এক্সপ্লোর
Advertisement
দ্রাবিড়ের তত্ত্বাবধানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ট্রেনারদের কাছে রিহ্যাবের জন্য যাচ্ছেন হার্দিক
বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, রিহ্যাবের জন্য ক্রিকেটারদের এনসিএ-তেই যেতে হবে।
মুম্বই: ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন দিনকয়েক আগেই। ভারতের নিউজিল্যান্ড সফর চলাকালীন সুস্থ হয়ে ওঠার লড়াই এখন হার্দিক পাণ্ড্যর সামনে। আর সেই লক্ষ্যে এবার বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চললেন বঢোদরার অলরাউন্ডার। বোর্ড সূত্রে খবর, মঙ্গলবার থেকে এনসিএ-তে হেড কোচ রাহুল দ্রাবিড় এবং ট্রেনারদের তত্ত্বাবধানে রিহ্যাবিলিটেশন শুরু করবেন হার্দিক।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে ম্যাচের আগে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে প্র্যাক্টিস করতে গিয়েছিলেন হার্দিক। বোর্ড সূত্রের খবর, টিম ম্যানেজমেন্ট থেকেই তাঁকে বলা হয়েছে এনসিএ-তে রিহ্যাব করতে। নাম প্রকাশে অনিচ্ছুক টিম ম্যানেজমেন্টের এক সদস্য বলেছেন, ‘ওয়াংখেড়েতে বিরাট কোহলি আর জাতীয় দলের সঙ্গে প্র্যাক্টিসের সময়ই ওকে এনসিএ-তে রিহ্যাব করতে বলা হয়েছে। দু সপ্তাহের রিহ্যাব সেশনে ও আন্তর্জাতিক ক্রিকেটের জন্য পুরো তৈরি হয়ে যাবে বলে মনে হচ্ছে।’
প্রসঙ্গত, অস্ত্রোপচারের পর দিল্লি ক্যাপিটালসের ট্রেনারের কাছে রিহ্যাব করছিলেন হার্দিক। যশপ্রীত বুমরাহও ওই একই ট্রেনারের কাছে রিহ্যাব করছিলেন। যদিও বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, রিহ্যাবের জন্য ক্রিকেটারদের এনসিএ-তেই যেতে হবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement