এক্সপ্লোর
Advertisement
বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স
সেন্টপিটার্সবার্গ: বেলজিয়ামকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠল ফ্রান্স। ১-০ গোলে ম্যাচ জিতে ২০০৬ এর পর ফের ফাইনালে জায়গা করে নিল ফরাসিরা। খেলার ৫১ মিনিটে ফ্রান্সের হয়ে জয়সূচক গোল স্যামুয়েল উমতিতির।
বেলজিয়াম গোলরক্ষক থিবো কুর্তোয়াঁ ম্যাচে অনেক কঠিন শট আটকালেন।শুধুমাত্র একবার ... একবার তাঁকে হার মানতে হল। আঁতোয়া গ্রিজম্যানের ৫১ মিনিটের কর্ণার । ফেলাইনিকে টপকে দুরন্ত হেডে বল জালে রাখলেন স্যামুয়েল উমতিতি।
প্রথমার্ধে খেলার ফলাফল গোলশূন্য ছিল দুই দলের গোলরক্ষকদের দক্ষতায়। টবি অল্ডারউইরেল্ডের শট অবিশ্বাস্য ক্ষিপ্রতায় বাঁচান এই বিশ্বকাপে ফ্লাইং ফ্রেঞ্চম্যান নামে পরিচিত হওয়া ফরাসি গোলরক্ষক হুগো লরিস।
প্রথমার্ধের একেবারে শেষদিকে গোলের মুখ ছোট করে দিয়ে পাভার্ডকে গোল করতে দেননি থিবো কুর্তোয়াঁ।
ফ্রান্সের হয়ে ম্যাচে নজরকাড়া ফুটবল খেললেন পল পোগবা। বারবার বেলজিয়ামের আক্রমণের মুখে দলকে নির্ভরতা জুগিয়ে গেলেন ফরাসি ফুটবলার।
বেলজিয়ামও সুযোগ পেয়েছিল। কিন্তু দিনটা এদিন লুকাকু, হ্যাজার্ডদের জন্য ছিল না ।
ম্যাচের শেষে বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজও একই কথা বলে গেলেন । দুই দলই খেলল সমানে -সমানে ।
কিন্তু দিনটা ফ্রান্সের নামে লেখা রইল ওই একটা গোলেই। স্যামুয়েল উমতিতিও তাই ম্যাচের সেরা হলেন ৫১ মিনিটে করা গোলটার জন্যই।
১৯৯৮ ও ২০০৬ এর পর এই নিয়ে তৃতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠল ফ্রান্স। তাদের সামনে এবার ইংল্যান্ড অথবা ক্রোয়েশিয়া।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement