Hamza Saleem Dar : ১০ ওভারের ম্যাচে ২২ ছক্কা, ৪৩ বলে ১৯৩ রান হাঁকিয়ে বিশ্বরেকর্ড হামজার
T 10 Cricket : ৪৩ বলের মধ্যে ১৪ টি চার ও ২২ টি ছয় ! চোখ ধাঁধানো ১৯৩ রান। টি ১০ ক্রিকেট ম্যাচে ইতিহাস গড়লেন হামজা সালিম দার ( Hamza Saleem Dar)।
লন্ডন : বিশ্বরেকর্ড। ৪৩ বলের মধ্যে ১৪ টি চার ও ২২ টি ছয় ! চোখ ধাঁধানো ১৯৩ রান। টি ১০ ক্রিকেট ম্যাচে ইতিহাস গড়লেন হামজা সালিম দার ( Hamza Saleem Dar)। তাঁর নজিরবিহীন বিধ্বংসী ব্যাটিংয়ের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
স্পেনের ব্যাটারটি কাতালুনিয়া জাগুয়ার ও সোহাল হসপিটালেটের ম্যাচে যে অনন্য নজির গড়েছেন। ইউরোপিয়ান টি ১০ ম্যাচে (European T10 Match) রেকর্ড সর্বোচ্চ রান হাঁকান তিনি। ১০ ওভারের ক্রিকেটের ম্যাচে যা বিশ্বরেকর্ড। এর আগে টি ১০-র কোনও ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ ছিল ১৬৩ রান। যা ভেঙে দিয়েছেন হামজা।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল কাতালুনিয়ার দলটি। হামজার ব্যাটিং বিস্ফোরণের জেরে শেষ পর্যন্ত ১০ ওভারের ২৫৭ রান খাড়া করে কাতালুনিয়া জাগুয়ার। ১৯ বলে ৫৮ হাঁকান ইয়াসির আলি। তবে এই ম্যাচে ক্রিকেটীয় পরিভাষাকে কার্যত পাল্টে দিয়েছেন হামজা।
তিনি মাত্র ৪৩ বলের ইনিংসের মধ্যে ওভার বাউন্ডারি হাঁকিয়েছিলেন ২২ টি ! অর্থাৎ ক্রিজে ব্যাট করার মাঝে প্রত্যেক এক বল অন্তরের গড়ে ছক্কা-বর্ষণ ! অভাবনীয় বললেও কম বলা হয় যে কীর্তিকে। পাশাপাশি তিনি চার মেরেছেন ১৪ টি। প্রতিপক্ষের এক বোলারের দুই ওভারে হামজা তুলে নিয়েছেন ৭৩ রান।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে মাত্র ১০৪ রানে গুটিয়ে যায় সোহাল হসপিটালেটের ইনিংস।
𝗪𝗢𝗥𝗟𝗗 𝗥𝗘𝗖𝗢𝗥𝗗 𝗞𝗡𝗢𝗖𝗞!
— Don Cricket 🏏 (@doncricket_) December 7, 2023
Hamza Saleem Dar scored 1️⃣9️⃣3️⃣ * in 43 balls is the highest individual score in a T10 match.pic.twitter.com/VeACwJvFpR
আরও পড়ুন- গম্ভীরের সঙ্গে নজিরবিহীন বাদানুবাদ, আইনি নোটিস পেলেন শ্রীসন্থ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।