এক্সপ্লোর
Advertisement
রাঁচির মেকন কলোনি থেকে ওল্ড ট্র্যাফোর্ড, কেমন ছিল ধোনির ক্রিকেট যাত্রা?
আজ ভারতীয় ক্রিকেটে একটি অধ্যায় শেষ হল।
নয়াদিল্লি: রাঁচির মেকন কলোনি থেকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের দূরত্ব প্রায় ১,৭২৪ কিলোমিটার। পাড়া ক্রিকেটের সঙ্গে বিশ্বকাপ ফাইনালের পার্থক্য আরও অনেকগুণ বেশি। যাত্রাপথটা ঠিক কতটা কঠিন ছিল, সেটা ক্রিকেট সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকা ব্যক্তিমাত্রেরই জানা। এখানেই সবার চেয়ে আলাদা মহেন্দ্র সিংহ ধোনি। ভারতীয় ক্রিকেটের সফলতম অধিনায়ক, যাঁর ঝুলিতে দু-দু’টি বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। বরাবরই হিসেবের বাইরে তিনি। চেনা ছকে কোনওদিনই তাঁকে ফেলা যায় না। স্বাধীনতা দিবসের সন্ধেয় সেভাবেই সারা দেশকে হতচকিত করে দিয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন। সোশ্যাল মিডিয়ায় ছোট্ট একটা পোস্ট, ‘আপনাদের ভালবাসা ও সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। সন্ধে ৭.২৯ মিনিট থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে গণ্য করবেন।’ এভাবে তিনি সরে যাবেন, এটা কেউ ভাবতে পেরেছিল! কিন্তু ধোনিকে যে আর পাঁচজনের সঙ্গে একই পংক্তিতে ফেলা যায় না। তিনি যে অন্য ধাতুতে গড়া।
আজ ভারতীয় ক্রিকেটে একটি অধ্যায় শেষ হল। ২০০৪ সালের শেষদিকে ভারতীয় দলের বাংলাদেশ সফরে যে যাত্রা শুরু হয়েছিল, তা শেষ হল করোনার আবহে। সবাই যখন ভাবছিলেন, টি-২০ বিশ্বকাপ খেলেই হয়তো অবসরের দুনিয়ায় চলে যাবেন ধোনি, তখনই এই ঘোষণা করে দিলেন রাঁচির মহাতারকা। আইপিএল-এর ঠিক আগে তিনি সবার আড়ালে থেকেই নিজেকে সরিয়ে নিলেন।
পরিসংখ্যান বলছে, ভারতের হয়ে ৯০টি টেস্ট, ৩৫০টি একদিনের ম্যাচ এবং ৯৮টি টি-২০ ম্যাচ খেলেছেন ধোনি। টেস্টে তাঁর রান ৩৮.০৯ গড়ে ৪,৮৭৬। শতরান ৬টি এবং অর্ধশতরান ৩৩টি। সর্বোচ্চ স্কোর ২২৪। একদিনের আন্তর্জাতিকে ৫০.৫৩ গড়ে তাঁর রান ১০,৭৭৩। শতরান ১০টি এবং অর্ধশতরান ৭৩টি। সর্বোচ্চ স্কোর অপরাজিত ১৮৩। একদিনের আন্তর্জাতিকে একটি উইকেটও নেন তিনি। টি-২০ ম্যাচে তাঁর রান ১,৬১৭। গড় ৩৭.৬০। অর্ধশতরান দু’টি।
এ তো গেল ব্যাটিংয়ের পরিসংখ্যান। উইকেটকিপার হিসেবে ধোনির রেকর্ড কেমন? টেস্টে তিনি ক্যাচ নিয়েছেন ২৫৬টি এবং স্টাম্পিং ৩৮টি। একদিনের আন্তর্জাতিকে ৩২১টি ক্যাচ এবং ১২৩টি স্টাম্পিং। আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৫৭টি ক্যাচ ও ৩৪টি স্টাম্পিং।
কিন্তু পরিসংখ্যান দিয়ে কি ধোনিকে মাপা যায়! ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপের ফাইনালের শেষ ওভারে পাকিস্তানের বিরুদ্ধে চাপের মুহূর্তে অখ্যাত যোগীন্দর শর্মার হাতে বল তুলে দেওয়া বা ওয়াংখেড়েতে ব্যাটিং অর্ডার বদল করে চার নম্বরে নেমে নুয়ান কুলশেখরের বলে ছক্কা মেরে দলকে জিতিয়ে ব্যাট ঘোরানো, ধোনির আসল মুন্সিয়ানা তো ভারতীয় ক্রিকেটের ইতিহাসকেই বদলে দেওয়া। সেই ইতিহাস কোনওদিন মোছা যাবে না।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement