এক্সপ্লোর

Top Sports News Today: কাল নামছেন বিরাটরা, পিছোতে পারে প্রোটিয়া সফর, এক ঝলকে আজকের খেলার খবরগুলো

Top Sports News Today: অন্যদিকে ওমিক্রন আতঙ্কে আসন্ন প্রোটিয়া সফর পিছিয়ে যেতে পারে। কানপুর (kanpur) টেস্টে শতরানের সুবাদে আইসিসি (icc) টেস্ট ক্রমতালিকায় প্রথম একশোয় ঢুকে পড়লেন শ্রেয়স (shreyash)।

মুম্বই: কাল শুরু ভারত-নিউজিল্য়ান্ড দ্বিতীয় টেস্ট। ভারতীয় একাদশে ফিরছেন বিরাট (virat kohli) কোহলি। ওপেনে নামতে পারেন পূজারা-গিল জুটি। উইকেটের পেছনে দেখা যেতে পারে ফিট ঋদ্ধিমান সাহাকে। অন্যদিকে ওমিক্রন আতঙ্কে আসন্ন প্রোটিয়া সফর পিছিয়ে যেতে পারে। কানপুর (kanpur) টেস্টে শতরানের সুবাদে আইসিসি (icc) টেস্ট ক্রমতালিকায় প্রথম একশোয় ঢুকে পড়লেন শ্রেয়স (shreyash)। একনজরে দেখে নেওয়া যাক আজকের সেরা খেলার খবরগুলোর দিকে ---

কার বদলে দলে ঢুকবেন বিরাট?

কাল থেকে শুরু ভারত-নিউজিল্য়ান্ড (ind vs nz) দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে অল্পের জন্য জয় হাতছাড়া হয়েছে ভারতীয় দলের। ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে টিম ইন্ডিয়াকে (india cricket team)। এই পরিস্থিতিতে দ্বিতীয় ম্যাচে যে দল জিতবে তারাই সিরিজে চ্যাম্পিয়ন হবে। প্রথম টেস্টে ব্যাটে রান পাননি অজিঙ্ক রাহানে। রান পাননি চেতেশ্বর পূজারাও। এই ২ অভিজ্ঞ ব্যাটার দীর্ঘদিন ধরেই অফফর্মে। রাহানে শেষবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। পূজারার তো গত ২ বছরের ওপরে কোনও সেঞ্চুরিও নেই। এই পরিস্থিতিতে তাঁদের ২ জনকেই বলির পাঁঠা করা হবে, এমনটাই মনে করা হচ্ছিল। কিন্তু সূত্র মারফৎ শোনা যাচ্ছে যে রাহানে নয়, দ্বিতীয় টেস্টে বিরাট দলে ঢুকতে পারেন ময়ঙ্ক অগ্রবালের পরিবর্ত হিসেবে। 

 

হ্যাডলিকে টপকানোর হাতছানি অশ্বিনের

মুম্বই টেস্টে আর ৮ উইকেট পেলে আরও একটি মাইলস্টোন গড়বেন অশ্বিন। এক্ষেত্রে তিনি রিচার্ড হ্যাডলিকে টপকে যেতে পারবেন। ভারত-নিউজিল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজে সর্বাধিক উইকেটের মালিক এই মুহূর্তে প্রাক্তন কিউয়ি পেসার। তিনি ১৪ টেস্টে ৬৫ উইকেট নিয়েছেন। অশ্বিনের ঝুলিতে রয়েছে ৫৭ উইকেট। আর মাত্র ৮ উইকেট পেলেই ঘরের মাঠে তিনশো উইকেটের মালিক হবেন অশ্বিন। সেক্ষেত্রে তিনি ছুয়ে ফেলবেন অনিল কুম্বলেকে। তিনিও ঘরের মাঠে তিনশোর বেশি উইকেটের মালিক। তাঁর ঝুলিতে রয়েছে ঘরের মাঠে ৩৫০ উইকেট। 

 

