে বিতর্কের ঝড়। যা নিয়ে ক্ষুব্ধ প্রাক্তন ইংরেজ তারকা। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন।
সম্প্রতি তাঁর সঙ্গিনীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনে সকলকে চমকে দিয়েছেন সারা। মহিলা ক্রিকেটে অন্যতম সেরা এই ক্রিকেটার নিজেকে সমকামী বলায় চমকে উঠেছেন তাঁর ভক্তরা।
সম্প্রতি ইনস্টাগ্রামে সারা তাঁর সঙ্গিনী ডায়ানা মেইনের অন্তঃসত্ত্বার খবর পোস্ট করে জানান। একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘এই পথটা খুব সহজ ছিল না। সঙ্গিনীর পাশে থাকতে পেরে আমি খুব খুশি।’ সারা যে সমকামী তা জানতেন না তাঁর ভক্তরা। ঘটনা প্রকাশ্যে আসার পরেই চমকে ওঠেন সকলে। কটাক্ষের মুখে পড়তে হয় এই প্রাক্তন তারকা ক্রিকেটারকে। তারপরেই সমালোচকদের এক হাত নিয়ে কড়া জবাব দেন তিনি।
সমালোচকদের উদ্দেশে টেলর বলেছেন, ‘হ্যাঁ আমি সমকামী। সেটা বহুদিন ধরেই। তবে জানতাম না যে, সবাইকে এত প্রশ্নের উত্তর দিতে হবে। আমি আমার সঙ্গিনীর সঙ্গে সুখে আছি এবং ভালোবাসা উপভোগ করছি।’ তিনি আরও বলেন, ‘সব পরিবারই আলাদা চিন্তাভাবনা পোষণ করে। আমি আলাদা চিন্তাভাবনা নিয়ে বড় হয়েছি। যে জিনিসটা তোমাকে ভালো থাকার জন্য সাহায্য করে সেটাই করা উচিত বলে আমি মনে করি।’
তিন বছর আগে, মাত্র ৩১ বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানান ইংল্যান্ডের হয়ে তিনবার বিশ্বকাপ জেতা তারকা। ২০১৭ সালে মহিলা বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের সদস্য ছিলেন টেলর। সেই ম্যাচে ভারতকে ৯ রানে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। বিরাট কোহলির বড় ভক্ত এই মহিলা ক্রিকেটার তাঁর কেরিয়ারে করেছেন ৬৫৩৩ রান। ইংল্যান্ডের হয়ে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় দুই নম্বরে রয়েছেন সারা।
View this post on Instagram
মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে ২০১৬ সালের মার্চ মাসে টেলর ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতি নিয়েছিলেন। সামরিক বিরতি নিয়ে ২০১৭ বিশ্বকাপের জন্য তিনি আবার খেলা শুরু করেন। তারপর চিরতরে বিদায় জানান ক্রিকেটকে। তাঁর মানসিক স্বাস্থ্যের জন্য নির্ধারিত সময়ের আগেই কেরিয়ারে ইতি টানতে একপ্রকার বাধ্য হন টেলর। ক্রিকেট জীবন নিয়ে তিনি যেমন সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন ঠিক ততটাই সাহসী নিজের ব্যক্তিগত জীবনেও। এবার নিজেকে সমকামী বলে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন সারা।