GT vs LSG. 1st Highlights: ঋদ্ধি, শুভমনের ঝোড়ো ব্যাটিং, লখনউকে ২২৮ রানের লক্ষ্য দিল গুজরাত
GT vs LSG IPL 2023: ঋদ্ধিমান ও শুভমন আজ ওপেনিংয়ে ১৪২ রান তোলেন।
আমদাবাদ: নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ আইপিএলের ইতিহাসে প্রথমবার দুই ভাই টস করতে নেমেছিলেন। লখনউ সুপার জায়ান্টসের নেতৃত্বে ছিলেন ক্রুণাল পাণ্ড্য (Krunal Pandya) ও ভাই হার্দিক (Hardik Pandya) নেমেছিলেন গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসাবে। দুই ভাইয়ের মগজাস্ত্রের লড়াইয়ে কে, কাকে টেক্কা দেন সেই দিকে ক্রিকেটপ্রেমীদের নজর ছিলই। প্রথম ইনিংসে দেখার মতোই পারফরম্যান্স উপহার দিলেন গুজরাতের ব্যাটাররা।
এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ক্রণাল। তবে ব্যাট হাতে শুরু থেকেই গুজরাত টাইটান্সের দুই তারকা ওপেনার ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) ও শুভমন গিল (Shubman Gill) লখনউয়ের বোলারদের চাপে ফেলেন। শুভমন শুরুটা খানিকটা দেখেশুনে করলেও, ঋদ্ধিমান দুর্দান্ত ছন্দে ছিলেন। মাত্র ২০ বলেই নিজের অর্ধশতরান পূরণ করে ফেলেন ঋদ্ধিমান। পাওয়ার প্লের ছয় ওভারে বিনা উইকেটে রেকর্ড ৭৮ রান তোলে গুজরাত। এই দুর্দান্ত শুরুর পরে গুজরাতকে আর ঘুরে দেখতে হয়নি।
শুরু থেকেই দাপট
দুর্দান্ত ছন্দে দেখানো ঋদ্ধি ও শুভমন দেখতে দেখতেই শতরানের পার্টনারশিপ পূরণ করে ফেলেন। ঋদ্ধি তড়তড়িয়ে তাঁর কেরিয়ারের দ্বিতীয় শতরানের দিকে এগচ্ছিলেন। তবে বাধ সাধেন প্রেরক মাঁকড়। ইনিংসের ১৩তম আবেশ খানের বলে ঋদ্ধি ভাল পুল শট নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বাউন্ডারি লাইনে ঝাঁপিয়ে পড়ে চোখধাঁধানো একটি ক্যাচ ধরেন মাঁকড়। ঋদ্ধিকে ৪৬ বলে ৮১ রান করেই সাজঘরে ফিরতে হয়। ঋদ্ধি আউট হলে ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন শুভমন।
শতরান হাতছাড়া
ইনিংসের শুরুটা খানিকটা মন্থর করলেও, রান করার গতি বাড়ান তিনি। শুভমনও শতরানের দিকে এগচ্ছিলেন বটে। কিন্তু ইনিংসের শেষ ওভারে তিনি তেমন স্ট্রাইকই পাননি। তাই ৯৪ রানেই অপরাজিত থাকতে হয় শুভমনকে। তাঁকে শেষের দিকে ১২ বলে ২১ রানের ইনিংস খেলে সঙ্গ দেন ডেভিড মিলার। তবে মূলত শুভমন ও ঋদ্ধির ব্যাটে ভর করেই এদিন গুজরাত এত বড় রান তুলতে পারল। লখনউয়ের হয়ে মহসিন খান ও আবেশ খান একটি করে উইকেট নেন।
গুজরাত অধিনায়ক হার্দিক কিন্তু ১৫ বলে ২৫ রানের বেশি করতে পারেননি। গুজরাতে কাছে বড় রানের পুঁজি রয়েছে। লখনউকে এই ম্যাচ জিততে হলে দুরন্ত ব্যাটিং করতে হবে। লখনউকে হারিয়ে গুজরাত নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখে না, লখনউ আইপিএলে প্রথমবার গুজরাতে হারায়, সেটাই এখন দেখার বিষয়।
আরও পড়ুন: অসময়ে চুল পেকে যাওয়ার সমস্যা এড়াতে কী কী করবেন এবং কী কী করবেন না