এক্সপ্লোর
Advertisement
ধোনিকে বলির পাঁঠা করা হচ্ছে, মত ভাইচুংয়ের
ভাইচুং আরও বলেছেন, আমার মনে হচ্ছে এবারের বিশ্বকাপ পুরোপুরি ‘দক্ষিণ এশিয়া কাপ’।
কলকাতা: মহেন্দ্র সিংহ ধোনির পাশে দাঁড়ালেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া। তিনি বলেছেন, ‘ধোনি দারুণ পারফরম্যান্স দেখাচ্ছে। কোনও একজনকে বলির পাঁঠা করতে হবে বলেই লোকজন ওর সমালোচনা করছে। কিন্তু এবারের বিশ্বকাপের দিকে যদি তাকানো যায়, তাহলে দেখা যাবে ধোনি খুব ভাল খেলছে।’
ভাইচুং আরও বলেছেন, ‘আমার মনে হচ্ছে এবারের বিশ্বকাপ পুরোপুরি ‘দক্ষিণ এশিয়া কাপ’। মনে হচ্ছে শুধু ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা খেলছে। আরও ১০ বছর পরে দেখা যাবে এশিয়ার দেশগুলির মধ্যে নেপাল, ভুটানও বিশ্বকাপের যোগ্যতা অর্জন করছে। ইউরোপ, আফ্রিকা থেকে শুধু একটি করে দল খেলছে। ওয়েস্ট ইন্ডিজ দলটিকে দেখে মনে হচ্ছে, ওরা কয়েক বছর পরে আর ক্রিকেট খেলবেই না। দক্ষিণ আফ্রিকার তরুণরাও ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছে। ওরা ফুটবল ও বাস্কেটবলের প্রতি আকৃষ্ট হচ্ছে। আমরা যদি আরও তিনটি দল পাঠাই, তাহলে সেই দলগুলিও সেমিফাইনালে পৌঁছে যাবে। ভারতের সহজেই বিশ্বকাপ জেতা উচিত।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement