এক্সপ্লোর
২০১১র বিশ্বকাপ ফাইনালে ব্যবহৃত ধোনির ব্যাটই ক্রিকেটের ইতিহাসে 'সবথেকে দামি': গিনেস বুক

নয়াদিল্লি : হাতে ১১ বল। রান বাকি ৪। শ্রীলঙ্কার পেসার কুলাসেকারার বলকে লং অনে মাঠের বাইরে পাঠালেন মাহি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে রচিত হল ইতিহাস। ২৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটে ভারতের হাতে উঠল ক্রিকেট বিশ্বকাপ। মহেন্দ্র সিংহ ধোনির যে ব্যাট সেই জয় এনে দিয়েছিল ভারতকে, সেটি এই মুহূর্তে বিশ্বের সবথেকে দামি ব্যাট, ঘোষণা করল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস।
২০১১র ১৮ জুলাই লন্ডনে ধোনির 'ইস্ট মিটস ওয়েস্ট' চ্যারিটি ডিনারে নিলামে ওই ব্যাট বিক্রি হয় ১৬১,২৯৫ মার্কিন ডলারে, যা কিনা এখনও পর্যন্ত রেকর্ড! ব্যাটটি কেনে আর কে গ্লোবাল শেয়ারস অ্যান্ড সিকিউরিটিস লিমিটেড (ইন্ডিয়া) নামে এক সংস্থা। ২০১১ সালের ২ এপ্রিল এই ব্যাট নিয়েই বিশ্বকাপের ফাইনাল খেলেছিলেন ধোনি।
২০১১র ১৮ জুলাই লন্ডনে ধোনির 'ইস্ট মিটস ওয়েস্ট' চ্যারিটি ডিনারে নিলামে ওই ব্যাট বিক্রি হয় ১৬১,২৯৫ মার্কিন ডলারে, যা কিনা এখনও পর্যন্ত রেকর্ড! ব্যাটটি কেনে আর কে গ্লোবাল শেয়ারস অ্যান্ড সিকিউরিটিস লিমিটেড (ইন্ডিয়া) নামে এক সংস্থা। ২০১১ সালের ২ এপ্রিল এই ব্যাট নিয়েই বিশ্বকাপের ফাইনাল খেলেছিলেন ধোনি। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















