Denesh Ramdin Retirement: হালে সুযোগ পেতেন না দলে, অবসরই ঘোষণা করে ফেললেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক
Denesh Ramdin: ওয়েস্ট ইন্ডিজের হয়ে কিপার-ব্যাটার রামদিন ২০১২ এবং ২০১৬, টি-টোয়েন্টি বিশ্বজয়ী দলের সদস্য ছিলেন। উইন্ডিজ জার্সিতে ৭৪টি টেস্ট, ১৩৯টি ওয়ান ডে এবং ৭১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।
ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো: ওয়েস্ট ইন্ডিজের (West Indies Cricket Team) হয়ে প্রায় দেড় দশক খেলেছেন। জিতেছেন দুই, দুইটি বিশ্বকাপই। সেই তারকা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার দীনেশ রামদিন (Denesh Ramdin) বিদায় জানীলেন আন্তর্জাতিক ক্রিকেটকে। সোমবারই (১৮ জুলাই) আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসরের কথা ঘোষণা করেন রামদিন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে কিপার-ব্যাটার রামদিন ২০১২ এবং ২০১৬, টি-টোয়েন্টি বিশ্বজয়ী (ICC T20 World Cup) দলের সদস্য ছিলেন। উইন্ডিজ জার্সিতে ৭৪টি টেস্ট, ১৩৯টি ওয়ান ডে এবং ৭১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তবে ২০১৯ সালের ডিসেম্বরের পর থেকে আর ও য়েস্ট ইন্ডিজের হয়ে সুযোগ পাননি রামদিন। সত্যি বলতে ২০১৬ সালের পর থেকে জাতীয় দলে তার জায়গা নড়বড়ে হয়ে গিয়েছিল। ২০১৬ সালেই শেষ টেস্ট এবং ওয়ান ডেতে ওয়েস্ট ইন্ডিজ জার্সিতে দেখা গিয়েছিল তাকে। এবার অবশেষে অবসরই নিয়ে নিলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় অবসর ঘোষণা
নিজের সোশ্যাল মিডিয়ায় অবসরের কথা ঘোষণা করে রামদিন জানান, 'আমি আজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসরের কথা ঘোষণা করছি। গত ১৪ বছর ধরে আমি ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার নিজের স্বপ্ন পূরণ করেছি। আমার কেরিয়ার আমাকে বিশ্বের বিভিন্ন প্রান্তে বন্ধু বানানোর. বিভিন্ন সংস্কৃতির সঙ্গে মেশার, বিশ্বের বিভিন্ন দেশ ঘোরার সুযোগ করে দিয়েছে।'
View this post on Instagram
ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলবেন রামদিন
অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানালেও, ফ্রাঞ্চাইজ ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন রামদিন। অতীতে সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্স, গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের মতো দলের হেয়ে খেললেও, এবার তাকে কোনও ফ্রাঞ্চাইজি দলে নেয়নি। এমন অবস্থায় তাকে আবার কবে শীর্ষস্তরের ক্রিকেট খেলতে দেখা যাবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
আরও পড়ুন: আচমকাই অবসর, ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানালেন বেন স্টোকস