Asia Cup 2025: হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চিনকে হারিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করল ভারত
IND vs CHN: ভারত ও চিনের টানটান ম্যাচের তিন কোয়ার্টার শেষেও কিন্তু ম্যাচ একেবারে সমতায় ছিল।

রাজগীর: সূর্যকুমার যাদবদের মহাদেশের সেরা হওয়ার লড়াইয়ে নামতে আরও দিনকয়েক বাকি রয়েছে। তবে এর মধ্যেই শুরু হয়ে গেল আরেক এশিয়া কাপ (Asia Cup 2025)। অবশ্য ক্রিকেট নয়, হকির। এ দেশের মাটিতেই বসেছে হকিতে মহাদেশের সেরা হওয়ার লড়াই। সেই টুর্নামেন্টের প্রথম ম্যাচে টার্ফে নেমেই টানটান ম্য়াচ জিতে নিল ভারত। দলের অধিনায়ক হরমনপ্রীত সিংহই (Harmanpreet Singh) দলের জয়ের নায়ক।
ম্যাচের শুরুটা ভারতই দুরন্ত গতিতে আক্রমণ শানিয়ে করেছিল। পেনাল্টি কর্নার থেকে শুরু প্রাথমিক আক্রমণের ঝাঁঝে বিপাকে পড়ে চিন। তবে ম্য়াচ যত গড়ায় চিন ধীরে ধীরে লড়াইয়ে ফেরে। স্কোরবোর্ডেও তারাই প্রথমে খাতা খোলে। ম্যাচের ১২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে শিয়াও ডু গোল করে দলকে এগিয়ে দেন। প্রথম কোয়ার্টারে ম্য়াচে সমতায় ফিরতে পারেননি হরমনপ্রীতরা।
প্রথম কোয়ার্টারের মতোই দ্বিতীয় কোয়ার্টারের শুরুটাও ভারতীয় দল বেশ আক্রমণাত্মক মেজাজেই করে। এবার তার সুফলও মেলে। দ্বিতীয় কোয়ার্টারের তিন মিনিটের মাথায় যুগরাজ সিংহ পেনাল্টি কর্নার থেকে জোরাল শটে তিনি দলকে সমতায় ফেরান। মিনিট দু'য়েক পরেই আবারও এক পেনাল্টি কর্নার পায় ভারত। সেই কর্নার থেকে হরমনপ্রীত ভারতকে ম্যাচে এগিয়ে দেন। তিনিই দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের একবার গোল করে দলের ব্যবধান আরও বাড়ান। তবে চিনও হার মানার পাত্র। মিনিট দু'য়েক পরেই বেনহাই চেন চিনের হয়ে তৃতীয় পেনাল্টি কর্নার থেকে দ্বিতীয় গোলটি করেন।
এরপরে দুই দলই একে অপরের জালে বল জড়ানোর লক্ষ্যে আক্রমণ চালিয়ে যায়। ভারতীয় সমর্থকদের উদ্বেগ বাড়ে। ম্যাচের মিনিট কুড়ি বাকি থাকতেই মাঠে উপস্থিত ভারতীয় সমর্থকদের হতাশ করে ম্যাচে সমতায় ফেরে চিন। সেই পেনাল্টি কর্নার থেকেই এবার গাও ৪১তম মিনিটে গোল করে চিনকে ম্যাচে সমতায় ফেরান। তিন কোয়ার্টার শেষে ম্য়াচ একেবারে ৫০-৫০ ছিল।
ম্যাচের শেষ কোয়ার্টারে ফের একবার জয়ের লক্ষ্যে তেড়েফুড়ে মাঠে নামে ভারত। একের পর এক পেনাল্টি কর্নার পায় ভারতীয় দল। সেই পেনাল্টি কর্নার থেকেই ৪৭তম মিনিটে হরমনপ্রীত নিজের হ্যাটট্রিক পূর্ণ করে ভারতকে ফের একবার ম্যাচে এগিয়ে দেন। ভারতীয় দলের আক্রমণ বিভাগ বল চিনের অর্ধে রেখেই ক্রমাগত চাপ তৈরি করে। গোল না হলেও চিনকে আর ম্যাচে ফেরার সুযোগই দেয়নি ভারত। এক টানটান ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচ জিতে নেন হরমনপ্রীতরা।
ভারতীয় দল রবিবার এই জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যেই জাপানের বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে।






