বাংলা স্কোয়াডে অনুষ্টুপ, নেতৃত্বে সুদীপ

মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে ব্রাত্য ছিলেন। ভাল পারফরম্যান্স করেও 'বিশ্রামের' অজুহাতে তাঁকে ছেঁটে ফেলেছিল। বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) এবার অনুষ্টুপ (anustup) মজুমদারের ওপরই ভরসা করল বাংলার নির্বাচক কমিটি। আসন্ন বিজয় হাজারে ট্রফির জন্য বাংলা স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সেখানে অনুষ্টুপকে ফিরিয়ে আনা হল। দলের নেতৃত্বে রয়েছেন সুদীপ (sudip) চট্টোপাধ্যায়ই। মুস্তাক আলিতেও সুদীপই অধিনায়কত্ব সামলেছিলেন। ২০ সদস্যের দল ঘোষণা করা হল বাংলার। মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে যে স্কোয়াড ছিল, সেই স্কোয়াডই মোটামুটি ধরে রাখা হয়েছে। কানপুর টেস্টে চোট পাওয়া ঋদ্ধিমান সাহাকে ছাড়াই স্কোয়াড করা হয়েছে। 

 

ফিট ঋদ্ধি, বার্তা বিরাটের

তবে দ্বিতীয় টেস্টের আগে ভারত অধিনায়ক বিরাট কোহলি জানিয়ে দিলেন যে ঋদ্ধিমান সাহা পুরোপুরি ফিট। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে তিনি বলেন, ''ঋদ্ধিমান সাহা ঘাড়ের যন্ত্রণা কাটিয়ে উঠেছে। ও পুরো ফিট রয়েছে এখন। আমরা টিম কম্বিনেশ বেছে নেব আবহাওয়া ও পিচ দেখেই।'' অর্থাৎ কোহলির কথাতেই পরিষ্কার যে ঋদ্ধিই যে দ্বিতীয় টেস্টে প্রথম পছন্দ হতে চলেছে। বিরাটের বক্তব্য আরও জোরালো করে নিজের সোশ্যাল মিডিয়া কু-তে নিজেও ঋদ্ধি পোস্ট করেছেন যে তিনি পুরোপুরি ফিট, সামনে দিকে লক্ষ্য রাখছেন তিনি। 

 

ওয়ান ডে নেতৃত্বে কোহলি জমানা শেষ?

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই এই ফর্ম্যাটে জাতীয় দলের নেতৃত্ব ছেড়েছেন বিরাট কোহলি (virat kohli)। এখনও টেস্ট ও ওয়ান ডে দলের নেতৃত্বে রয়েছেন তিনি। তবে এবার কি ওয়ান ডে (one day) ফর্ম্যাটেও জাতীয় দলের নেতৃত্ব হারাতে পারেন কোহলি? এই সপ্তাহেই হয়ত তা নিশ্চিত হয়ে যাবে। আসন্ন দক্ষিণ আফ্রিকা (south africa) সফরের জন্য দল নির্বাচন করতে চলেছেন চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচন কমিটি। সেখানেই হয়ত ক্যাপ্টেন বিরাটের ভবিষ্যৎ নির্ধারণ হতে চলেছে। 

 

পিছোতে পারে প্রোটিয়া সফর

ওমিক্রন আতঙ্কে এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকা (south africa) সফরের জন্য দল নির্বাচন স্থগিত রেখেছে বিসিসিআই (bcci)। ওমিক্রন সংক্রমণের প্রভাব এবার ২২ গজে? এক সপ্তাহ পিছোতে পারে ভারতীয় (india cricket) ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর। ১৭ ডিসেম্বর থেকে এই সফর শুরু হওয়ার কথা। সফরে তিন টেস্ট, তিনটি ওয়ান ডে খেলবে ভারতীয় দল। চারটি টি টোয়েন্টিও খেলার কথা রোহিতদের। ভারতেও (India) এবার করোনার নতুন প্রজাতি ওমিক্রন-হানা (Omicron)। কর্ণাটকে ২জনের শরীরে ওমিক্রনের ভাইরাস (Virus)। এই মুহূর্তে ২৯টি দেশে ৩৭৩জন ওমিক্রন-সংক্রমিত। কর্ণাটকের (Karntaka) ওমিক্রন আক্রান্ত ২জনের একজনের বয়স ৬৬। আরেকজনের বয়স ৪৬। 

 

