এক্সপ্লোর
হরমনপ্রীতের জোড়া গোল, নিউজিল্যান্ডকে ৩-০ হারাল ভারত

ছবি সৌজন্যে ট্যুইটার
ইপো: ২৬-তম আজলান শাহ কাপের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে সহজেই ৩-০ গোলে হারিয়ে দিল ভারত। পেনাল্টি কর্নার থেকে জোড়া গোল করলেন ডিফেন্ডার হরমনপ্রীত সিংহ। অপর গোলটি করেছেন মনদীপ সিংহ। প্রথম ম্যাচে ব্রিটেনের সঙ্গে ২-২ ড্র করার পর দ্বিতীয় ম্যাচে জয় পাওয়ায় ভারতের এবারের আজলান শাহ অভিযান ভালই এগিয়ে চলেছে। এদিন শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে ভারত। তারই ফলে ২৩ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন মনদীপ। ২৭ মিনিটে ব্যবধান বাড়ান হরমনপ্রীত। তিনি ৪৭ মিনিটে দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোল করেন। আজ দেশের হয়ে ২০০-তম ম্যাচ খেললেন এস ভি সুনীল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















