এক্সপ্লোর
Advertisement
গেইল, কোহলি, এবি ঝড়ে হার কেকেআর-এর
কলকাতা: ক্রিস গেইল, বিরাট কোহলি এবং এবি ডিভিলিয়ার্স। এই তিন ব্যাটসম্যান যেদিন ছন্দে থাকেন, সেদিন বিপক্ষের যে কোনও স্কোরকেই কম মনে হয়। সোমবার ইডেনে সেটাই হল। কলকাতা নাইট রাইডার্সের দুর্ভাগ্য, এই তিন ব্যাটসম্যানই এদিন ফর্মে ছিলেন। তাই প্রথমে ব্যাট করে ১৮৩ রান করেও হারতে হল গৌতম গম্ভীরের দলকে।
এদিন টসে জিতে প্রথমে কলকাতাকে ব্যাট করতে পাঠান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক কোহলি। শুরুতেই রবীন উথাপ্পা (২) ফিরে গেলেও অধিনায়ক গম্ভীর (৫১) এবং মণীশ পাণ্ডের (৫০) অর্ধশতরান কলকাতাকে ভাল জায়গায় পৌঁছে দেয়। শেষদিকে আন্দ্রে রাসেল ১৯ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
গেইল এবারের আইপিএল-এর শুরু থেকেই ফর্মে নেই। কিন্তু কলকাতাকে সামনে পেলেই তিনি বদলে যান। এদিনও সেটাই হল। ৩১ বলে ৪৯ করে স্বদেশীয় সুনীল নারিনের বলে এলবিডব্লু হওয়ার আগে গম্ভীরের দলের মনোবল ভেঙে দেন ক্যারিবিয়ান দৈত্য।
গেইল ফিরে যাওয়ার পরে কোহলি (অপরাজিত ৭৫) ও ডিভিলিয়ার্স (অপরাজিত ৫৯) স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ব্যাট করে আট বল বাকি থাকতেই দলকে জয় এনে দেন। কলকাতার কোনও বোলারই এদিন কোহলিদের চাপে ফেলতে পারেননি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
আন্তর্জাতিক
Advertisement