নাইট সমর্থকদের আবেগঘন বার্তা নারাইনের

১২ কোটি টাকার চু্ক্তি থেকে কমে এখন মাত্র ৬ কোটি টাকার চুক্তিতে ফের কলকাতা নাইট রাইডার্সেই থাকতে রাজি হয়েছেন নারাইন। সেই প্রসঙ্গে তিনি বলেন, ''অন্য কোনও দলে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমি আমার কেরিয়ারের বেশিরভাগ সময় এখানেই কাটিয়ে দিয়েছি। এটাই আমার দ্বিতীয় বাড়ির মতো। তাই বাকি কেরিয়ারটাও এখানেই খেলতে চাই।''

 

টেস্ট ক্রমতালিকায় একশোয় শ্রেয়স

কানপুর টেস্টে (TEST) প্রথম ইনিংসে শতরান হাঁকিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান হাঁকিয়েছিলেন। যার পুরস্কার পেয়ে গেলেন শ্রেয়স আইয়ার। আইসিসি (ICC) টেস্ট ক্রমতালিকায় প্রথম একশোয় ঢুকে পড়লেন মুম্বইয়ের এই তরুণ ব্যাটার। তালিকায় প্রথম দশে নিজেদের জায়গা ধরে রাখলেন বিরাট (VIRAT KOHLI) কোহলি ও রোহিত শর্মা (ROHIT SHARMA)। তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন হিটম্যান। ষষ্ঠ স্থানে রয়েছেন বিরাট। 

 

কাল লাল হলুদের সামনে চেন্নাইয়ান এফসি

এক তিন, ছয়। এটা হল চলতি আইএসএল-এ এসসি ইস্টবেঙ্গলের প্রথম তিন ম্যাচে পর্যায়ক্রমে গোল হজম করার হিসেব। প্রথম ম্যাচে জামশেদপুরের সঙ্গে ১-১ ড্র করার পর দ্বিতীয় ম্যাচে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ০-৩ হার এবং তৃতীয় ম্যাচে ওড়িশা এফসি-র বিরুদ্ধে ৪-৬ হার। তিন ম্যাচে ১০ গোল খেয়ে ৫ গোল করেছেন ড্যানিয়েল চিমা চুকু, ড্যারেন সিডলরা। দলের অবস্থা ছন্নছাড়া। কোচ হোসে ম্যানুয়েল দিয়াজ সরাসরি জানিয়ে দিয়েছেন, তাঁর দলের আইএসএল-এ একটিও ম্যাচ জেতার ক্ষমতা নেই। তিনি রক্ষণ, মাঝমাঠ না আক্রমণ, কোন বিভাগে জোর দেবেন, সেটাই ঠিক করতে পারছেন না। এই পরিস্থিতিতে শুক্রবার চেন্নাইয়ান এফসি-র মুখোমুখি হতে চলেছে লাল-হলুদ ব্রিগেড। সমর্থকরা ধরেই নিয়েছেন, এই ম্যাচেও হারবে দল। অনেক ইস্টবেঙ্গল সমর্থক বলছেন, তাঁরা আর এই দলের খেলা দেখবেন না। ফুটবলাররাও জোর দিয়ে বলতে পারছেন না, তাঁরা সমর্থকদের মুখে হাসি ফোটাবেন। ফলে চূড়ান্ত ডামাডোলে শতাব্দীপ্রাচীন দল।

আরও পড়ুন: চুক্তির অঙ্ক কমিয়েও কেন কেকেআরে? আবেগঘন বার্তায় মন জিতলেন নারাইন

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Live: ক্যানিং থেকে গ্রেফতার তেহরিক উল মুজাহিদিনের সদস্য জাভেদ আহমেদ মুন্সি
ক্যানিং থেকে গ্রেফতার তেহরিক উল মুজাহিদিনের সদস্য জাভেদ আহমেদ মুন্সি
Rohit Sharma: নেটে চোট রোহিতের, চতুর্থ টেস্টের আগেই ভারতীয় শিবিরে বিরাট ধাক্কা
নেটে চোট রোহিতের, চতুর্থ টেস্টের আগেই ভারতীয় শিবিরে বিরাট ধাক্কা
LIC Policy Surrender: মেয়াদপূরণের আগে LIC পলিসি সারেন্ডার করছেন, এই আর্থিক ক্ষতি হবে !
মেয়াদপূরণের আগে LIC পলিসি সারেন্ডার করছেন, এই আর্থিক ক্ষতি হবে !
West Bengal News Live Updates: ভারতের সঙ্গে হওয়া একাধিক চুক্তি বাতিলের দাবি বাংলাদেশের অধ্য়াপক ও অর্থনীতিবিদ আনু মহম্মদের
ভারতের সঙ্গে হওয়া একাধিক চুক্তি বাতিলের দাবি বাংলাদেশের অধ্য়াপক ও অর্থনীতিবিদ আনু মহম্মদের
Advertisement
ABP Premium

