এক্সপ্লোর
Advertisement
‘অষ্টমী কঞ্জক’ উপলক্ষ্যে দুই মেয়ের পা ধুইয়ে গম্ভীর স্ত্রী নাতাশাকে বললেন, ‘এই পরিষেবার বিল কাকে পাঠাব?’
দশেরা উত্সবে নিজের ট্যুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। ‘অষ্টমী কঞ্জক’ উপলক্ষ্যে দুই মেয়ের পা ধুইয়ে আশীর্বাদ নিলেন তিনি।
নয়াদিল্লি: দশেরা উত্সবে নিজের ট্যুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। ‘অষ্টমী কঞ্জক’ উপলক্ষ্যে প্রচলিত রীতি অনুসারে দুই মেয়ের পা ধুইয়ে আশীর্বাদ নিলেন তিনি। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গম্ভীর।মজার ছলে স্ত্রী নাতাশা গম্ভীরের কাছে জানতে চাইলেন, মেয়েদের পায়ের যত্ন নেওয়ার এই পরিবেষার বিল কাকে পাঠাব?
ছবির ক্যাপশনে গম্ভীর মজাদার ভঙ্গিতে লিখেছেন, 'দুই মেয়ের বাবা হিসেবে পেডিকিওর করতে অনেকটাই দক্ষ হয়ে উঠেছি...অষ্টমী কঞ্জক-এর দিন তাদের আশীর্বাদ চেয়ে নিয়েছি!! নাতাশা গম্ভীর আমার এই পরিষেবার বিল কাকে পাঠাব?'
উল্লেখ্য, পাকিস্তানের পেসার মহম্মদ ইরফান দাবি করেছেন যে, ২০১২-তে তিনি গম্ভীরের সাদা বলের ক্রিকেটের কেরিয়ার শেষ করে দিয়েছিলেন। একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে কথা বলতে গিয়ে এই পাক বোলারের দাবি, তাঁর জন্যই গম্ভীরের কেরিয়ার শেষ হয়ে গিয়েছিল। তারপর গম্ভীর আর দলে ফিরতে পারেননি। মহম্মদ ইরফান আরও বলেছেন, তাঁর ফুল লেংথ ডেলিভারি সামলাতে পারছিলেন না গম্ভীর। তাঁর শর্টার বলে গম্ভীরের পুল শটও কাজ করছিল না বলেও মহম্মদ ইরফানের দাবি।As a dad of two young girls, I am gradually mastering my pedicure skills...besides seeking blessings on Ashtami Kanjak!!! @natashagambhir2 where should I send the bill for my services?????????????????????????♂️ pic.twitter.com/tjtP7yWBl6
— Gautam Gambhir (@GautamGambhir) October 8, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement