এক্সপ্লোর
Advertisement
সেঞ্চুরির পর কেন জিভ বার করেন রস টেলর, প্রশ্ন হরভজনের, জেনে নিন কী বলেছিলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার
আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যেক সেঞ্চুরির পরই নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটারকে জিভ বার করে সেলিব্রেট করতে দেখা যায়।
অকল্যান্ড: হ্যামিল্টনে ভারত-নিউজিল্যান্ড ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচের নায়ক তিনিই। তাঁর সেঞ্চুরিতে ভর করেই বিরাট কোহলি ব্রিগেডকে ৪ উইকেটে হারিয়েছিলেন কিউয়িরা।
সেই রস টেলরের সেলিব্রেশন নিয়ে এবার কৌতূহল প্রকাশ করলেন হরভজন সিংহ।
হ্যামিল্টনে সেঞ্চুরির পর জিভ বার করেছিলেন টেলর। ঘটনা হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যেক সেঞ্চুরির পরই নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটারকে জিভ বার করে সেলিব্রেট করতে দেখা যায়। ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে-তেও তার অন্যথা হয়নি।
যা দেখার পর হরভজন ট্যুইট করেন, ‘রস টেলর দারুণ খেলেছো। অসাধারণ ইনিংস। কিন্তু তুমি প্রত্যেকবার সেঞ্চুরির পর জিভ বার করে সেলিব্রেট করো কেন? যাই হোক খুব ভাল ক্রিকেট ম্যাচ হয়েছে।’
টেলর এখনও পর্যন্ত হরভজনকে কোনও জবাব দেননি। তবে পাঁচ বছর আগেই তিনি জিভ বার করে সেঞ্চুরি সেলিব্রেশনের রহস্য ফাঁস করেছিলেন। কিউয়ি তারকা একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ছোটবেলা বয়সভিত্তিক ক্রিকেটে দুবার সেঞ্চুরি করার পরেও দল থেকে বাদ পড়েছিলাম। তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আমার দ্বিতীয় সেঞ্চুরি করার পরেও দল থেকে বাদ পড়ি। তারপর থেকে সেঞ্চুরি করলেই জিভ বার করি। পাশাপাশি আমার মেয়েও জিভ বার করতে দেখলে মজা পায়। তাই ওর জন্যই এই ধরনের সেলিব্রেশন করে থাকি।’What a knock @RossLTaylor well done.. tell me why do u put the tongue out every time score 100??? 😜good game of cricket #indvsnz pic.twitter.com/XjNuXVxrTW
— Harbhajan Turbanator (@harbhajan_singh) February 5, 2020
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement