(Source: ECI/ABP News/ABP Majha)
Sindhu in BWF Championship: মধুর প্রতিশোধ, অবশেষে চোচুওয়াং কাঁটা উপড়ে শেষ আটে সিন্ধু
PV Sindhu: তাইকে বেশ গুরুত্ব দিচ্ছেন সিন্ধু। কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষকে নিয়ে বলেছেন, 'তাই খুব কৌশলী খেলোয়াড়। তাই আমার লড়াই সহজ হবে না।'
মাদ্রিদ: তিনি যেন পি ভি সিন্ধুর (PV Sindhu) কাঁটা হয়ে উঠেছিলেন। গত দুবারের সাক্ষাতে দুবারই পরাজিত হতে হয়েছিল। অবশেষে তাইল্যান্ডের তারকা শাটলার পর্নপাওয়ি চোচুওয়াংকে হারালেন সিন্ধু। চলতি বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের (BWF Championship) প্রি-কোয়ার্টার ফাইনালে তাইল্যান্ডের চোচুওয়াংকে স্ট্রেট গেমে হারালেন তিনি। খেলার ফল ২১-১৪, ২১-১৮।
জয়ের পর সিন্ধু বলেছেন, 'এই জয় খুব গুরুত্বপূর্ণ কারণ শেষ দুবার ওর কাছে হেরে গিয়েছিলাম। প্রথম পয়েন্ট থেকে তাই খুব মনঃসংযোগ দেখাতে হয়েছে।' ম্যাচ জিতে উঠে পরের প্রতিপক্ষকে নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন অলিম্পিক্সে জোড়া পদকের মালকিন। সিন্ধু বলেছেন, 'আগামীকাল তাইয়ের (তাই জু য়িং) বিরুদ্ধে খেলছি। অলিম্পিক্সের পর এই প্রথম একে অপরের বিরুদ্ধে খেলছি। নিজের সেরাটা খেলতে হবে। কারণ এই ম্যাচ সহজ হবে না।' সিন্ধু যোগ করেছেন, 'অনেকে বলে আমি অলিম্পিক্স ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভাল খেলি। এটা শুনে অনুপ্রাণিত লাগে। ইতিবাচক ভাবেই দেখি ব্যাপারটা। জানি না কীভাবে এটা হয়। তবে ভালই হয়।'
তাইকে বেশ গুরুত্ব দিচ্ছেন সিন্ধু। কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষকে নিয়ে বলেছেন, 'তাই খুব কৌশলী খেলোয়াড়। তাই আমার লড়াই সহজ হবে না।'
গত দু ম্যাচ ধরে বারবার থাই শাটলারের কাছে হারতে হয়েছিল সিন্ধুকে। চোচুওয়াং যেন ভারতীয় শাটলারের কাছে শক্ত গাঁট হয়ে উঠছিলেন। কিছুতেই চোচুওয়াং-এর পরীক্ষা পাশ করতে পারছিলেন না সিন্ধু। অবশেষে স্পেনের মাদ্রিদে সেই ফাঁড়া কাটল। চলতি বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টারে পৌঁছলেন সিন্ধু। তবে অনেকেই চ্যাম্পিয়নশিপের প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচ নিয়ে চিন্তা শুরু করেছিলেন। কারণ শেষ টানা দুই ম্যাচে থাইল্যান্ডের পর্নপাওয়ি চোচুওয়াং-এর কাছে হারতে হয়েছিল সিন্ধুকে। অনেকেই ভেবেছিলেন এবারও হয়তো ফল একই হতে চলেছে।
তবে সকলকে ভুল প্রমাণ করলেন সিন্ধু। স্পেনের হুয়েলভা প্রদেশে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অবশেষে তাইল্যান্ডের পর্নপাওয়ি চোচুওয়াংকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলেন ভারতীয় শাটলার।