James Anderson: নিজের সময়ের কোন ইংল্যান্ড দল দল সেরা? উত্তরে ঐতিহাসিক অ্য়াশেজ জয়ের স্মরণে অ্য়ান্ডারসন
England Cricket: সেই সিরিজে ইংল্যান্ড শিবিরে ছিলেন স্টুয়ার্ট ব্রড, ক্রিস ট্রেমলেট, স্টিভেন ফিন, টিম ব্রেসনানের মত তারকা পেসারও। স্পিন জুটি হিসেবে খেলেছিলেন গ্রেম সোয়ান ও মন্টি পানেসর।

লন্ডন: তাঁর ও সচিন তেন্ডুলকরের নামেই ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের ট্রফির নামাঙ্করণ। টেস্ট ফর্ম্যাটে বিশ্বের সর্বাধিক উইকেট পাওয়া পেসার। ইংল্যান্ডের সর্বকালের সেরা পেসার হিসেবে তাঁকে গণ্য করা হয়। তিনি জেমস অ্য়ান্ডারসন। গত বছরই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এই মুহূর্তে বেন স্টোকসের দল মাঠে লড়লেও অ্য়ান্ডারসন ধারাভাষ্যকার হিসেবেই ব্যস্ত। সম্প্রতি এক সম্প্রচারকারী চ্যানেলে তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে তাঁর নিজের সময়ে খেলা কোনও ইংল্যান্ড দলকে সেরা বেছে নেবেন? উত্তরে ২০১১ সালের অ্য়াশেজ জয়ী ইংল্যান্ড দলের কথা বলেছেন তারকা প্রাক্তন পেসার। সেই সময় ইংল্যান্ড ক্রিকেট দল পারফরম্যান্সের ঊর্ধ্বে ছিল বলে মনে করেন অ্য়ান্ডারসন।
সেই অ্য়াশেজ সিরিজে অস্ট্রেলিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়ে দিয়েছিল ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার মাটিতে অ্য়াশেজে ১৯৮৬-৮৭ সালের পর এই প্রথম জয় ছিল ইংল্যান্ডের। এছাড়া টানা দ্বিতীয় অ্য়াশেজ সিরিজ জয় ছিল এটি ইংল্যান্ডের। অ্য়ান্ডারসন বলছেন, ''আমার মনে হয় সেই অ্য়াশেজে যে ইংল্যান্ড শিবির খেলেছিল, সেটিই সেরা ইংল্যান্ড দল ছিল যাদের সঙ্গে আমি খেলেছিলাম। আমরা প্রত্যেক প্লেয়ারই নিজেদের ফর্মের তুঙ্গে ছিলাম সে সময়। আমরা প্রত্যেকেই সে সময় ৬০ বা তার বেশি টেস্ট ম্য়াচ খেলে ফেলেছিলাম। অভিজ্ঞতা সবার মধ্যেই ছিল। এছাড়া সবচেয়ে বড় কথা ২৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে আমরা অ্য়াশেজ জিততে পেরেছিলাম। নিজেও সেই সিরিজে অবদান রাখতে পেরেছিলাম। তাই আমার কাছেও ওই সিরিজের মাহাত্ম্য বিরাট ছিল।''
অ্য়ান্ডারসন তো ছিলেনই। সেই সিরিজে ইংল্যান্ড শিবিরে ছিলেন স্টুয়ার্ট ব্রড, ক্রিস ট্রেমলেট, স্টিভেন ফিন, টিম ব্রেসনানের মত তারকা পেসারও। স্পিন জুটি হিসেবে খেলেছিলেন গ্রেম সোয়ান ও মন্টি পানেসর। এছাডা ব্যাটিং বিভাগে ছিলেন অধিনায়ক অ্য়ান্ড্রু স্ট্রস, অ্য়ালিস্টার কুক, কেভিন পিটারসন, ইয়ান বেল, জনাথন ট্রটের মত ব্যক্তিরা।
অ্য়ান্ডারসন বলছেন, ''আমরা প্রচুর রান করেছিলাম। অ্য়ালিস্টার কুক অনবদ্য ব্যাটিং করেছিল সেই সিরিজে। আমার মনে হয় সেই সিরিজে ওঁ ৭০০ বা তার বেশি রান করেছিল। বল হাতেও সাফল্য পেয়েছিলাম আমরা। সিরিজে অস্ট্রেলিয়াকে চাপে রাখতে পেরেছিলাম প্রত্যেক ম্য়াচেই।''
উল্লেথ্য, সেই সিরিজে অ্য়ান্ডারসন নিজে ২৪ উইকেট নিয়েছিলেন পাঁচ ম্য়াচে। তিনবার ইনিংসে চার উইকেট নিয়েছিলেন। অ্য়ালিস্টার কুকের ব্যাট থেকে এসেছিল ৭৬৬ রান। তিনটি সেঞ্চুরি ও দুটো অর্ধশতরান হাঁকিয়েছিলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক।






















