এক্সপ্লোর
Advertisement
ওয়ান্ডারার্সের পিচ নিয়ে অসন্তোষ সৌরভের, ১৮৭ লড়াইয়ের মতো স্কোর, বললেন পূজারা
নয়াদিল্লি ও জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিন ভারতের ইনিংস ১৮৭ রানে শেষ হয়ে গিয়েছে। ওয়ান্ডারার্সের এই পিচে ১৮৭ রান লড়াইয়ের মতো স্কোর বলে মনে করছেন ভারতীয় দলের ওপেনার চেতেশ্বর পূজারা। প্রথম ইনিংসে পূজারা সংযমী ইনিংস খেলে হাফসেঞ্চুরি করেছেন। দিনের শেষে তিনি বলেছেন, এটা অন্যতম কঠিন একটা উইকেট। এ ধরনের উইকেটে রান পাওয়াটা খুবই তৃপ্তিদায়ক।
পূজারা বলেছেন, এই পিচে ১৮৭ রান মোটেই খারাপ স্কোর নয়। এটা সাধারণ পিচে ৩০০ রানের মতো। আমি যেসব পিচে ব্যাটিং করেছি, তার মধ্যে এটা অন্যতম কঠিন পিচ। কেপটাউনে প্রথম টেস্টে যে রকম উইকেট ছিল এটা তার থেকেও কঠিন।
এই পিচে দল যেভাবে ব্যাটিং করেছে তাতে সন্তুষ্ট পূজারা। তিনি বলেছেন, আমরা ভালো ব্যাটিং করেছি। স্কোরবোর্ডে যথেষ্ট রান রয়েছে। এবং ওদেরকে অল আউট করার ক্ষমতা আমাদের রয়েছে। পিচে যথেষ্ট ডেভিয়েশন রয়েছে। পিচ একটু স্লো হলেও যথেষ্ট বাউন্স রয়েছে। সেই সঙ্গে রয়েছে ল্যাটারাল মুভমেন্টও। পিচে ফাটল রয়েছে। যার ফলে বল কখনও কখনও ঘুরে যাচ্ছে।
দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ১ উইকেট হারিয়ে ৬ রান করে।
পূজারা বলেছেন, দিনের শেষে যেটুকু সময় পাওয়া গিয়েছে, তাতে আমাদের বোলারা দারুণ লেংথ রেখে বল করেছে। এই উইকেটে টিকে থাকা খুব কঠিন।
এদিকে, ওয়ান্ডারার্সের এই পিচ প্রথম দিনেই যেভাবে খামখেয়ালি আচরণ করেছে তাতে অসন্তুষ্ট ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, এটা ব্যাটসম্যানদের প্রতি একেবারেই অবিচার। এ ক্ষেত্রে আইসিসি-র হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।
সৌরভের ট্যুইট, এ ধরনের পিচে ক্রিকেট একেবারেই অনায্য...২০০৩-এ নিউজিল্যান্ডেও এমনটা দেখেছি.. ব্যাটসম্যানদের কোনও সুযোগই থাকে না..আইসিসি-র বিষয়টি দেখা উচিত।
@vikrantgupta73 @imVkohli @BCCI @ICC ..To play test cricket on this surface is unfair ...saw it in NZ in 2003 ...batsman have minimum chance ..icc should look into it
— Sourav Ganguly (@SGanguly99) January 24, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
ক্রিকেট
Advertisement