Glenn Maxwell: টি-টোয়েন্টি আন্তর্জাতিকে পঞ্চম সেঞ্চুরি, রোহিতকে ছুঁলেন ম্যাক্সওয়েল
Glenn Maxwell Record: জবাবে ব্যাটিং করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেট হারিয়ে ২০৭ রান বোর্ডে তুলতে পারে। ম্য়াচের সেরা নির্বাচিত হয়েছেন ম্য়াক্সওয়েল।
অ্যাডিলেড: টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের পঞ্চম শতরান হাঁকালেন গ্লেন ম্য়াক্সওয়েল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অ্যাডিলেড ওভালে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচে ২০ রানের ইনিংস খেললেন অজি অলরাউন্ডার। ম্য়াচেও ৩৪ রানে জয় ছিনিয়ে নিল অজি বাহিনী। এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে ম্য়াক্সওয়েলের শতরানের সৌজন্যে ৪ উইকেট হারিয়ে ২৪১ রান বোর্ডে তুলে নেয় অস্ট্রেলিয়া। জবাবে ব্যাটিং করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেট হারিয়ে ২০৭ রান বোর্ডে তুলতে পারে। ম্য়াচের সেরা নির্বাচিত হয়েছেন ম্য়াক্সওয়েল।
ম্য়াচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩ উইকেট হারিয়ে একটা সময়ে ৬৪ রান বোর্ডে তুলেছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে ম্য়াক্সওয়েল খেলার হাল ধরেন। নিজের ইনিংসে ৮টি ছক্কা ও ১২টি বাউন্ডারি হাঁকান ৩৫ বছরের এই তারকা অলরাউন্ডার। মার্কাস স্টোইনিসের সঙ্গে ৮২ রানের পার্টনারশিপ যোগ করেন ম্য়াক্সওয়েল। স্টোইনিস ১৬ রানের ইনিংস খেলেন। টিম ডেভিড ১৪ বলে ৩১ রানের ইনিংস খেলেন। ম্য়াক্সওয়েল ও ডেভিড মিলে মোট ৯৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। অস্ট্রেলিয়ার রানও ২৪১-এ পৌঁছে দেন।
১০২ টি-টোয়েন্টি ম্য়াচে ২৪০৫ রান করেছেন ম্য়াক্সওয়েল। ১৫৫ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন অজি তারকা। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করতে নেমে প্রথম থেকেই উইকেট হারাতে থাকে। ব্রেন্ডন কিং ও জনসন চার্লস নেমেছিলেন ওপেনিংয়ে। একমাত্রা রভম্য়ান পাওয়েল ৩৬ বলে ৬৩ রানের ইনিংস খেলেন। রাসেল ৩৭ রান করেন। বাকি কোনও ব্য়াটারই ত্রিশের গণ্ডি পেরতে পারেননি।
ছিটকে গেলেন লিচ
ভারত সফরে বাকি তিন টেস্ট থেকে ছিটকে গেলেন জ্যাক লিচ। হায়দরাবাদে প্রথম টেস্টের সময়ই চোট পান ইংল্যান্ডের স্পিনার। বিশাখাপত্তনমে তাঁকে ছাড়াই ম্যাচে নেমেছিল ইংল্যান্ড। ম্যাচ হারতে হলেও টম হার্টলিরা বেশ প্রভাবিতই করেন। দলের সবথেকে অভিজ্ঞ স্পিনারের অনুপস্থিতিতে হার্টলি, শোয়েব বশির ও রেহান আমেদের ত্রিফলা স্পিন আক্রমণের উপর আস্থা রাখছে ইংল্যান্ড ম্যানেজমেন্ট। অন্তত লিচের বদলি হিসাবে কাউকে না ডাকা সেই দিকেই ইঙ্গিত করে। অবশ্য এই তিন স্পিনার বাদেও প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক জো রুট ইংল্যান্ডের চতুর্থ স্পিন বিকল্প। নিজের অফ স্পিন বোলিংয়ে কিন্তু অতীতে ভারতের মাটিতে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে রুটের।
ভারতের বিরুদ্ধে দ্বিতীয় এবং তৃতীয় টেস্টের মধ্যে যথেষ্ট ব্যবধান রয়েছে। ইংল্যান্ড দল এই সময়টা দুবাইয়ে থেকেই নিজেদের প্রস্তুতি সারছে। লিচও সেখানে রয়েছেন। তিনি সেখান থেকেই আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের উদ্দেশে রওনা দেবেন। ইসিবির তরফে জানানো হয় লিচ নিজের চোট সারানোর লক্ষ্যে ইংল্যান্ড তো বটেই, সামারসেটের মেডিক্যাল দলের সঙ্গেও কাজ করবেন।