এক্সপ্লোর
Advertisement
আরসিবি-র নতুন লোগো: দারুণ...এবার ট্রফি জিততে হবে, বললেন বিজয় মাল্য
আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) শুক্রবারই তাদের নতুন লোগো প্রকাশ করেছে। ফ্র্যাঞ্চাইজির মৌলিক দর্শন- আকর্ষণীয় ক্রিকেট খেলার সাহসী ও নির্ভীক মানসিকতার সঙ্গে সামঞ্চস্য রেখে নতুন লোগো-র নকশায় রয়েছে রাজকীয় সিংহর ছবি।
নয়াদিল্লি:আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) শুক্রবারই তাদের নতুন লোগো প্রকাশ করেছে। ফ্র্যাঞ্চাইজির মৌলিক দর্শন- আকর্ষণীয় ক্রিকেট খেলার সাহসী ও নির্ভীক মানসিকতার সঙ্গে সামঞ্চস্য রেখে নতুন লোগো-র নকশায় রয়েছে রাজকীয় সিংহর ছবি।
নতুন লোগো প্রকাশ্যে আসার পর এবার আরসিবি-র প্রাক্তন মালিক বিজয় মাল্য বললেন, এবার আরসিবি-র ট্রফি জেতার সময়। কিছুদিন পরেই বসতে চসেছে ত্রয়োদশ আইপিএলের আসর। তার আগে আরসিবি-র নয়া লোগো সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে মাল্য ট্যুইটারে লিখেছেন, খুব ভালো..কিন্তু এবার ট্রফি জিততে হবে।
এর পাশাপাশি ট্রফি জয়ের জন্য অধিনায়ক বিরাট কোহলিকে স্বাধীনভাবে দল চালানোর ক্ষমতা দেওয়ারও পরামর্শও দিয়েছেন মাল্য। দলের অনুরাগীরা চাইছেন, এবার অন্তত বিরাট কোহলির নেতৃত্বে ট্রফির খরা কাটুক।
মাল্যর ট্যুইট- ভারতের অনূর্ধ্ব ১৯ স্কোয়াড থেকে আরসিবি-তে এসেছিল বিরাট। এখন নেতৃত্ব দিয়ে ভারতকে সাফল্য এনে দিচ্ছে ও এবং নিজেও দুর্দান্ত পারফর্মার বিরাট। পুরোটাই ওর ওপরে ছেড়ে দেওয়া হোক। ওকে স্বাধীনতা দেওয়া হোক। আরসিবি-র সমর্থকরা দীর্ঘদিনের খরা কাটিয়ে ট্রফি চাইছে।
২০০৮-এ আইপিএল শুরু হওযার পর থেকে এখনও পর্যন্ত একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি আরসিবি। গত বুধবার সবাইকে চমকে দিয়ে দলের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলের নাম পরিবর্তন করা হয়। ওই অ্যাকাউন্ট থেকে ডিসপ্লে ও কভার পিকচার সরিয়ে দেওয়া হয়। নামের বদল ঘটিয়ে করা হয় শুধু রয়্যাল চ্যালেঞ্জার্স। ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টেও তাই করা হয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
বিনোদনের
জেলার
Advertisement