Guru Purnima 2022: শুধু ক্রিকেটার নয়, ভাল মানুষ হতেও সাহায্য করেছেন, কাদের শ্রদ্ধার্ঘ্য জানালেন সচিন
Sachin Tendulkar: আচরেকর বেঁচে থাকাকালীন সচিন তাঁর বাড়িতে হাজির হয়ে যেতেন। এবারের গুরুপূর্ণিমাটা অবশ্য একটু অন্যরকমভাবে কাটাচ্ছেন সচিন।
মুম্বই: তিনি রয়েছেন ছুটির মেজাজে। কখনও থাকছেন ইংল্যান্ডে । কখনও আবার স্কটল্যান্ডে । লন্ডনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পঞ্চাশতম জন্মদিন উদযাপনের পার্টিতেও ছিলেন । গুরু পূর্ণিমায় তিনজনকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। জানালেন, এই তিনজনের জন্যই শুধু ক্রিকেটার হিসাবেই নয়, মানুষ হিসাবেও তিনি সমৃদ্ধ হয়েছেন ।
প্রত্যেক বছরই গুরু পূর্ণিমার দিন শৈশবের কোচ, অধুনা প্রয়াত রমাকান্ত আচরেকরের সঙ্গে ছবি পোস্ট করেন সচিন তেন্ডুলকর । আচরেকর বেঁচে থাকাকালীন সচিন তাঁর বাড়িতে হাজির হয়ে যেতেন। এবারের গুরুপূর্ণিমাটা অবশ্য একটু অন্যরকমভাবে কাটাচ্ছেন সচিন ।
সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, 'আমার একজন নয়, তিনজন গুরু। আমার বাবা, আচরেকর স্যার ও আমার দাদা অজিত। ওঁরা আমাকে শুধু ক্রিকেটই শেখাননি, সবচেয়ে আগে শিখিয়েছেন ভাল মানুষ কীভাবে হতে হয়। আমার সব গুরুকে গুরুপূর্ণিমার শুভেচ্ছা'।
I have been lucky to have not 1 but 3 Gurus - my father, Achrekar Sir & my brother Ajit. They taught me not just cricket, but also to be a good human being first and foremost.
— Sachin Tendulkar (@sachin_rt) July 13, 2022
Happy #GuruPurnima to all Gurus.
তবে ক্রিকেটেও চোখ রয়েছে সচিনের । বুধবার ইংল্যান্ডকে দুরমুশ করে ওযান ডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের জয় দেখেছেন । সচিন ট্যুইট করেছেন, ‘‘ওভাল পিচে খুব ভাল বাউন্স ছিল। ভারতীয় বোলাররা এই পিচে দারুণ লেংথে বল করে গেল । যেটা পার্থক্য গড়ে দিল । অসাধারণ বল করল ভারতীয় পেসাররা । বিশেষ করে বুমরার পারফরম্যান্স তো অবিশ্বাস্য ।’’
আরও পড়ুন: ট্রেনের শৌচালয়ের পাশে কাগজ বিছিয়ে শুরু হয়েছিল এভারেস্ট জয়ের সফর