Ind vs Pak: স্লেজিং করে ধোনির ধমক খেয়েছিলেন ইশান্ত, ফাঁস করলেন পাক তারকা ক্রিকেটার
Kamran Akmal: আকমল ২০১২ সালের একটি ভারত-পাকিস্তান ম্যাচের ঘটনার কথা তুলে ধরেছেন।
ইসলামাবাদ: ভারত-পাকিস্তান (Ind vs Pak) ক্রিকেটীয় দ্বৈরথ মানেই মাঠের মধ্যে উত্তেজনা আর রুদ্ধশ্বাস লড়াইয়ের চিত্রনাট্য।
বিশ্বের যে কোন প্রান্তেই খেলুক না ভারত ও পাকিস্তান এই ম্যাচে উত্তেজনা সব সময়ই থাকে। সেই ম্যাচে স্লেজিং হওয়াটা যেন খুব স্বাভাবিক বিষয়। তবে কিছু সময় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। এমন এক ঘটনাই ঘটেছিল ২০১২ সালে। ভারত বনাম পাকিস্তান ম্যাচ চলাকালীন। যেখানে ভারতীয় পেসার ইশান্ত শর্মা (Ishant Sharma) বিপক্ষের ক্রিকেটারকে গালি দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়। তবে এই কাজের জন্য নাকি তাঁকে পরবর্তীতে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) কাছে ধমকও খেতে হয়েছিল। আর এমন অজানা কাহিনি শুনিয়েছেন পাকিস্তানের প্রাক্তন তারকা কামরন আকমল (Kamran Akmal)।
একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে উইকিপার ব্যাটার কামরন আকমলকে প্রশ্ন করা হয়েছিল, ২০০৯ সালে তাঁর এবং গৌতম গম্ভীরের ঝামেলার বিষয়টি নিয়ে। কামরন জানান সে রকম কোন ঘটনাই ঘটেনি। গম্ভীর নিজের সঙ্গে নিজে কথা বলছিলেন। যাকে কামরন ভুল করে ভাবেন তাঁকে বলা হচ্ছে বলে। যেখান থেকেই জন্ম হয় ভুল বোঝাবুঝির। আর তার থেকেই জন্ম হয়েছিল ঝামেলার।
এরপর আকমল ২০১২ সালের একটি ঘটনার কথা তুলে ধরেন। তিনি বলেছেন, ‘ইশান্ত আমাকে কুকথা বলেছিল। তবে আমিও ওঁকে ছাড়িনি। পাল্টা ফিরিয়ে দিয়েছিলাম। এম এস ধোনি সেই সময়ে ভারতীয় দলের অধিনায়ক ছিল। ও অত্যন্ত ভালো মানুষ। ঘটনার সময়ে সুরেশ রায়নাও চলে আসে। ভারত ম্যাচটা হারছিল। ম্যাচ চলাকালীন উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময়েই ঘটে যায় এই ঘটনা। শোয়েব মালিক, মহম্মদ হাফিজ খুব ভালো খেলছিল। ভারত ম্যাচে ফেরার চেষ্টা করছিল। আর ওই সময়েই রেগে গিয়ে ইশান্ত শর্মা ওই ঘটনাটি ঘটায়।'