ভিডিও

Tiger Fear Update:  জেলা সফরে যমুনা, ঝাড়গ্রাম ঘুরে এবার পুরুলিয়ায় চলে গেল বাঘিনী যমুনা | ABP Ananda LIVEBangladesh News : ভারতীয় পরিচয় পত্র বানিয়ে নাশকতার ঘুঁটি সাজাচ্ছিল আনসারুল্লা বাংলার জঙ্গি!Bangladesh News : ফের করাচি থেকে চট্টগ্রামে এল জাহাজ। কোনও তল্লাশি না করার নির্দেশ ইউনূসেরBangladesh News : জঙ্গি অনুপ্রবেশ নিয়ে ফের কেন্দ্রীয় সরকারকেই দায়ী করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Live: ক্যানিং থেকে গ্রেফতার তেহরিক উল মুজাহিদিনের সদস্য জাভেদ আহমেদ মুন্সি
ক্যানিং থেকে গ্রেফতার তেহরিক উল মুজাহিদিনের সদস্য জাভেদ আহমেদ মুন্সি
Rohit Sharma: নেটে চোট রোহিতের, চতুর্থ টেস্টের আগেই ভারতীয় শিবিরে বিরাট ধাক্কা
নেটে চোট রোহিতের, চতুর্থ টেস্টের আগেই ভারতীয় শিবিরে বিরাট ধাক্কা
LIC Policy Surrender: মেয়াদপূরণের আগে LIC পলিসি সারেন্ডার করছেন, এই আর্থিক ক্ষতি হবে !
মেয়াদপূরণের আগে LIC পলিসি সারেন্ডার করছেন, এই আর্থিক ক্ষতি হবে !
West Bengal News Live Updates: ভারতের সঙ্গে হওয়া একাধিক চুক্তি বাতিলের দাবি বাংলাদেশের অধ্য়াপক ও অর্থনীতিবিদ আনু মহম্মদের
ভারতের সঙ্গে হওয়া একাধিক চুক্তি বাতিলের দাবি বাংলাদেশের অধ্য়াপক ও অর্থনীতিবিদ আনু মহম্মদের
Bangladesh Mayanmar Border: বাংলাদেশের সীমান্তবর্তী মায়ানমারের রাখাইনে সামরিক হেড কোয়র্টারই কব্জায় বিদ্রোহী সেনার ? আরও চাপে ইউনূস প্রশাসন ?
বাংলাদেশের সীমান্তবর্তী মায়ানমারের রাখাইনে সামরিক হেড কোয়র্টারই কব্জায় বিদ্রোহী সেনার ? আরও চাপে ইউনূস প্রশাসন ?
Durgapur News: পুলিশের তাড়া, নিয়ন্ত্রণ হারাল ওভারলোডেড ট্রাক্টর, রাস্তার পাশেই বাইকে পরিবারের ৩ সদস্য; যা ঘটল দুর্গাপুরে
পুলিশের তাড়া, নিয়ন্ত্রণ হারাল ওভারলোডেড ট্রাক্টর, রাস্তার পাশেই বাইকে পরিবারের ৩ সদস্য; যা ঘটল দুর্গাপুরে
Virat Kohli restaurant: নিয়মবিধি লঙ্ঘনের অভিযোগ, বিরাট কোহলির রেস্তোরাঁকে পাঠানো হল নোটিস
নিয়মবিধি লঙ্ঘনের অভিযোগ, বিরাট কোহলির রেস্তোরাঁকে পাঠানো হল নোটিস
Asit Majumdar: জনসংযোগে বেরিয়ে নর্দমায় পড়ে গেলেন TMC MLA! পায়ে ধরল চিড়
জনসংযোগে বেরিয়ে নর্দমায় পড়ে গেলেন TMC MLA! পায়ে ধরল চিড়
Embed widget