Dhoni in T20 World Cup : টি ২০ বিশ্বকাপে ভারতীয় দল ঘোষণায় চমক, মেন্টর হিসেবে থাকছেন ধোনি
অর্থাৎ, অবসর গ্রহণের পর আবার মেন ইন ব্লু ব্রিগেডের ড্রেসিংরুমে দেখা যাবে ধোনিকে।
নয়াদিল্লি: টি২০ বিশ্বকাপের জন্য ঘোষিত হল ভারতীয় দল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)-র পক্ষ থেকে ১৫ জন ক্রিকেটারের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে। আর দল নির্বাচনে বড়়সড় চমক দিয়ে প্রাক্তন অধিনায়ককে টি ২০ বিশ্বকাপ অভিযানে দলের মেন্টর হিসেবে বেছে নেওয়া হয়েছে। অর্থাৎ, অবসর গ্রহণের পর আবার মেন ইন ব্লু ব্রিগেডের ড্রেসিংরুমে দেখা যাবে ধোনিকে।
ভারতের টি ২০ ও একদিনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে মেন্টর হিসেবে নিয়োগ প্রসঙ্গে বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, আমি এমএসের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি। যখন দুবাইতে ছিলাম, তখন তাঁর সঙ্গে কথা হয়েছে। তিনি টিম ইন্ডিয়ার মেন্টর হতে রাজি হয়েছেন। তবে তা শুধুমাত্র টি ২০ বিশ্বকাপের জন্যই। আমার অধিনায়ক, সহ অধিনায়ক ও কোচের সঙ্গে কথা হয়েছে। তাঁরা সবাই ধোনিকে মেন্টর হিসেবে নেওয়ার ব্যাপারে উৎসাহ দেখিয়েছেন।
মেন্টর হিসেবে ধোনির অন্তর্ভূক্তি ভারতীয় দলের মনোবল আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। টি ২০ ফরম্যাটে ধোনির অভিজ্ঞতা দলের অত্যন্ত সহায়ত হবে বলে মনে করা হচ্ছে। এমনিতেই কুশলী নেতা হিসেবে পরিচিত ধোনি। খেলোয়াড়দের উজ্জীবিত করতে এবং তাদের সেরাটা বের করে আনতে ধোনি অত্যন্ত সিদ্ধহস্ত। তাঁর প্রখর ক্রিকেট মস্তিষ্ক দলের রণকৌশল তৈরির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আর দলের খেলোয়াড়দের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত বলেই মনে করা হয়। বিরাট কোহলির হাতে অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়ার পরও মাঠে দল পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা যেত তাঁকে। অধিনায়ককেও বিভিন্ন পরামর্শ দিতেন তিনি। এতদিন মাঠে থেকে দলকে পরিচালনা করতে দেখা গিয়েছে। এবার নতুন ভূমিকায় মাহি নিজেকে কতটা মেলে ধরতে পারেন, সেটাই এখন দেখার।
উল্লেখ্য, প্রথম টি ২০ বিশ্বকাপে ধোনিই ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকায় ২০০৭-এর বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল।
ভারতের টি ২০ বিশ্বকাপ স্কোয়াডে যুজবেন্দ্র চাহাল বা কুলদীপ যাদব, কেউই সুযোগ পাননি দলে। বদলে রবিচন্দ্রন অশ্বিন, রাহুল চাহার দলে জায়গা পেয়েছেন। অশ্বিন প্রায় চারবছর পর সাদা বলের ক্রিকেটে ভারতীয় স্কোয়াডে ডাক পেলেন। এদিকে, ব্যাটে ভরসা জোগানোর সুবাদে সূর্যকুমার যাদব ও ইশান কিশান দলে জায়গা পেলেন।
একঝলকে টি-২০ বিশ্বকাপের ভারতীয় দল-
বিরাট কোহলি (অধিনায়ক)
রোহিত শর্মা (সহ-অধিনায়ক)
কেএল রাহুল
সূর্যকুমার যাদব
ঋষভ পন্থ (উইকেটকিপার)
ইশান কিষান (উইকেটকিপার)
হার্দিক পাণ্ড্য
রবীন্দ্র জাদেজা
রাহুল চাহার
রবিচন্দ্রন অশ্বিন
অক্ষর প্যাটেল
বরুণ চক্রবর্তী
জসপ্রীত বুমরাহ
ভুবনেশ্বর কুমার
মহম্মদ সামি
স্ট্যান্ড বাই- শ্রেয়স আইয়ার, শার্দুল ঠাকুর ও দীপক চাহার।