এক্সপ্লোর
ভাইরাল! গম্ভীর জন্মদিনে স্ত্রী কন্যার সঙ্গে এই ছবি টুইট করে লেখেন একটি লেডিস কামরায় আমি একা পুরুষ যাত্রী

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরের হাস্যকৌতুক রস যে অসাধারণ সেকথা বলাই বাহুল্য। শনিবারই ৩৬-এ পা দিয়েছেন গম্ভীর। সেদিন তিনি তাঁর স্ত্রী ও দুই কন্যার সঙ্গে একটি ছবি টুইটারে পোস্ট করেন। সঙ্গে ক্যাপশনে লেখেন, লিডিং লেডিস এবং গতরাতের জন্মদিনের কেক। তবে আমার হাসি মুখ দেখে ভাববেন না আমি হাসছি। আসলে আমার মনে হচ্ছে আমি কোনও ট্রেনের লেডিস কামরায় উঠে পড়েছি। সেখানে আমি একাকী একজন পুরুষ যাত্রী।
আর এই মজার ক্যাপশনে এরমধ্যেই ১৩ হাজারের বেশি লাইক পড়ে গিয়েছে। এদিকে সেদিনই সকালে দিল্লির রঞ্জি দলও গম্ভীরের জন্যে একটি কেক আনে। সেই কেক কাটার পর গম্ভীর লেখেন, এখন আমাকে মোমবাতি নেভাতে বেশি সময় নিতে হয়, কেক কাটার চেয়ে।Leading ladies & my last night's b'day cake...Don't go by my smile, I felt like a male passenger who just boarded a ladies compartment!!! pic.twitter.com/IrgT6ZjpXC
— Gautam Gambhir (@GautamGambhir) October 15, 2017
Now I spend more on candles rather than on a birthday cake. Thanks Delhi Ranji Trophy team for making it special for me. pic.twitter.com/VumlIIWSu6 — Gautam Gambhir (@GautamGambhir) October 14, 2017গৌতমের নয়া নাম এবার দিতেই পারেন টুইটারাইটরা....মিস্টার ফানিবোন
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















